শুভব্রত মুখার্জি: এক বছরেই বদলে গিয়েছে চিত্র। গত বছর খারাপ ফর্মের কারণে যে যশস্বী জয়সওয়ালকে বাদ দিয়েছিল রাজস্থান রয়্যালস, এই বছরে সেই তিনিই তাদের ব্যাটিংয়ের মূল স্তম্ভ। যশস্বীর ব্যাটিং ফর্মের এই আমূল পরিবর্তনের নেপথ্যে রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্স দলের আরেক তারকা সূর্যকুমার যাদব। সূর্যর দেওয়া পরামর্শ মেনেই বদলে গিয়েছে যশস্বীর ভাগ্য। তবে এর পিছনে রয়েছে তাঁর কঠোর পরিশ্রম। সূর্য তাকে এই কঠোর পরিশ্রম করার পরামর্শ দিয়েছিলেন। আর তা মেনেই দিনে কমপক্ষে ৫০০ থ্রো ডাউন থেকে শুরু করে সিমেন্টের পিচে ১৫০ কিমি গতির বলে অনুশীলন করেই ফর্মে ফিরেছেন যশস্বী।
গত বছর ফর্ম হারানো যশস্বীকে বলেছিলেন 'কঠোর পরিশ্রম করতে থাক। মাঠে ফিরে যাও। প্রসেসটা ঠিকভাবে চালিয়ে যাও। সবটাই মানসিক বিষয়।' গত মরশুমে ১০ ম্যাচে ২৫৮ রান করেছিলেন যশস্বী। তারপরেই তাঁকে বসিয়ে দিয়েছিল রাজস্থান রয়্যালস। এই মরশুমে ইতিমধ্যেই যশস্বী ৫৭৫ রান করে ফেলেছেন। তাঁর স্ট্রাইক রেট ১৬৭.১৫। ইতিমধ্যেই করে ফেলেছেন চারটি অর্ধশতরান, এছাড়াও করেছেন একটি শতরান। গত ম্যাচে কেকেআরের বিরুদ্ধে জস বাটলারের মতন ব্যাটার যশস্বীর উইকেট বাঁচাতে নিজের উইকেট উৎসর্গ করেছিলেন। সেই ম্যাচেই বাটলারের আস্থার প্রতি পূর্ণ মর্যাদা দিয়ে যশস্বী আইপিএলের ইতিহাসে দ্রুততম অর্ধশতরান করেন। মাত্র ৪৭ বলে ৯৮ রানের দুর্দান্ত অপরাজিত ইনিংস খেলেন তিনি।
গত মরশুম শেষে নাগপুরের তালেগাঁওতে এসে পৌঁছান যশস্বী। এখানেই রয়েছে রাজস্থান রয়্যালসের অ্যাকাডেমি। সেখানে পারফরম্যান্স ডিরেক্টর জুবিন ভারুচার সঙ্গে কঠোর অনুশীলন চালান তিনি। যার সুফল চলতি মরশুমে পাচ্ছেন তিনি। যশস্বী জয়সওয়াল, কেকেআর ম্যাচ শেষে জানিয়েছিলেন, 'প্রসেসটা খুব গুরুত্বপূর্ণ। আমি কিভাবে প্রস্তুতি সারছি, কীভাবে মানসিকভাবে প্রস্তুত হচ্ছি তা খুব গুরুত্বপূর্ণ। কেকেআরের বিরুদ্ধে যে শটটা মেরে আমি জয় নিশ্চিত করেছিলাম তা আমার কাছে খুব চিত্তাকর্ষক ছিল। কারণ ওই শট খেলাটা আমি এখনও শিখছি। আমি এখনও ম্যাচের শেষ পর্যন্ত থেকে ম্যাচ শেষ করে আসাটা শিখছি।'
নাগপুরের তালেগাঁওতে যশস্বীর লড়াই খুব কাছ থেকে দেখা অ্যাকাদেমির এক ব্যক্তি জানিয়েছেন, 'যশস্বী এমন পরিস্থিতিতে পড়তে চায়না যেখানে বিপক্ষ স্ট্যাম্পের বাইরে বল করে রান করাটা আটকে দিতে পারে। ও এখন সবসময় ক্রিজের বাইরে বেরিয়ে ফুটওয়ার্কের উপর নির্ভর করে খেলাটা খেলতে চায়। অনেক বেশি সুইপ শট এখন ও ব্যবহার করতে পারে। এমনকী রিভার্স সুইচ হিট করতেও যশস্বী যথেষ্ট স্বাচ্ছন্দ্যবোধ করে।'