চলতি আইপিএলে ঝলক দেখিয়েও নিজের ব্যাটিং স্কিল মেলে ধরার তেমন একটা সুযোগ পাননি মহেন্দ্র সিং ধোনি। তবে ক্যাপ্টেন হিসেবে এবং উইকেটকিপার হিসেবে নিজের দক্ষতার চূড়ান্ত নমুনা পেশ করেছেন চেন্নাই দলনায়ক। বিশেষ করে চিপকে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে উইকেটকিপার হিসেবে যে দক্ষতা দেখিয়েছেন ধোনি, তাতেই বোঝা যায় যে, কেন তিনি বাকিদের থেকে আলাদা।
ম্যাচে প্রথমে মাহিশ থিকসানার বলে সানরাইজার্স ক্যাপ্টেন এডেন মার্করামের দুর্দান্ত ক্যাচ ধরেন ধোনি। পরে রবীন্দ্র জাদেজার বলে মায়াঙ্ক আগরওয়ালকে স্টাম্প-আউট করেন তিনি। শেষে প্রথম ইনিংসের একেবারে শেষ বলে সরাসরি থ্রোয়ে ওয়াশিংটন সুন্দরকে রান-আউট করেন সিএসকে দলনায়ক।
ধোনি নিজের ধরা ক্যাচটিকে অন্যতম কঠিন ক্যাচ বলে দাবি করেন ম্যাচের শেষে। পুরস্কার বিতরণী মঞ্চে মাহি মজার ছলেই সঞ্চালক হর্ষ ভোগলের কাছে অনুযোগ করেন যে, এত কঠিন ক্যাচ ধরা সত্ত্বেও তাঁকে সেরা ক্যাচের পুরস্কার দেওয়া হয়নি। মাহি বিস্তারিতভাবে বর্ণনাও করেন যে, ক্যাচটি কেন কঠিন ছিল। সঙ্গে এও জানান, শেষবার রাহুল দ্রাবিড়কে কিপিং করার সময় এমন অনবদ্য ক্যাচ ধরতে দেখেছিলেন।
সন্দেহ নেই ক্যাচটি কঠিন ছিল। তবে যে স্টাম্প-আউট ও রান-আউটটি করেন তিনি, সেগুলিও নিতান্ত সহজ ছিল না। ধোনিকে আগেও অবশ্য এমন স্টাম্প ও রান-আউট করতে দেখা গিয়েছে। উল্লেখযোগ্য বিষয় হল, শেষ বলে ওয়াশিংটনকে রান-আউট করার আগে বল ছোঁড়ার অভ্যাস করতেও দেখা যায় ধোনিকে। অর্থাৎ, আগে থেকেই এমন পরিস্থিতির জন্য তৈরি ছিলেন ধোনি।
দুরন্ত থ্রোয়ে ওয়াশিংটন সুন্দরকে ধোনির রান-আউট করার ভিডিয়ো দেখতে ক্লিক করুন এখানে
ইনিংসের শেষ বলে ধোনিকে প্রায়শই এক হাতের গ্লাভস খুলে কিপিং করতে দেখা যায় বল ছোঁড়ার বিকল্প খুলে রাখার জন্যই। চিপকেও তার অন্যথা হয়নি। তবে শেষ ডেলিভারির আগে ধোনিকে একাধিকবার বল ছোঁড়ার শ্যাডো করতে দেখা যায়, যার ফল মেলে হাতেনাতে।
নিজের ধরা ক্যাচটি সম্পর্কে পুরস্কার বিতরণী মঞ্চে ধোনি বলেন, ‘ক্যাচ ধরার জন্য আমি সঠিক জায়গায় ছিলাম না। হাতে গ্লাভস থাকে বলে লোকে ভাবে ক্যাচ ধরা সহজ। তবে আমার মনে হয় ওটা দুর্দান্ত ক্যাচ ছিল। তোমার দক্ষতার জন্য নয়, আসলে ভুল সময়ে ভুল জায়গায় থেকেও তুমি ক্যাচটা ধরতে পেরেছ। আমার মনে আছে অনেক আগে রাহুল দ্রাবিড় একটা ম্যাচে কিপিং করছিল। রাহুল ভাই এরকম একটা ক্যাচ ধরেছিল। নিজের স্কিল দিয়ে এমন ক্য়াচ ধরা যায় না, কেননা তুমি নিতান্ত ভুল পজিশনে ছিলে তখন।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।