
ISL 2020-21: প্রথম গোল ছেত্রীর, চলতি আইএসএলে প্রথম জয় বেঙ্গালুরুর
১ মিনিটে পড়ুন . Updated: 05 Dec 2020, 12:36 AM IST- দক্ষিণী ডার্বিতে চেন্নাইয়িনকে হারাল বিএফসি।
এবারের ইন্ডিয়ান সুপার লিগে প্রথম গোল পেলেন সুনীল ছেত্রী। তাঁর দল বেঙ্গালুরু এফসি চলতি আইএসএলে প্রথম জয়ের মুখ দেখল। দক্ষিণী ডার্বিতে চেন্নাইয়িন এফসিকে ১-০ গোলে পরাজিত করল বিএফসি।
ফতোরদায় এফসি গোয়ার বিরুদ্ধে ২-২ গোলের ড্র দিয়ে এবছর ইন্ডিয়ান সুপার লিগ অভিযান শুরু করে বেঙ্গালুরু। হায়দরাবাদ এফসির বিরুদ্ধে সুনীল ছেত্রীরা নিজেদের দ্বিতীয় ম্যাচ গোলশূন্য ড্র করে। দু'টি ম্যাচে প্রতিপক্ষের সঙ্গে পয়েন্ট ভাগ করে নেওয়ার পর অবশেষে তৃতীয় ম্যাচ থেকে পুরো পয়েন্ট ঘরে তুলে নিতে সক্ষম হন সুনীলরা।
চেন্নাইয়িনের বিরুদ্ধে জয়ের সুবাদে ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের প্রথম চারে উঠে আসে বেঙ্গালুরু। নর্থ-ইস্ট ইউনাইটেডও ৩ ম্যাচে ৫ পয়েন্ট সংগ্রহ করেছে। দু'দলের মধ্যে গোলপার্থক্যও সমান। তবে একটি গোল বেশি করায় লিগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে নর্থ-ইস্ট। চার নম্বরে অবস্থান করছে বিএফসি।
বাম্বোলিমের জিএমসি স্টেডিয়ামে এদিন চেন্নাইয়িন বনাম বেঙ্গালুরু ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকে। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর কিছুক্ষণের মধ্যেই পেনাল্টি পেয়ে যায় বেঙ্গালুরু। ৫৬ মিনিটে স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি ছেত্রী। আগামী ৮ নভেম্বর টুর্নামেন্টে নিজেদের চতুর্থ ম্যাচে নর্থ-ইস্টের মুখোমুখি হবে বিএফসি।