টি-২০ ক্রিকেটে চার-ছক্কার ফুলঝুরি দেখতেই দর্শকরা মাঠে আসেন। আইপিএলের মঞ্চে ব্যাটসম্য়ানদের তাণ্ডব দেখতে রীতিমতো অভ্যস্ত হয়ে উঠেছেন ক্রিকেটপ্রেমীরা। তবে সোমবার যে রকম ছক্কার বন্যা বইল চিন্নাস্বামীতে, তা একেবারে নজিরবিহীন না হলেও বিরল সন্দেহ নেই।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোর বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচে আইপিএসলের ইতিহাসে যুগ্মভাবে সব থেকে বেশি ছক্কার সাক্ষী থাকেন ক্রিকেটপ্রেমীরা। দুই ইনিংস মিলিয়ে ম্যাচে মোট ৩৩টি ছক্কা মারেন ব্যাটসম্যানরা।
উল্লেখযোগ্য বিষয় হল, এর আগে আইপিএলের আরও ২টি ম্যাচে ৩৩টি করে ছক্কা দেখা গিয়েছে এবং যার মধ্যে একটি দক্ষিণী ডার্বি অনুষ্ঠিত হয় এই চিন্নাস্বামীতেই। ২০১৮ সালে বেঙ্গালুরুতে আরসিবি বনাম সিএসকে ম্যাচে মোট ৩৩টি ছক্কা হাঁকিয়েছিলেন ব্যাটসম্যানরা। ৫ বছর পরে সেই স্মৃতি ফিরল চিন্নাস্বামী স্টেডিয়ামে।
মাঝে ২০২০ সালে শারজায় রাজস্থান রয়্যালস বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচেও দু'দলের ব্যাটসম্যানরা মোট ৩৩টি ছক্কা মারেন। সুতরাং, আইপিএলের ইতিহাসে সব থেকে বেশি ছক্কা হাঁকানো ৩টি ম্যাচেই জড়িয়ে রয়েছে চেন্নাইয়ের নাম।
উল্লেখ্য, সোমবার চিন্নাস্বামীতে শুরুতে ব্যাট করে চেন্নাই সুপার কিংসের ব্যাটসম্যানরা সাকুল্যে ১৭টি ছক্কা মারেন। দ্বিতীয় ইনিংসে আরসিবির ব্যাটসম্যানরা মারেন মোট ১৬টি ছক্কা।
চেন্নাই সুপার কিংসের হয়ে কারা ক'টি ছক্কা মারেন:-
১. ডেভন কনওয়ে- ৬টি
২. অজিঙ্কা রাহানে- ২টি
৩. শিবম দুবে- ৫টি
৪. আম্বাতি রায়াড়ু- ১টি
৫. মইন আলি- ২টি
৬. রবীন্দ্র জাদেজা- ১টি
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোরের হয়ে কারা ক'টি ছক্কা মারেন:-
১. ফ্য়াফ ডু'প্লেসি- ৪টি
২. গ্লেন ম্যাক্সওয়েল- ৮টি
৩. শাহবাজ আহমেদ- ১টি
৪. দীনেশ কার্তিক- ১টি
৫. সুয়াশ প্রভুদেশাই- ২টি
আইপিএলের এক ম্যাচে সব থেকে বেশি ছক্কা:-
১. আরসিবি বনাম সিএসকে (বেঙ্গালুরু, ২০১৮)- ৩৩টি
২. রাজস্থান বনাম সিএসলকে (শারজা, ২০২০)- ৩৩টি
৩. আরসিবি বনাম সিএসকে (বেঙ্গালুরু, ২০২৩)- ৩৩টি
আরসিবি বনাম সিএসকে আইপিএল ২০২৩-র ২৪তম লিগ ম্যাচের ফলাফল:- টস হেরে শুরুতে ব্যাট করতে নামে চেন্নাই সুপার কিংস। তারা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২২৬ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। পালটা ব্যাট করতে নেমে আরসিবি ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২১৮ রানে আটকে যায়। ৮ রানের সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ জেতে চেন্নাই। ৪৫ বলে ৮৩ রান করে ম্যাচের সেরা হন ডেভন কনওয়ে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।