HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2023: ১৬.২৫কোটির প্লেয়ার ১৬টাকারও পারফরম্যান্স করেননি,পৃথ্বী-ইশানদের দশাও ল্যাজেগোবরে,দেখুন ব্যর্থ প্লেয়ারদের তালিকা

IPL 2023: ১৬.২৫কোটির প্লেয়ার ১৬টাকারও পারফরম্যান্স করেননি,পৃথ্বী-ইশানদের দশাও ল্যাজেগোবরে,দেখুন ব্যর্থ প্লেয়ারদের তালিকা

যাঁদের ঘিরে প্রত্যাশা ছিল আকাশছোঁয়া। তাঁরাই এ বার ডোবাচ্ছেন। বিদেশি থেকে দেশী- তারকা প্লেয়াররাই এ বার সবচেয়ে বেশি হতাশ করছেন। কারা রয়েছেন এই তালিকার শুরুর দিকে, দেখে নিন এক ঝলকে।

1/10 ইশান কিষাণকে ঘিরে যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা পূরণ করতে পারেননি তারকা প্লেয়ার। ৭ ম্যাচে ১৮৩ রান করেছেন তিনি। গড় ২৬.১৪। সর্বোচ্চ রান ৫৮। কিন্তু মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ওপেন করতে নেমে একেবারেই ধারাবাহিক নন ইশান।
2/10 পৃথ্বী শ', যিনি গত বছর দিল্লি ক্যাপিটালসের ওপেনার হিসেবে প্রধান ভরসা ছিলেন, তিনি এ বার চূড়ান্ত ব্যর্থ। ২০২৩ আইপিএলে টানা খারাপ পারফরম্যান্সের সুবাদে দল থেকে বাদও পড়েছেন পৃথ্বী। তবে তিনি ৬টি ম্যাচ খেলেছেন এখনও পর্যন্ত। তাঁর স্কোর মাত্র ৪৭। তাঁর গড় ৭.৮৩। এর থেকেই বোঝা যাচ্ছে, পৃথ্বীর বেহাল অবস্থার কথা।
3/10 জোফ্রা আর্চারকে গত মরশুম থেকে দলে নিয়ে রেখেছে মুম্বই ইন্ডিয়ান্স। চোটের কারণে ২০২২ আইপিএলে খেলতেই পারেননি। এই বচর দলে যোগ দিলেও, মাত্র ৭ ম্যাচের মধ্যে ২টিতে খেলেছেন। বাকিটা চোটে জর্জরিত। ২ ম্যাচে ৪৮টি বল করে মাত্র ১টি উইকেট নিয়েছেন তিনি। ৭৫ রান বিলিয়েছেন।
4/10 ১৬.২৫ কোটি দিয়ে বেন স্টোকসকে কিনেছিল চেন্নাই। ১৬টাকারও পারফরম্যান্স করতে পারেননি বেল স্টোকস। সিএসকে-র সবচেয়ে দামী প্লেয়ারের দলের জন্য অবদান কার্যত শূন্য। জাতীয় দলের জার্সিতে ঝোড়ো মেজাজে থাকা স্টোকস সিএস-েক হয়ে মাত্র ২টি ম্যাচ খেলেছে। সংগ্রহ ১৫ রান। বল হাতেও ব্যর্থ তিনি। ২ ম্যাচে মোট ১ ওভার বল করে ১৮ রান দিয়েছেন। কোনও উইকেটও পাননি। চোটের কারণে খেলতেই পারছেন না স্টোকস। বসে বসেই কোটি কোটি টাকা পকেটে পুড়ে ফেললেন তিনি।
5/10 পুরানের অবস্থাও তথৈবচ। ১৬ কোটি দিয়ে কিনেছিল লখনউ। কিন্তু তিনিও হতাশ করছেন। নিজের ছন্দে খেলেই উঠতে পারছেন না পুরান। ৭ ম্যাচে মাত্র ১৭১ রান করেছেন তিনি। গড় ২৮.৫০। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে চূড়ান্ত হতাশ করেছেন পুরান। ম্যাচটি লখনউ হেরেও যায়। পুরানকে ঘিরে প্রত্যাশার কিছুই পূরণ করতে পারেননি।
6/10 সরফরাজ খান হয়তো দামী প্লেয়ারদের তালিকায় পড়েন না। তিনি কম দামী প্লেয়ারই। তবে ঘরোয়া ক্রিকেটে তাঁর দুরন্ত পারফরম্যান্সের পর, তাঁকে ঘিরে তৈরি হয়েছিল প্রত্যাশা। যে প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছেন সরফরাজ। বর্ডার-গাভাসকর ট্রফিতে তাঁকে ভারতীয় দলে টেস্ট টিমে কেন রাখা হয়নি, তা নিয়ে তুমুল চর্চা হয়েছে। বিতর্কের ঝড় বয়ে গিয়েছে। আশা করা হয়েছিল, ভারতীয় দলে সুযোগ না পাওয়ার জবাব দিতে আইপিএলের মঞ্চে ঝড় তুলবেন সরফরাজ। কিন্তু সে রকম কিছুই ঘটেনি। ৩ ম্যাচ খেলে মাত্র ৪৪ রান করেছেন তিনি। তাঁর গড় ১৪.৬৭। 
7/10 পঞ্জাব কিংসের অধিনায়ক এবং ব্যাটার হিসেবে মায়াঙ্ক আগরওয়াল ব্যর্থ হলেও, তাঁকে ৮.২৫ কোটি দিয়ে সানরাইজার্স হায়দরাবাদ কিনে নিয়েছিল। কিন্তু তিনি হায়দরাবাদের ভরসা মর্যাদা এখনও পর্যন্ত দিতে পারেননি। ৭ ম্যাচে তিনি মোট ১৬৪ রান করেছেন। গড় ২৩.৪৩। দলকে জেতাতে বড় ভূমিকাই নিতে পারছেন না মায়াঙ্ক।
8/10 দীনেশ কার্তিক গত বছর আইপিএলে যে রকম পারফরম্যান্স করেছিলেন, তার ধারেকাছেও এ বার পৌঁছতে পারছেন না তিনি। কার্তিক ৮টি ম্যাচই খেলে ফেলেছেন। কিন্তু ব্যাট হাতে সে ভাবে নজর কাড়তে পারেননি। ৮ ম্যাচে মাত্র ৮৩ রান করেছেন তিনি। গড় ১১.৮৬। সর্বোচ্চ রান ২৮। কার্তিক এখনও পর্যন্ত প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ।
9/10 ১৩.২৫ কোটি দিয়ে হ্যারি ব্রুককে কেনা হলেও, তিনি প্রত্যাশা মতো পারফরম্যান্স করতে পারেননি। ৭ ম্যাচে তিনি মোট ১৬৩ রান করেছেন। গড় ২৭.১৭। ব্রুক কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ঠিকই, কিন্তু এর বাইরে পারফরম্যান্স তলানীতে।
10/10 হার্দিক পাণ্ডিয়া এখনও পর্যন্ত মোটেও আহামরি পারফরম্যান্স করতে পারেননি এই বছর। গুজরাট টাইটান্সের অধিনায়ক ৬ ম্যাচ খেলে ১২৮ রান করেছেন। গড় ২১.৩৩। সর্বোচ্চ ৬৬। বল হাতেও আহামরি কিছু করতে পারেননি। মোট ৭৮ টি বল করেছেন। ৮৭ রান দিয়ে ২২ উইকেট নিয়েছেন হার্দিক।

Latest News

রিঙ্কুর পর আবার কোন ক্রিকেটার পেলেন বিরাট কোহলির ব্যাট? দেখুন… সংবিধান বদলে দিতে চাইছে, বিজেপির গোপন ছক জানেন? নয়া ধমাকা নিয়ে হাজির মহাজোট অপু-বুবলি অতীত! তৃতীয়বার বিয়ে করছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান, পাত্রী কে? সন্দেশখালিতে এল! হাসনাবাদ বিস্ফোরণে এনএসজি, সিবিআই নেই কেন? প্রশ্ন তৃণমূলের IPL 2024-বোলারদের বাঁঁচান, আইপিএলে ব্যাটারদের দাদাগিরি দেখে আবেদন অশ্বিনের হাতে বড় বড় নখ, হাইজিন বজায় রাখতে গান গাইতে গাইতেই ভরা মঞ্চে নখ কাটলেন অরিজিৎ! ১৫ বছর ধরে জেতাচ্ছি, নিজেরা না খেলে এরা স্ট্রাইক রেট নিয়ে লাফাচ্ছে, তোপ বিরাটের জোড়া গোল করে দলকে জেতালেন, রেকর্ডও গড়লেন লিওনেল মেসি লন্ডনে চাকুরিরতা, তবুও বাবাকে কোনও উপহার দেন না সানা! দুঃখ করে সৌরভ কী বললেন? আসানসোলে বিরোধীদের অভিনেতা বলে কটাক্ষ মিঠুনের, জবাব দিলেন বাবুল সুপ্রিয়

Latest IPL News

রিঙ্কুর পর আবার কোন ক্রিকেটার পেলেন বিরাট কোহলির ব্যাট? দেখুন… IPL 2024-বোলারদের বাঁঁচান, আইপিএলে ব্যাটারদের দাদাগিরি দেখে আবেদন অশ্বিনের ১৫ বছর ধরে জেতাচ্ছি, নিজেরা না খেলে এরা স্ট্রাইক রেট নিয়ে লাফাচ্ছে, তোপ বিরাটের অপরাজিত ৭০-এও নায়ক নন কোহলি, ৪১ বলের শতরানে RCB-কে জেতালেন ব্রিটিশ তারকা IPL 2024- দিল্লি ম্যাচের আগেই দুই ক্রিকেটারকে নিয়ে বড় আপডেট দিলেন নাইটদের কোচ টিম ডেভিডের শট লাগল দর্শকের মুখে, এক্স হ্যান্ডেলে প্রতিক্রিয়া দিল ক্যাপিটালসরা DC ম্যাচে হারের জন্য তিলক বর্মাকেই দোষী মনে করেন MI ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া ‘ধুর! এক রান, দু রান নিতে ভালো লাগে না’… সরল স্বীকারোক্তি অস্ট্রেলিয়ান ব্যাটারের বিরাটের পাশে দাঁড়ালেন গম্ভীর! কোহলির সমালোচকদের মোক্ষম জবাব দিলেন KKR মেন্টর ‘ওভাবে বোলিং করলে তো মার খাবেই’, স্পিনারদের ত্রুটি চোখে আঙুল দিয়ে দেখালেন মুরলি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.