প্লে-অফে পৌঁছনোর কোনও আশা নেই, তবে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোয় নিজেদের সম্মান রক্ষার স্বার্থেই ভাল পারফরম্যান্স করতে বদ্ধপরিকর মুম্বই ইন্ডিয়ান্স। সেই উদ্দেশ্যে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচে এক দাপুটে জয়ের মধ্যে দিয়ে নিজেদের দক্ষতার এক হালকা নিদর্শন দিল মুম্বই।
ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের মাত্র ৯৭ রানেই গুটিয়ে দিয়ে ৩১ বল বাকি থাকতে পাঁচ উইকেটে ম্যাচ জিতে নেয় মুম্বই। পল্টনদের হয়ে বল হাতে আগুনে ফর্মে ছিলেন দলের পেস ব্যাটারি। ১৬ রানের বিনিময়ে তিন উইকেট নেওয়া ড্যানিয়েল স্যামসকেই ম্যাচ সেরা ঘোষণা করা হয়। স্যামসই বল হাতে পাওয়ার প্লেতে সিএসকে টপ অর্ডারকে তছনছ করে দিয়ে মুম্বইয়ের জয়ের ভিত গড়ে দেন। অথচ এ মরশুমের প্রথম দিকে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে কামিন্স ঝড়ে উড়ে যাওয়ার পর প্রবল সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল স্যামসকে। ঠিক কোন জাদুবলে নিজের ভাগ্য বদলে ফেললেন অজি তারকা?
ম্যাচ শেষের সাক্ষাৎকারে স্যামস বলেন, ‘প্রথম দিকের ম্যাচগুলিতে আমি আশানুরূপ পারফর্ম করতে পারিনি। আমার হাতে ওই পারফরম্যান্সগুলি নিয়ে ঘাটাঘাটি করার এবং অতীতে ঠিক কী কারণে সাফল্য পেয়েছিলাম, সেই কারণগুলিও খুঁজে বের করার কিছুটা সময় ছিল। আমি বুঝতে পারি যে নিজের দক্ষতার উপর আস্থা না রেখে আমি ব্যাটারের বিষয়ে একটু বেশিই ভাবছিলাম। অনুশীলনে অবশ্যই এই নিয়ে কাজ করার প্রয়োজন ছিল এবং সেইমতো আমি মাঠে নিজে যে বিষয়ে দক্ষ, সেই দিকটাকেই মাথায় রেখে খেলেছি।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।