IPL 2023 auction- স্টোকস, গ্রিন, কারানের লক্ষ্মীলাভ আসন্ন, বড় দর পাবেন আর কোন বিদেশি
Updated: 23 Dec 2022, 07:00 AM ISTস্যাম কারান, বেন স্টোকস, ক্যামেরন গ্রিনরা যে রকম ফর্মে রয়েছেন, তাতে ২০২৩ আইপিএল নিলামে তাঁদের দর হুহু করে উঠতে চলেছে। তবে ২ কোটি টাকা সর্বোচ্চ বেস প্রাইসে ১৯ জন বিদেশি ক্রিকেটারকে বেছে নেওয়া হয়েছে। নিলামে ১১ জন ক্রিকেটারের বেস প্রাইস দেড় কোটি টাকা। এই মিনি নিলামে আর কোন বিদেশির দাম চড়া হতে পারে?
৪০৫ জন ক্রিকেটারের মধ্যে নিলামে অন্যতম প্লেয়ার সম্ভবত হতে চলেছেন বেন স্টোকস, যাঁকে নিয়ে ১০ দলেরই দর কষাকষি তুঙ্গে উঠবে। ইংল্যান্ডকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানোর পিছনে বড় ভূমিকা নিয়েছিলেন স্টোকস। ইংল্যান্ডের টেস্ট অধিনায়ককে অবশ্য তাঁরাই নিতে পারবে, যাঁদের হাতে বেশি টাকা রয়েছে। এর আগে রাজস্থান রয়্যালসের হয়ে খেলে গিয়েছেন স্টোকস। তাঁর নূন্যতম মূল্য ২ কোটি টাকা। দর যে হুহু করে বাড়বে স্টোকসের, সে কথা কারও অজানা নয়। মানসিক স্বাস্থ্যের উদ্বেগের কারণে সাময়িক বিরতি নেওয়ার পরে এবং গত বছর ওডিআই ক্রিকেট থেকে অবসর নিয়ে স্টোকস পুনরুজ্জীবিত হয়ে ২০২১ মরশুমের পরে আরও এক বার আইপিএলে ফিরছেন। লিগে তাঁর দুই দফায় - রাইজিং পুনে সুপারজায়ান্ট (২০১৭) এবং রাজস্থান রয়্যালস (২০১৮-২১) - লড়াইয়ে সেরাটা তুলে ধরেছিলেন। ৩১ বছরের তারকা তাঁর সংক্ষিপ্ত আইপিএল প্রোফাইলে ৪৩টি ম্যাচে দু'টি সেঞ্চুরি সহ ৯৪৩ রান করেছেন। তার সহজ মিডিয়াম-পেস বোলিংয়ের হাত ধরে ২৮ উইকেট নিয়েছেন। স্টোকস একজন এক্স-ফ্যাক্টর অলরাউন্ডার। সূত্রের খবর, তাঁকে নিতে ঝাঁপাবে সানরাইজার্স হায়দরাবাদ। যাদের কাছে অখন সবচেয়ে বেশি টাকা রয়েছে (৪২.২৫ কোটি)।