টি-২০ ক্রিকেটে ১৭৭ রানের পুঁজি ছোটখোটো না হলেও পর্যাপ্ত নয় মোটেও। রবিবার আমদাবাদে সেটাই টের পেল গুজরাট টাইটানস। আমদাবাদে রাজস্থান রয়্যালসের সামনে চ্যালেঞ্জিং টার্গেট ঝুলিয়ে দিয়েও শেষমেশ হারের মুখ দেখতে হয় হার্দিক পান্ডিয়াদের।
হারলেও শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তবে শিমরন হেতমায়েরকে থামিয়ে রাখার উপায় খুঁজে না পেয়েই দু'পয়েন্টের আশা ছাড়তে হয় পান্ডিয়াদের।
নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএল ২০২৩-র ২৩তম লিগ ম্যাচে সম্মুখসমরে নামে গতবারের দুই ফাইনালিস্ট গুজরাট ও রাজস্থান। সেবার রাজস্থানকে টেক্কা দিয়ে ট্রফি জেতে গুজরাট। এবার লিগের লড়াইয়ে টাইটানসকে পরাজিত করে রয়্যালস।
টস জিতে গুজরাটকে শুরুতে ব্যাট করতে পাঠান রাজস্থান দলনায়ক সঞ্জু স্যামসন। গুজরাট নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৭৭ রান সংগ্রহ করে। নিশ্চিত হাফ-সেঞ্চুরি হাতছাড়া করেন শুভমন গিল ও ডেভিড মিলার। গিল ৩৪ বলে ৪৫ রান করে আউট হন। ৩০ বলে ৪৬ রান করেন মিলার।
এছাড়া ঋদ্ধিমান সাহা ৪, সাই সুদর্শন ২০, হার্দিক পান্ডিয়া ২৮, অভিনব মনোহর ২৭, রাহুল তেওয়াটিয়া ১ ও রশিদ খান ১ রানের যোগদান রাখেন। রাজস্থানের হয়ে সন্দীপ শর্মা ২৫ রানে ২টি উইকেট নেন। ১টি করে উইকেট দখল করেন ট্রেন্ট বোল্ট, অ্যাডাম জাম্পা ও যুজবেন্দ্র চাহাল। উইকেট পাননি অশ্বিন।
পালটা ব্যাট করতে নেমে রাজস্থান ১৮ ওভারে ৫ উইকেটে ১৫৫ রান তুলে ফেলে। সুতরাং, ৫ উইকেট হাতে নিয়ে শেষ ১২ বলে ২৩ রান দরকার ছিল তাদের। ১৯তম ওভারে মহম্মদ শামি ১৬ রান খরচ করলেও ২টি উইকেট তুলে নেন। সুতরাং, শেষ ওভারে জয়ের জন্য ৭ রান প্রয়োজন ছিল রয়্যালসের। হাতে ছিল ৩টি উইকেট। নূর আহমেদের ২টি বলে ৮ রান তুলে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন হেতমায়ের। রাজস্থান ১৯.২ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৭৯ রান তুলে ম্যাচ জিতে যায়।
হেতমায়ের ২টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ২৬ বলে ৫৬ রান করে নট-আউট থাকেন। তার আগে ৩টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৩২ বলে ৬০ রানের অধিনায়কোচিত ইনিংস খেলেন সঞ্জু স্যামসন। খাতা খুলতে পারেননি বাটলার। যশস্বী জসওয়াল ১, দেবদূত পাডিক্কাল ২৬, রিয়ান পরাগ ৫, ধ্রুব জুরেল ১৮ ও রবিচন্দ্রন অশ্বিন ৩ বলে ১০ রানের যোগদান রাখেন।
মহম্মদ শামি ২৫ রানে ৩টি উইকেট দখল করেন। ৪৬ রানে ২টি উইকেট নেন রশিদ খান। ১টি করে উইকেট পকেটে পোরেন হার্দিক পান্ডিয়া ও নূর আহমেদ। ম্যাচের সেরা হন হেতমায়ের। রাজস্থান আগে থেকেই লিগ টেবিলের শীর্ষস্থান দখল করে ছিল। এই জয়ের সুবাদে ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে এক নম্বরের মুকুট আরও কিছুদিনের জন্য নিরাপদ করে তারা।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।