গত টি-২০ বিশ্বকাপের ফাইনালের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন স্যাম কারান। সেই সঙ্গে টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের পুরস্কারও ওঠে তাঁর হাতে। স্বাভাবিকভাবেই এবছর আইপিএল নিলামে ব্রিটিশ তারকাকে নিয়ে বিস্তর টানাপোড়েন চলবে, সেটা প্রত্যাশিতই ছিল। প্রত্যাশা মতোই নিলামে আকাশ ছোঁয়া দাম ওঠে স্যাম কারানের। পঞ্জাব কিংস তাঁকে রেকর্ড ১৮ কোটি ৫০ লক্ষ টাকার বিনিময়ে দলে নেয়।
শুধু আইপিএল ২০২৩-এর নিলামেরই নয়, বরং ইন্ডিয়ান প্রিমিয়র লিগের ইতিহাসের সব থেকে দামি ক্রিকেটার হন কারান। সঙ্গত কারণেই তাঁকে ঘিরে ফ্র্যাঞ্চাইজি ও পঞ্জাব সমর্থকদের প্রত্যাশাও ছিল আকাশ ছোঁয়া। যদিও সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হন কারান।
এমনটা নয় যে ব্যাটে-বলে চূড়ান্ত ফ্লপ ব্রিটিশ তারকা। বরং দলের সার্বিক পারফর্ম্যান্সে অল-রাউন্ডার হিসেবে অবদান রেখেছেন তিনি। এমনকি ধাওয়ানের অনুপস্থিতিতে পঞ্জাবকে সাফল্যের সঙ্গে নেতৃত্বও দিয়েছেন। তবে শুধু মাত্র প্রচুর টাকার চুক্তির জন্যই নয়, বরং তাঁর মাপের ক্রিকেটারের কাছ থেকে যে রকম পারফর্ম্যান্স আশা করা যায়, সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি কারান।
এবারের আইপিএলে ১৪টি ম্যাচেই পঞ্জাব মাঠে নামায় তাদের সব থেকে দামি ক্রিকেটারকে। ১৩টি ইনিংসে ব্যাট করতে নেমে ২৭.৬০ গড়ে ২৭৬ রান সংগ্রহ করেছেন কারান। হাফ-সেঞ্চুরি করেছেন ১টি। স্ট্রাইক-রেট ১৩৫.৯৬। ১৪টি ইনিংসে সাকুল্যে ৪৭.৫ ওভার বল করে তিনি ১০টি উইকেট সংগ্রহ করেন। এছাড়া ৫টি ক্যাচ ধরেন ব্রিটিশ তারকা।
উল্লেখযোগ্য বিষয় হল, ২০ লক্ষ টাকার ঘরোয়া ক্রিকেটার জিতেশ শর্মা এবার স্যাম কারানের থেকে বেশি রান সংগ্রহ করেন। জিতেশ পঞ্জাব কিংসের হয়ে ১৪টি ম্যাচে ব্যাট করতে নেমে তৃতীয় সর্বোচ্চ ৩০৯ রান সংগ্রহ করেন। তাঁর স্ট্রাইক-রেট ১৫৬.০৬।
এমনকি ৬০ লক্ষ টাকার প্রভসিমরন সিং রান সংগ্রহের নিরিখে স্যাম কারানকে বহু পিছনে ফেলে দেন। প্রভসিমরন ১৪টি ম্যাচে ব্যাট করতে নেমে ৩৫৮ রান সংগ্রহ করেন। তিনি ১টি সেঞ্চুরি ও ১টি হাফ-সেঞ্চুরি করেন। তাঁর স্ট্রাইক-রেট ১৫০.৪২।
আইপিএল ২০২৩-এ পঞ্জাবের সেরা পাঁচ ব্যাটসম্যান:-
১. শিখর ধাওয়ান- ১১ ইনিংসে ৩৭৩ রান
২. প্রভসিমরন সিং- ১৪ ইনিংসে ৩৫৮ রান
৩. জিতেশ শর্মা- ১৪ ইনিংসে ৩০৯ রান
৪. লিয়াম লিভিংস্টোন- ৯ ইনিংসে ২৭৯ রান
৫. স্যাম কারান- ১৩ ইনিংসে ২৭৬ রান
আইপিএল ২০২৩-এ পঞ্জাবের সেরা পাঁচ বোলার:-
১. আর্শদীপ সিং- ১৪ ইনিংসে ১৭টি উইকেট
২. ন্যাথন এলিস- ১০ ইনিংসে ১৩টি উইকেট
৩. স্যাম কারান- ১৪ ইনিংসে ১০টি উইকেট
৪. হরপ্রীত ব্রার- ১১ ইনিংসে ৯টি উইকেট
৫. রাহুল চাহার- ১৪ ইনিংসে ৮টি উইকেট