চেন্নাই সুপার কিংস এই নিয়ে মোট ১০ বার আইপিএলের ফাইনালে উঠেছে। অর্থাৎ, এর আগে ৯টি ফাইনাল ম্যাচে মাঠে নেমেছে তারা। তাছাড়া সিএসকে তাদের স্কোয়াডে বিস্তর রদবদল করে না। স্বাভাবিকভাবেই চেন্নাইয়ের বহু ক্রিকেটারের একাধিক ফাইনাল ম্যাচে মাঠে নামার অভিজ্ঞতা রয়েছে। তাই আইপিএল ফাইনালের ইতিহাসে সব থেকে বেশি রান করা ক্রিকেটার যে চেন্নাই শিবিরেরই হবেন, তাতে অবাক হওয়ার কিছু নেই।
শুধু আইপিএল ফাইনালের ইতিহাসে সব থেবে বেশি রান সংগ্রহকারীই নন, বরং এই তালিকায় প্রথম পাঁচের চারজনই সিএসকের ক্রিকেটার। একজন ক্রিকেটার হলেন মুম্বই ইন্ডিয়ান্সের এবং সেটাও প্রত্যাশিত। কেননা চেন্নাইয়ের পরে সব থেকে বেশি ৬ বার আইপিএলের ফাইনালে উঠেছে মুম্বই ইন্ডিয়ান্সই।
চেন্নাই সুপার কিংসের সুরেশ রায়না এখনও পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়র লিগের ফাইনালে সব থেকে বেশি রান সংগ্রহ করেছেন। তিনি সিএসকের জার্সিতে ৮টি ফাইনালে ব্যাট করতে নেমে ৩৫.৫৭ গড়ে ২৪৯ রান সংগ্রহ করেছেন। আইপিএলের খেতাবি লড়াইয়ে রায়নার ২টি হাফ-সেঞ্চুরি রয়েছে এবং তিনি ১৫০ স্ট্রাইক-রেটে রান সংগ্রহ করেছেন।
আইপিএল ফাইনালের ইতিহাসে সব থেকে বেশি রান সংগ্রহ করা ৫ ব্যাটার:-
আইপিএলে চেন্নাই সুপার কিংসের সার্বিক পারফর্ম্যান্স:-
১. সব থেকে বেশি ১০ বার আইপিএলের ফাইনালে ওঠে চেন্নাই।
২. সব থেকে বেশি ১২ বার আইপিএলের শেষ চারে পৌঁছয় সিএসকে।
৩. দ্বিতীয় সর্বোচ্চ ৪ বার আইপিএল চ্যাম্পিয়ন হয় চেন্নাই।
৪. সব থেকে বেশি ৫ বার আইপিএলে রানার্স হয় সিএসকে।
৫. মোটে দু'বার আইপিএলের প্লে-অফে উঠতে ব্যর্থ হয় চেন্নাই।
৬. দু'টি মরশুমে আইপিএল থেকে নির্বাসিত থাকে সিএসকে।
৭. ভারতে অনুষ্ঠিত হোম-অ্যাওয়ে ভিত্তিক আইপিএলে প্রতিবার ফাইনালে ওঠে চেন্নাই সুপার কিংস।
এখন দেখার যে, আইপিএল ২০২৩-এর ফাইনালে গুজরাট টাইটানসকে টেক্কা দিতে পারেন কিনা মহেন্দ্র সিং ধোনিরা।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।