স্যাম কারান, বেন স্টোকস, ক্যামেরন গ্রিনরা যে রকম ফর্মে রয়েছেন, তাতে ২০২৩ আইপিএল নিলামে তাঁদের দর হুহু করে উঠতে চলেছে। তবে ২ কোটি টাকা সর্বোচ্চ বেস প্রাইসে ১৯ জন বিদেশি ক্রিকেটারকে বেছে নেওয়া হয়েছে। নিলামে ১১ জন ক্রিকেটারের বেস প্রাইস দেড় কোটি টাকা। এই মিনি নিলামে আর কোন বিদেশির দাম চড়া হতে পারে?
1/5
৪০৫ জন ক্রিকেটারের মধ্যে নিলামে অন্যতম প্লেয়ার সম্ভবত হতে চলেছেন বেন স্টোকস, যাঁকে নিয়ে ১০ দলেরই দর কষাকষি তুঙ্গে উঠবে। ইংল্যান্ডকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানোর পিছনে বড় ভূমিকা নিয়েছিলেন স্টোকস। ইংল্যান্ডের টেস্ট অধিনায়ককে অবশ্য তাঁরাই নিতে পারবে, যাঁদের হাতে বেশি টাকা রয়েছে। এর আগে রাজস্থান রয়্যালসের হয়ে খেলে গিয়েছেন স্টোকস। তাঁর নূন্যতম মূল্য ২ কোটি টাকা। দর যে হুহু করে বাড়বে স্টোকসের, সে কথা কারও অজানা নয়। মানসিক স্বাস্থ্যের উদ্বেগের কারণে সাময়িক বিরতি নেওয়ার পরে এবং গত বছর ওডিআই ক্রিকেট থেকে অবসর নিয়ে স্টোকস পুনরুজ্জীবিত হয়ে ২০২১ মরশুমের পরে আরও এক বার আইপিএলে ফিরছেন। লিগে তাঁর দুই দফায় - রাইজিং পুনে সুপারজায়ান্ট (২০১৭) এবং রাজস্থান রয়্যালস (২০১৮-২১) - লড়াইয়ে সেরাটা তুলে ধরেছিলেন। ৩১ বছরের তারকা তাঁর সংক্ষিপ্ত আইপিএল প্রোফাইলে ৪৩টি ম্যাচে দু'টি সেঞ্চুরি সহ ৯৪৩ রান করেছেন। তার সহজ মিডিয়াম-পেস বোলিংয়ের হাত ধরে ২৮ উইকেট নিয়েছেন।
স্টোকস একজন এক্স-ফ্যাক্টর অলরাউন্ডার। সূত্রের খবর, তাঁকে নিতে ঝাঁপাবে সানরাইজার্স হায়দরাবাদ। যাদের কাছে অখন সবচেয়ে বেশি টাকা রয়েছে (৪২.২৫ কোটি)।
2/5নিকোলাস পুরানের বেস প্রাইসও স্টোকসের মতো ২ কোটি টাকা। নিকোলাস পুরান পঞ্জাব কিংসে (৩৫৩ রান, ২৫টি ছক্কা) ২০২০ মরশুমে দুরন্ত ছন্দে ছিলেন। তবে পরের মরশুমে তিনি ১২ ইনিংসের মধ্যে চারটিতে ডাক করেন। পঞ্জাব তাঁকে ছেড়ে দিলেন ২০২২ সালের মেগা-নিলামে সানরাইজার্স হায়দরাবাদ ওয়েস্ট ইন্ডিজের পাওয়ার-হিটারকে আশ্চর্যজনক ভাবে ১০.৭৫ কোটি টাকায় কেনে। তবে তিনি নিনারশই করেছিলেন। কিন্তু ২৭ বছরের তারকা আবুধাবি টি-টেন লিগে দুরন্ত পারফরম্যান্স করেন। ডেকান গ্ল্যাডিয়েটর্সকে শিরোপা জেতাতে বড় ভূমিকা নেন। পুরান ১০ ইনিংসে ২৩৪.৬৯ স্ট্রাইক রেটে ৩৪৫ রান করেন। এই পারফরম্যান্সই এ বারের আইপিএলের নিলামে প্রভাব ফেলতে পারে।
3/5ক্যামেরন গ্রিন একজন অপরিহার্য অলরাউন্ডার। অজি তারকা ভারতের মাটিতে খেলে গিয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে। সেই সময় তাঁর ব্যাটে ঝড় দেখেছিল ভারত। সিরিজের তিনটি ম্যাচে গ্রিন দু'টি ঝড়ো হাফ সেঞ্চুরি করেছিলেন- একটি ৩০ বলে ৬১ এবং একটি ২১-বলে ৫২ (টি-টোয়েন্টিতে ভারতের বিরুদ্ধে দ্রুততম ফিফটি)। ব্যাটিংয়ের সঙ্গে গ্রিন পেস বোলিং করেন। এর পরে স্বাভাবিক ভাবে তাঁকে পেতে চাইবে না, এমন টিম আইপিএলে অন্তত নেই। গ্রিনের বেস প্রাইসও ২ কোটি নির্ধারণ করা হয়েছে। এমন একজন ক্রিকেটারকে দলে নেওয়ার জন্য লড়াই হতেই পারে।
4/5ইংল্যান্ডের বাঁ-হাতি স্যাম কারান পিঠের চোটের কারণে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিস করেন। তাঁর জায়গায় বড় ভাই টম কারান দলে আসেন। ২৪ বছরের তারকা কিন্তু বিশ্বকাপে দুরন্ত প্রত্যাবর্তন করেন। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে ওভারপ্রতি ৬.৫২ রান দিয়ে ১৩টি উইকেট তুলে নিয়েছিলেন বাঁ-হাতি পেসার। ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে নেন। ২০২১-এ সিএসকে-র চ্যাম্পিয়ন হওয়ার নেপথ্যে অন্যতম অবদান ছিল কারানের। শুক্রবারের নিলামে তাঁর নূন্যতম মূল্য ধার্য হয়েছে ২ কোটি।
5/5ইংল্যান্ডের আরও এক ক্রিকেটার এ বারের নিলামে চমক হয়ে উঠতে পারেন। ইংল্যান্ডের তরুণ ব্যাটার পাকিস্তানে গিয়ে তিনটি টেস্টেই শতরান করেন। পাকিস্তান প্রিমিয়ার লিগে পরিচিত মুখ ব্রুক। আইপিএলে প্রথম বার নিলামে উঠবেন তিনি। তরুণ ব্যাটারকে নেওয়ার জন্য ঝাঁপাতে পারে অনেক দলই। ২৩ বছরের হ্যারি ব্রুক গত মাসে অস্ট্রেলিয়ায় ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। সিনিয়র সতীর্থ স্টোকসের সঙ্গে পাকিস্তানের বিপক্ষে ফাইনালে ব্রুক ২৩ বলে গুরুত্বপূর্ণ ২০ রানের ইনিংস খেলেন।
ব্রুক এই বছরের শুরুতে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্সের হয়ে দ্বিতীয় দ্রুততম পিএসএল সেঞ্চুরি (৪৮ বলে) করেছিলেন। ব্রুক এই কৃতিত্ব অর্জনকারী সর্বকনিষ্ঠ প্লেয়ার (২২ বছর ৩৬২ দিন)। তিনি আট ইনিংসে ১৭১.৪২-এর বিস্ময়কর স্ট্রাইক রেটে ২৬৪ রান করেন। ব্রুকের বেস প্রাইস ১.৫ কোটি টাকা।