সোমবার চিন্নাস্বামীতে আরসিবি বনাম সিএসকে ম্য়াচে দু'দলের ব্য়াটসম্যানরা চোখ ধাঁধানো পাওয়ার হিটিংয়ের নমুনা পেশ করেন। চার-ছক্কার বন্যা বয়ে উভয় ইনিংসেই। তবে উভয় দলই ফিল্ডিংয়ের ক্ষেত্রে অসংখ্য ভুল-ভ্রান্তি করে। দু'দলের ক্রিকেটারদের হাত থেকেই একাধিক ক্যাচ পড়ে। থিকসানা একাই একজোড়া ক্যাচ ছাড়েন। একজোড়া দুরন্ত ক্যাচ নিলেও মহেন্দ্র সিং ধোনিও ক্যাচ মিস করেন। জলভাত ক্যাচ ছাড়েন রুতুরাজ।
তবে এমন খারাপ ফিল্ডিংয়ের প্রদর্শনীর মাঝেও ব্যতিক্রমী হয়ে দেখা দেন অজিঙ্কা রাহানে। বাউন্ডারি লাইনে ফিল্ডিং করার সময় অজিঙ্কা এমন একটি অসাধারণ ফিল্ডিংয়ের নমুমা পেশ করেন, টুর্নামেন্টের সেরা ফিল্ডিংয়ের কোনও পুরস্কার থাকলে, নিঃসন্দেহে রাহানের হাতে উঠত।
দ্বিতীয় ইনিংসের ৮.৫ ওভারে রবীন্দ্র জাদেজার বল লং-অফে তুলে মারেন গ্লেন ম্যাক্সওয়েল। বল নিশ্চিত বাউন্ডারি লাইনের বাইরে যাচ্ছিল। ক্যাচ ধরা সম্ভব নয় বুঝেই রাহানে বাউন্ডারি লাইনে যথা সময়ে লাফিয়ে বল ঠেলে দেন মাঠের ভিতরে। ছয় রানের বদলে ম্যাক্সওয়েলকে সেই বলে মাত্র ১ রানেই সন্তুষ্ট থাকতে হয়। মূল্যবান ৫ রান বাঁচিয়ে দেন রাহানে।
ফিল্ডিংয়ের আগে রাহানে ব্যাট হাতেও নজর কাড়েন সকলের। চিন্নাস্বামীতে আরসিবির বিরুদ্ধে ২০ বলে ৩৭ রানের ঝোড়ো ইনিংস খেলে সাজঘরে ফেরেন অজিঙ্কা। তিনি ৩টি চার ও ২টি ছক্কা মারেন। উল্লেখযোগ্য় বিষয় হল, ৪.৩ ওভারে বিজয়কুমারের বলে হুক শটে একটি বিশাল ছক্কা হাঁকান রাহানে। ছক্কায় বল গিয়ে লাগে চিন্নাস্বামী স্টেডিয়ামের ছাদে।
অজিঙ্কার ব্যাটে-ফিল্ডিংয়ে এমন অবদান তাঁর দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। টস হেরে শুরুতে ব্যাট করতে নামে চেন্নাই সুপার কিংস। তারা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২২৬ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। ডেভন কনওয়ে দলের হয়ে সব থেকে বেশি ৮৩ রান করেন। আরসিবির হয়ে ১টি করে উইকেট নেন ছয় বোলার মহম্মদ সিরাজ, ওয়েন পার্নেল, বিজয়কুমার, গ্লেন ম্যাক্সওয়েল, ওয়ানিন্দু হাসারাঙ্গা ও হার্ষাল প্য়াটেল।
জবাবে ব্যাট করতে নেমে আরসিবি ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২১৮ রানে আটকে যায়। ৮ রানের সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ জেতে চেন্নাই। ম্য়াক্সওয়েল ৭৬ ও ফ্যাফ ডু'প্লেসি ৬২ রানের দাপুটে ইনিংস খেলেন। দীনেশ কার্তিক ২৮ ও সুয়াশ প্রভুদেশই ১৯ রানের যোগদান রাখেন। কোহলি আউট হন ৬ রান করে। চেন্নাইয়ের হয়ে তুষার দেশপান্ডে ৩টি ও মাথিসা পথিরানা ২টি উইকেট দখল করেন।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।