ক্যামেরন গ্রিন এই প্রজন্মের অন্যতম সেরা ক্রিকেটার হিসেবে পরিচিত। সে ব্যাট হোক বা বল, তিনি সব ক্ষেত্রেই অন্যতম। এই বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, অ্যাশেজ এবং ওডিআই বিশ্বকাপ রয়েছে। চলতি বছরে একাধির বড় টুর্নামেন্ট খেলতে হবে অস্ট্রেলিয়াকে। যেখানে গ্রিনের ওপরে সবচেয়ে বেশি নির্ভর করবে টিম অস্ট্রেলিয়া। এছাড়াও আগামী ছয় মাসে অস্ট্রেলিয়ার দলের হয়ে বড় ভূমিকা পালন করবেন তিনি।বর্তমানে তিনি আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলছেন। সেই ভাবে নজর কাড়তে পারেননি তিনি।
অরুণ জেটলি স্টেডিয়ামে আজ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মাঠে নামবে মুম্বই ইন্ডিয়ান্স। মাঠে নামার আগে গ্রিনকে সচিন তেন্ডুলকরের সঙ্গে আলোচনা করতে দেখা যায়। মুম্বই ইন্ডিয়ান্সের একটি পোস্ট করা ভিডিওতে এটি দেখা গেছে। গ্রিন বলেন, মাস্টার ব্লাস্টার তাঁকে ব্যাটিং সম্পর্কে কিছু পরামর্শ দিয়েছেন। অজি ক্রিকেটার বলেন, ‘সচিন যখন কিছু বলে তা মন দিয়ে শুনতে হয়। সে আমাকে বলেছে, আমি যখন টেস্ট খেলব, তখন কিছুটা মাথা ঝুঁকে খেলব। যাতে বল গ্রাউন্ডে রেখে খেলতে সুবিধা হবে। এবং সাদা বলে ক্রিকেটে আমি ব্যাট খুলে খেলি। যার জন্য রান আসে।’ এছাড়াও গ্রিন জানা, অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের তরফ থেকে আইপিএলে খেলার বিষয়ে কোনও রকম নিষেধাজ্ঞা আসেনি। বিশেষ করে যেখানে ক্রিকেটারদের ওয়ার্কলোড নিয়ে প্রশ্ন উঠেছে।
গ্রিন বলেন, 'অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের তরফ থেকে কোনও অতিরিক্ত নির্দেশ আসেনি। ফলে আমার কোনও রকম সমস্যা হচ্ছে না। তবে সৌভাগ্যবশত একজন ক্রিকেটার চার ওভারই বল করতে পারে। এই মুহূর্তে আমার শরীর অনেকটাই ভালো রয়েছে। এই বছরটি একটি বেশ গুরুত্বপূর্ণ বছর। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের তরফ থেকে অতিরিক্ত কোনও চাপ না দেওয়ায় ভালো করে খেলতে পারছি। এছাড়াও মুম্বই ইন্ডিয়ান্সের সতীর্থদের থেকে অনেক কিছু শিখতে পারছি।'
মুম্বই ইন্ডিয়ান্স গ্রিনকে ১৭.৫০ কোটি টাকায় কিনেছে। আইপিএল নিলামে অস্ট্রেলিয়ান প্লেয়ারদের মধ্যে দামি ক্রিকেটার হিসেবে তাঁকে নিয়েছে। এই অলরাউন্ডার প্রথম দুটি খেলায় খুবই ভালো পারফরম্যান্স করেন। অস্ট্রেলিয়ার অলরাউন্ডার জানান, 'সাপোর্ট স্টাফ এবং বোর্ডের কর্তাদের সঙ্গে আমার কথা হয়েছে। খেলার বিষয়ে অতিরিক্ত কোনও নির্দেশ নেই । মুম্বই ইন্ডিয়ান্স প্রথম দুটি ম্যাচ হেরেছে। কিন্তু আমরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করব। আমি নিশ্চিত যে জয় আসবেই। একবার জয় শুরু হলে তারপর আমরা বুঝতে পারব কিভাবে খেলাগুলি জিততে হয়।'
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl )
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।