Royal challengers bangalore
সেরা খবর
সেরা ভিডিয়ো
আইপিএল শুরুর আগে অভাবনীয় সমর্থন পেয়ে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আরিসবির জার্সি পরে কোহলিদের শুভকামনা জানালেন উসেইন বোল্ট। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সি পরে পরিচিত সেলিব্রেশনের ভঙ্গিতে নিজের একটি ছবি টুইটারে পোস্ট করেন বোল্ট। সেটি তিনি ট্যাগ করেন আরসিবি অধিনায়ক বিরাট কোহলি ও ব্যাঙ্গালোরের তারকা উইকেটকিপার-ব্যাটসম্যান এবি ডি'ভিলিয়র্সকে। ক্যাপশনে উসেইন লেখেন, ‘চ্যালেঞ্জার্স, তোমাদের মনে করিয়ে দিচ্ছি যে এখনও পর্যন্ত আমিই বিশ্বের দ্রুততম মানব।’
বোল্টের টুইটের প্রতিক্রিয়ায় কোহলি লেখেন, ‘তাতে কোনও সন্দেহ নেই, সেকারণেই আমরা তোমাকে আমাদের দলে নিয়েছি।’
ডি'ভিলিয়র্স বোল্টের টুইটের রিপ্লাইয়ে লেখেন, ‘আমরা জানি, বাড়তি কিছু রানের দরকার পড়লে কাকে ডাকতে হবে।’
আরসিবি তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে বোল্টের টুইটের প্রতিক্রিয়ায় লেখে, ‘লাল জার্সিতে তোমাকে মানায় কিংবদন্তি। ভারতের বিমান ধরে চলে এসো। আমরা অপেক্ষা করছি।’
সেরা ছবি
- আরসিবি স্কোয়াডে বড় নামের ছড়াছড়ি। তবে বেঙ্গালুরুর দলটির হয়ে ওপেন করবেন অন্য কেউ নন- বিরাট কোহলি এবং ফ্যাফ ডু'প্লেসি। এই জুটি ২০২৩ আইপিএলেও ওপেন করেছিল। ফ্যাফ দলের অধিনায়ক, এবং ব্যাটার হিসেবে তাঁর দক্ষতা নিয়ে প্রশ্ন নেই। আর আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক কোহলি তো এই দলের মেরুদণ্ড।