স্প্যানিশ কোচ কিভু ভিকুনার হাত ধরেই শেষ মরসুমে দাপটের সঙ্গে সমস্ত প্রতিপক্ষকে উড়িয়ে আই লিগের ট্রফি ঘরে তুলেছিল সবুজ মেরুন ব্রিগেড। তারপরেই অবশ্য এটিকে এবং মোহনবাগানের মার্জার হয়ে যায়। ফলে আই লিগের বদলে আইএসএলে উত্তীর্ণ হয় মোহনবাগান দল। আই লিগ জয়ী দলের একজন বাদে বাকি কোনও সদস্যের জায়গা হয়নি মার্জড দলে। কোচ ভিকুনাও চলে আসেন কেরালা ব্লাস্টার্স দলের কোচের দায়িত্ব। তবে নতুন দায়িত্ব পেলেও কলকাতাকে ভোলেননি কিভু।
কল্যাণীতে আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার পরে ভক্তদের ভালবাসার জোয়ারে ভেসে গেছিলেন কিভু। যা তাঁর কোচিং জীবনের অন্যতম স্মরণীয় ঘটনা।কেরল ব্লাস্টার্সে পা রাখলেও এখনও তাঁর হৃদয়ে রয়েছে মোহনবাগান।
আইএসএলের উদ্বোধনী ম্যাচে তাই পুরনো ক্লাব মোহনবাগানের বিরুদ্ধে নামার আগে ভিকুনা জানালেন 'বাগানের প্রতি আমার আবেগ অটুট। ক্লাবকর্তারা খুব ভাল ব্যবহার করেছেন। আমার অনেক বন্ধু রয়েছেন। ব্লাস্টার্সে এসে আমি খুশি। নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। এখানকার মানুষ আমাকে ভাল ভাবেই মন থেকে মেনে নিয়েছেন।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।