রবিবাসরীয় (১০ এপ্রিল) সন্ধ্যায় লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস। রোমহর্ষক ম্য়াচে মাত্র ৩ রানে লখনউকে মাত দেয় রাজস্থান। ১৬৬ রান ডিফেন্ড করতে নেমে রাজস্থানের হয়ে স্বপ্নের শুরুটা করেন ট্রেন্ট বোল্ট। প্রথম বলেই তিনি লখনউ অধিনায়ক লোকেশ রাহুলকে বোল্ড করে দেন।
বর্তমান বিশ্বের অন্যতম সেরা ব্যাটার রাহুল। সচরাচর তিনি প্রথম বলে আউট হন না। সচরাচর বোল্টও নতুন বলে পাওয়ার প্লেতে রাউন্ড দ্য উইকেট বল করেন না। তবে এই দুইই ঘটে ওয়াংখেড়ের ময়দানে। রাহুলকে প্রথম বলেই আউট করলেও, এই পদ্ধতিতে উইকেট নেওয়ার পরিকল্পনাটি কিন্তু বোল্টের ছিল না। তাহলে কার পরামর্শে, রাহুলের বিরুদ্ধে এমন পরিকল্পনায় ইনিংসের শুরুতেই বোলিং করেন বোল্ট?
ম্যাচ শেষে কিউয়ি বোলার জানান, ‘ব্রেকফাস্টের একেবারে শেষের দিকে এই পরিকল্পনাটি বানানো হয় এবং লোকেশ রাহুলের বিরুদ্ধে এই পরিকল্পনাটি করেন জিমি নিশাম। এর জন্য ও আবার যেন আমার থেকে খুব বেশি বাহবা পাওয়ার আশা না করে। দলে আমার প্রধান ভূমিকাই হল নতুন বলে যত সম্ভব উইকেট নেওয়া।’ ম্যাচের নিজের চার ওভারে ৩০ রান দিয়ে দুই উইকেট নেন বোল্ট।
নিজের প্রথম ম্যাচেই চাপের মুখে দুর্ধর্ষ লাস্ট ওভার বল করে লাইমলাইট কেড়েছেন কুলদীপ সেনও। তরুণ বোলারকে তাঁর পারফরম্যান্সের জন্য প্রশংসায় ভরিয়ে দিলেন বোল্ট। ‘ও শেষ ওভারে দারুণভাবে নিজের পরিকল্পনা বাস্তবায়িত করেছে। এখান থেকে কেবল ওর উন্নতিই হবে। আমাদের দলে কিন্তু দারুণ দারুণ বোলাররা রয়েছেন।’ দাবি বোল্টের।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।