বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2022: MI-এর এই প্রাক্তনীকেই বোলিং কোচ হিসেবে বেছে নিল RR

IPL 2022: MI-এর এই প্রাক্তনীকেই বোলিং কোচ হিসেবে বেছে নিল RR

লসিথ মালিঙ্গা।

লসিথ মালিঙ্গাকে এ বার নিজেদের দলে যুক্ত করল রাজস্থান রয়্যালস। বোলিং কোচ হিসেবে দলে নিল রাজস্থানের ফ্র্যাঞ্চাইজি টিম।

মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে যিনি বল হাতে ফুল ফুটিয়েছেন, আইপিএল চ্যাম্পিয়ন করতে সাহায্য করেছেন, রোহিত শর্মার টিমের সাফল্যের অন্যতম কারিগর যিনি, সেই লসিথ মালিঙ্গাকেই এ বার নিজেদের দলে যুক্ত করল রাজস্থান রয়্যালস। বোলিং কোচ হিসেবে মালিঙ্গাকে দলে নিল রাজস্থানের ফ্র্যাঞ্চাইজি টিম।

এর আগে জানুয়ারিতে শ্রীলঙ্কা টিমে অন্য ভূূমিকায় কাজ করেছেন মালিঙ্গা। ক্রিকেট ছাড়ার পর আবারও সেই ক্রিকেটেই কোচ হিসেবে ফেরেন তিনি। শ্রীলঙ্কা দলের বোলিং স্ট্র্যাটেজি কোচ হিসেবে যোগ দিয়েছিলেন লঙ্কার তারকা বোলার। এ বার আইপিএলেও বোলিং কোচ হিসেবেই রাজস্থানের সঙ্গে যুক্ত হলেন মুম্বইয়ের প্রাক্তনী।

টেস্ট, ওয়ান ডে থেকে আগেই অবসর নেওয়া মালিঙ্গা গত বছরের সেপ্টেম্বরে টি-২০ ক্রিকেট থেকেও অবসর নেন। নিজের প্রজন্মে অন্যতম সেরা বোলার ছিলেন মালিঙ্গা। ৮৪টি টি-টোয়েন্টি ম্যাচে ১০৭ উইকেট নিয়েছেন তিনি। ২২৬টি ওয়ান ডে ম্যাচে ৩৩৮টি উইকেট এবং ৩০টি টেস্টে তিনি ১০১টি উইকেট নিয়েছেন। আইপিএলে ১১টি ম্যাচ খেলেছেন শ্রীলঙ্কার পেস বোলার। নিয়েছেন ১৭০টি উইকেট। সেরা বোলিং ৫-১৩। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে দীর্ঘদিন আইপিএলে খেলেছেন মালিঙ্গা। এ বার রাজস্থান দলের হয়ে নতুন চ্যালেঞ্জ লঙ্কার তার সামনে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন