বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > CSK IPL 2023: 'তার মানে স্পিনারদের দরকার নেই', ফের সোশ্যাল মিডিয়ায় বিদ্রোহ জাদেজার, এবার নিশানায় বোলিং কোচ ব্র্যাভো

CSK IPL 2023: 'তার মানে স্পিনারদের দরকার নেই', ফের সোশ্যাল মিডিয়ায় বিদ্রোহ জাদেজার, এবার নিশানায় বোলিং কোচ ব্র্যাভো

ব্র্যাভোর সোশ্যাল মিডিয়া পোস্টে জাদেজার প্রতিক্রিয়া। ছবি- বিসিসিআই/ইনস্টাগ্রাম।

প্রচ্ছন্নভাবে ক্যাপ্টেন ধোনি, টিম ম্যানেজমেন্ট ও চেন্নাইয়ের সমর্থকদের উদ্দেশ্যে আগেই নিজের ক্ষোভ উগরে দিয়েছেন রবীন্দ্র জাদেজা। এবার তিনি সরাসরি প্রতিক্রিয়া জানালেন বোলিং কোচ ব্র্যাভোর সোশ্যাল মিডিয়া পোস্টে।

ফের সোশ্যাল মিডিয়ায় বিদ্রোহ রবীন্দ্র জাদেজার। এবার তাঁর নিশানায় চেন্নাই সুপার কিংসের বোলিং কোচ ডোয়েন ব্র্যাভো। দুর্দান্ত পারফর্ম্যান্স উপহার দিয়েও চেন্নাই সুপার কিংসে জাদেজা কতটা অবহেলিত, সেটা সামনে এল আরও একবার।

চিপকে গুজরাট টাইটানসকে হারিয়ে চেন্নাই সুপার কিংস আইপিএল ২০২৩-এর ফাইনালে ওঠার পরে ডোয়েন ব্র্যাভোর উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। নাচ-গানে চেন্নাইয়ের সেলিব্রশের বড় অংশ ছিলেন ব্র্যাভো।

দল ফাইনালে ওঠার পরে ক্যারিবিয়ান তারকাকে যারপরনাই আপ্লুত দেখায় চেন্নাইয়ের অনভিজ্ঞ পেস বোলারদের নিয়ে। সোশ্যাল মিডিয়ায় নিজের অনুভূতির কথা প্রকাশ করেন ব্র্যাভো। তবে দলের অন্দরমহল থেকেই যে তাঁকে এমন খোঁচা হজম করতে হবে, সেটা বোধহয় স্বপ্নেও ভাবেননি তিনি।

আসলে ব্র্যাভোর মাতামাতি ছিল শুধু চেন্নাইয়ের পেস বোলারদের নিয়ে। স্পিনারদের অবদানের কথা বিন্দুমাত্র স্বীকার করেননি তিনি। আলাদা করে পেসারদের নাম উল্লেখ করে ব্র্যাভো আর একটি ম্যাচ জিতে চেন্নাইকে চ্যাম্পিয়ন হওয়ার ডাক দেন। রবীন্দ্র জাদেজার প্রশ্ন এখানেই। তিনি জানতে চান যে, তাহলে কি স্পিনারদের কোনও প্রয়োজন নেই?

প্রথম কোয়ালিফায়ারে জয়ের পরে ব্র্যাভো ইনস্টাগ্রামে পেস বোলারদের সঙ্গে নিজের ও বোলিং পরামর্শদাতা এরিক সিমন্সের একটি ছবি পোস্ট করেন। তিনি পোস্টটি দীপক চাহার, মাথিসা পথিরানা, তুষার দেশপান্ডে ও আকাশ সিংকে ট্যাগ করে লেখেন, ‘এটাই সেই গ্রুপ, কোচ এরিক ও আমি এই তরুণ বোলিং গ্রুপকে নিয়ে যারপরনাই গর্বিত। এর থেকে বেশি গর্বের আর কিছু হতে পারে না। আর একটি মাত্র ম্যাচ বাকি।’

আরও পড়ুন:- GT vs CSK: ধোনি নাকি ‘বিরক্তিকর’ ক্যাপ্টেন! মাহিকে এমন তকমা কে দিয়েছেন জানলে অবাক হবেন

<p>ব্র্যাভোর পোস্টে জাদেজার প্রতিক্রিয়া।</p>

ব্র্যাভোর পোস্টে জাদেজার প্রতিক্রিয়া।

পোস্টটির প্রতিক্রিয়ায় জাদেজা লেখেন, ‘তার মানে তুমি বলছ যে, স্পিনারদের দরকার নেই।’

উল্লেখ্য, চলতি আইপিএলের শুরু থেকেই চেন্নাইয়ের পারফর্ম্যান্সে ব্যাটে-বলে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন রবীন্দ্র জাদেজা। বিশেষ করে চেন্নাইয়ের স্লো পিচে জাদেজার বোলিংয়ের জন্য সিএসকে বরাবর আধিপত্য দেখিয়েছে। গুজরাটের বিরুদ্ধে প্রথম কোয়ালিফায়ারেও জাদেজা দুর্দান্ত বল করেন। যার ফলে ম্যাচের শেষে ক্যাপ্টেন ধোনিও তাঁর অবদান স্বীকার করে নিতে বাধ্য হন।

আরও পড়ুন:- GT vs CSK: তবে কি ক্যাপ্টেনের ভুল সিদ্ধান্তেই ম্যাচ হারে গুজরাট? হার্দিক জানালেন, আক্ষেপ নেই

চেন্নাইয়ের অনভিজ্ঞ পেসাররা নজরকাড়া বোলিং করছেন সন্দেহ নেই। তবে জাদেজা, মইন আলি ও মাহিশ থিকসানা, তিন স্পিনারও পাল্লা দিয়ে উইকেট তুলছেন। এখনও পর্যন্ত জাদেজা ১৯টি, মইন ৯টি ও থিকসানা ১১টি উইকেট নিয়েছেন। তা সত্ত্বেও বোলিং কোচের উপেক্ষা হজম হয়নি রবীন্দ্রর।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

বড় ধাক্কা! বর্ডার গাভাসকর সিরিজের প্রথম ম্যাচে ব্যক্তিগত কারণে অনিশ্চিত রোহিত! বর্ডার গাভাসকর ট্রফির আগে দুঃসংবাদ অজিদের! গ্রিনের সার্জারি নিয়ে জল্পনা তুঙ্গে… নবরাত্রির মহাষ্টমীতে হয় মহাগৌরীর আরাধনা, জেনে নিন এই দিনের বিশেষ নৈবেদ্য পরমাণু অস্ত্র বর্জন করতে রাজি করিয়েছিলেন তিন দেশকে... দাবি ট্রাম্পের উৎসবে ‘না’, বাইরে বা বেরোলেও বাড়িতে কীভাবে পুজো কাটাচ্ছেন সোহিনী ভিডিয়ো-ভারতের গলি ক্রিকেটের চিত্র অস্ট্রেলিয়ার শিল্ডে! ঝোপে ঢুকে বল খুঁজলেন লিয়ঁ আরজি করে রক্তমাখা গ্লাভস! উঠল চাঞ্চল্যকর অভিযোগ, ছড়িয়েছে আতঙ্ক রাত পোহালেই মহাষ্টমী, প্রিয়জনকে জানান এই পুণ্যলগ্নের শুভেচ্ছা কাজলকে জাপটে ধরে চুমু জয়ার,সপ্তমীর সন্ধ্যায় মুখোপাধ্যায়দের পুজোয় হাজির রণবীর দিল্লিতে বাজেয়াপ্ত ২,০০০ কোটি টাকার কোকেন, ভারত-দুবাই-লন্ডনে ছড়িয়ে পাচারের জাল!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.