নিজেদের খোঁড়া গর্তে পড়েই হাবুডুবু খেল লখনউ সুপার জায়ান্টস। ঘরের মাঠে নিতান্ত ছোটখাটো টার্গেট তাড়া করতে নেমে ম্যাচ হারলেন লোকেশ রাহুলরা। স্লো পিচের পরিকল্পনা শেষমেশ বুমেরাং হয়ে আঘাত করল লখনউ শিবিরে।
লখনউয়ে টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন আরসিবি দলনায়ক ফ্যাফ ডু'প্লেসি। যদিও তারা একানা স্টেডিয়ামের অত্যন্ত ধীর বাইশগজে বড়সড় ইনিংস গড়ে তুলতে পারেনি। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১২৬ রানের আটকে যায় ব্যাঙ্গালোর। যদিও শেষমেশ সেটাই ম্যাচ জয়ের জন্য যথেষ্ট প্রমাণিত হয় ব্যাঙ্গালোরের কাছে।
আরসিবির হয়ে সব থেকে বেশি ৪৪ রান করেন ক্যাপ্টেন ফ্যাফ ডু'প্লেসি। ৪০ বলের ইনিংসে তিনি ১টি চার ও ১টি ছক্কা মারেন। এছাড়া অপর ওপেনার বিরাট কোহলি ৩১ রানের লড়াকু ইনিংস খেলেন। ৩০ বলের ধৈর্যশীল ইনিংসে কোহলি ৩টি চার মারেন। বাকিরা কেউই ব্যাট হাতে প্রতিরোধ গড়তে পারেননি।
দীনেশ কার্তিক ১৬ রান করে আউট হন। এছাড়া অনুজ রাওয়াত ৯, গ্লেন ম্যাক্সওয়েল ৪, সুয়াশ প্রভুদেশই ৬, মহীপাল লোমরোর ৩, ওয়ানিন্দু হাসারাঙ্গা ৮, করণ শর্মা ২ ও জোশ হ্যাজেলউড ১ রান করেন। খাতা খুলতে পারেননি মহম্মদ সিরাজ।
লখনউয়ের হয়ে ৪ ওভার বল করে ৩০ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন নবীন উল হক। ৪ ওভারে ২১ রান খরচ করে ২টি উইকেট পকেটে পোরেন রবি বিষ্ণোই। অমিত মিশ্র ৩ ওভার বল করে ২১ রানের বিনিময়ে ২টি উইকেট সংগ্রহ করেন। ২ ওভারে ১০ রান খরচ করে ১টি উইকেট তুলে নেন কৃষ্ণাপ্পা গৌতম।
পালটা ব্যাট করতে নেমে লখনউ শুরু থেকেই নিয়মিত অন্তরে উইকেট হারাতে থাকে। তারা পাওয়ার প্লের ৬ ওভারে ৩৪ রান সংগ্রহ করতেই ৪টি উইকেট হারিয়ে বসে। খাতা খুলতে পারেননি ধ্বংসাত্মক ওপেনার কাইল মায়ের্স। চোটের জন্য ওপেন করতে পারেননি লোকেশ রাহুল। তাঁর বদলে ইনিংসের গোড়াপত্তন করতে নামা আয়ুষ বাদোনি মাত্র ৪ রান করে মাঠ ছাড়েন।
ক্রুণাল পান্ডিয়া ১৪ রান করে মাঠ ছাড়েন। ১ রান করেন দীপক হুডা। ১৩ রানের সংক্ষিপ্ত অবদান রাখেন মার্কাস স্টইনিস। ৯ রান করে মাঠ ছাড়েন নিকোলাস পুরান। কৃষ্ণাপ্পা গৌতম লখনউ সমর্থকদের মনে আশা জাগিয়েছিলেন। তবে তিনি ২৩ রান করে রান-আউট হয়ে বসেন। ৫ রান করে রান-আউট হন রবি বিষ্ণোই।
শেষবেলায় ১৩ রানের সংক্ষিপ্ত ইনিংস খেলেন নবীন উল হক। ফিল্ডিংয়ের সময়ে চোট পেয়ে মাঠ ছাড়া লোকেশ রাহুল একেবারে শেষে ১১ নম্বরে ব্যাট করতে নামেন। লখনউ দলনায়ক যখন মাঠে নামেন, দলের তখন জিততে ৮ বলে ২৪ রান দরকার ছিল। যদিও চোট নিয়ে লোকেশের মাঠে নামাও ভাগ্য বদলাতে পারেনি লখনউয়ের। শেষমেশ তারা ১৯.৫ ওভারে ১০৮ রানে অল-আউট হয়ে যায়। ১৮ রানের ব্যবধানে ম্য়াচ জিতে মাঠ ছাড়ে আরসিবি। অমিত মিশ্র ১৯ রান করে আউট হন। কোনও রান না করে নট-আউট থাকেন রাহুল।
আরসিবির হয়ে ২টি করে উইকেট নেন জোশ হ্যাজেলউড ও করণ শর্মা। ১টি করে উইকেট নিয়েছেন মহম্মদ সিরাজ, গ্লেন ম্যাক্সওয়েল, ওয়ানিন্দু হাসারাঙ্গা ও হার্ষাল প্যাটেল। ম্যাচের সেরা হয়েছেন ফ্যাফ। উল্লেখ্য, চলতি আইপিএলে শুরুতে ব্যাট করে এত কম রান তুলে ম্যাচ জেতেনি আর কোনও দল। সেদিক থেকে অনবদ্য নদির গড়ল ব্যাঙ্গালোর।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।