
IPL 2022: আমাদের দলে বড়-ছোটর গল্প নেই, তুখড় ফর্মের GT-র সাফল্যমন্ত্র ফাঁস করলেন হার্দিক
১ মিনিটে পড়ুন . Updated: 01 May 2022, 05:05 PM IST- নয় ম্যাচের মধ্যে আটটি আইপিএল লিগ তালিকার শীর্ষে রয়েছে গুজরাট।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে আইপিএলের সর্বকালের ইতিহাসে প্রথম দল হিসাবে মরশুমের শুরুর নয়টি ম্যাচের মধ্যে আটটি ম্যাচ জিতেছে গুজরাট টাইটানস। প্লে-অফে যাওয়া প্রায় পাকা। দলের এই তুখড় সাফল্যের পিছনের আসল রহস্যটা ঠিক কী, এবার খোলসা করলেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া।
ম্যাচ শেষে হার্দিক সাফ জানিয়ে দেন, তিনি একার নয়, একত্রিতভাবে দলের সকলেরই উন্নতির বিষয়ে সচেষ্ট এবং গুজরাট দলে সকলেই সমান। ‘ব্যক্তি হিসাবে আমি একা একা উন্নতি করতে চাই না। আমি আমার সতীর্থদের সঙ্গে নিয়ে এগোতে চাই। এটাই আমাদের দলের সাফল্যের রহস্য। হ্যাঁ, আমি দলের অধিনায়ক হতে পারি, তবে আমাদের দলের মধ্যে বড়-ছোটর কোনো গল্প নেই। সবাই একসঙ্গে জোট বেধে একই লক্ষ্যে এগোচ্ছি। এই কারণেই আমার মনে হয় অধিনায়কের মতোই দলের বাকিরাও নিজেদের ততটাই গুরুত্বপূর্ণ মনে করেন।’
আরসিবির বিরুদ্ধে ম্যাচে ১৭১ রান তাড়া করতে নেমে একসময় ১৩ ওভারে ৯৫ রানে চার উইকেট হারিয়ে ফেলেছিল গুজরাট। তবে অতীতের মতোই গুজরাট মিডল অর্ডার আরও একবার দলের হয়ে সফলতার সঙ্গে ম্যাচ ফিনিশ করে আসে। ডেভিড মিলার ২৪ বলে ৩৯ ও রাহুল তেওয়াটিয়া ২৫ বলে ৪৩ রানে অপরাজিত থাকেন। এই জয়ের সুবাদে লিগ শীর্ষে নিজেদের দখল মজবুত করল হার্দিকের গুজরাট।