বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2022 Points Table: চেন্নাইকে হারিয়ে লখনউ শিবিরে শেষ ধাক্কা স্যামসনদের, লিগ টেবিলে সেকেন্ড বয় রাজস্থান

IPL 2022 Points Table: চেন্নাইকে হারিয়ে লখনউ শিবিরে শেষ ধাক্কা স্যামসনদের, লিগ টেবিলে সেকেন্ড বয় রাজস্থান

চেন্নাই সুপার কিংস। ছবি- আইপিএল।

IPL 2022-এর মাত্র ২টি লিগ ম্যাচ বাকি রয়েছে। এই অবস্থায় চোখ রাখুন পয়েন্ট টেবিলের ছবিটায়।

লিগের শেষ ম্যাচে চেন্নাইকে হারিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে আসার সুযোগ ছিল রাজস্থান রয়্যালসের সামনে। সুযোগটা তারা হাতছাড়া করেনি। ব্র্যাবোর্ন স্টেডিয়ামে ধোনিদের হারিয়ে পয়েন্ট টেবিলের দু'নম্বরে থেকে লিগের অভিযান শেষ করেন সঞ্জু স্যামসনরা।

নেট রান-রেটের নিরিখে রয়্যালস তৃতীয় স্থানে ঠেলে দেয় লখনউ সুপার জায়ান্টসকে। লিগ টেবিলের শীর্ষস্থান তো আগেই নিশ্চিত করেছে গুজরাট। আপাতত পয়েন্ট টেবিলের চার নম্বর স্থান ধরে রাখে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

আরও পড়ুন:- IPL 2022 Playoffs: কোয়ালিফায়ারে কারা? কারাই বা এলিমিনেটরে? দেখে নিন আইপিএলের প্লে-অফের সূচি

আইপিএল ২০২২-এর পয়েন্ট টেবিল:-

ক্রমিক নংদলম্যাচজয়হারপয়েন্টনেট রান-রেট
গুজরাট টাইটানস১৪১০২০+০.৩১৬
রাজস্থান রয়্যালস১৪১৮+০.২৯৮
লখনউ সুপার জায়ান্টস১৪১৮+০.২৫১
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর১৪১৬-০.২৫৩
দিল্লি ক্যাপিটালস১৩১৪+০.২৫৫
কলকাতা নাইট রাইডার্স১৪১২+০.১৪৬
পঞ্জাব কিংস১৩১২-০.০৪৩
সানরাইজার্স হায়দরাবাদ১৩১২-০.২৩০
চেন্নাই সুপার কিংস১৪১০-০.২০৩
১০মুম্বই ইন্ডিয়ান্স১৩১০-০.৫৭৭

দিল্লি ক্যাপিটালস আপাতত পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে রয়েছে। তবে মুম্বইয়ের বিরুদ্ধে শেষ ম্যাচে জিতলে আরসিবিকে টপকে তাদের চার নম্বরে উঠে আসা কার্যত নিশ্চিত। সেক্ষেত্রে পাঁচ নম্বরে নেমে যেতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

আরও পড়ুন:- IPL 2022 Playoffs Scenario: রাজস্থানের জয়ে স্পষ্ট হল প্লে-অফের ছবি, দিল্লি জিতলেই বিদায় RCB-র

কলকাতা নাইট রাইডার্স এই মুহূর্তে লিগ টেবিলের ছয় নম্বরে রয়েছে। যদিও লিগের শেষে তাদের সাত নম্বরে নেমে যাওয়া নিশ্চিত। আপাতত সাতে রয়েছে পঞ্জাব কিংস। আট নম্বরে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। চেন্নাই সুপার কিংস যথারীতি লিগ টেবিলের নয় নম্বরে এবং মুম্বই ইন্ডিয়ান্স একেবারে শেষে ১০ নম্বরে অবস্থান করছে।

বন্ধ করুন