HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > ময়দান > ভারতে রান না করতে পারলে সমালোচনা শুনতেই হবে- রাহুলকে কড়া বার্তা সৌরভের

ভারতে রান না করতে পারলে সমালোচনা শুনতেই হবে- রাহুলকে কড়া বার্তা সৌরভের

রাহুলের সমস্যা কি টেকনিক্যাল নাকি মানসিক? সৌরভের স্পষ্ট জবাব, ‘দু'টোই’। তবে প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট রাহুলের রানের খরা সম্পর্কে একটি আকর্ষণীয় তথ্য তুলে ধরেছেন। প্রসঙ্গত, রাহুল সাম্প্রতিক সময়ে যে কোনও পরিস্থিতিতেই পেসার হোক বা স্পিনার, যে কোনও বলেই আউট হয়ে যাচ্ছেন।

সৌরভ গঙ্গোপাধ্যায় এবং কেএল রাহুল।

ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, কেএল রাহুল যদি রান না করেন, তবে তাঁকে সমালোনার মধ্যে পড়তেই হবে। ভারতীয় টিমে লাইন দিয়ে অনেকেই অপেক্ষা করছে। তাই রাহলকে রান করতেই হবে।

নাগপুর এবং দিল্লি টেস্টে ব্যর্থ হয়েছেন তিনি। তার পর থেকে রাহুলকে নিয়ে তীব্র সমালোচনা হয়েছে। পরের ২টি টেস্টে রাহুলকে দলে রাখা হলেও, সহ-অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। শেষ ১০টি টেস্টে ২৫ রানের গণ্ডি টপকাতে পারেননি রাহুল। শেষ ৪৭ টেস্টে ৩৫-এর কম গড় তাঁর।

পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে রাহুল বলেছেন, ‘যখন আপনি ভারতে রান করতে পারবেন না, তখন আপনাকে নিয়ে তীব্র সমালোচনা হবেই। কেএল রাহুলই একা এই পরিস্থিতিতে পড়েছেন, এমন নয়, অতীতেও বহু খেলোয়াড়ের সঙ্গে এমনটা ঘটেছে।’

আরও পড়ুন: আর কবে জিতবে ভারত? ICC টুর্নামেন্টে খরা নিয়ে রোহিতদের এক হাত নিলেন ভাজ্জি

বারবার ব্যর্থ হওয়া সত্ত্বেও কেন রাহুলকে দলে রাখা হচ্ছে, তার ব্য়াখ্যা করতে গিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন, ‘খেলোয়াড়দের উপর অনেক চাপ রয়েছে। তার মধ্যেই ফোকাস এবং মনোযোগ ঠিক রাখতে হয়। টিম ম্যানেজমেন্ট মনে করে যে, তিনি দলের জন্য একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। দিনের শেষে, কোচ এবং অধিনায়ক কী মনে করেন, সেটা গুরুত্বপূর্ণ।’

যদিও রাহুল ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় ভালো পারফরম্যান্স করেছিলেন, তবে সৌরভ বলেছেন যে, এটা স্পষ্ট যে রাহুলের মতো প্রতিভাবান খেলোয়াড়ের কাছ থেকে সকলে অনেক বেশি প্রত্যাশা করে। তবে তিনি নয় বছরে মাত্র পাঁচটি টেস্ট সেঞ্চুরি করেছেন।

সৌরভের দাবি, ‘ও পারফর্ম করেছে, কিন্তু সত্যি কথা বলতে, আপনি ভারতের হয়ে খেলা টপ অর্ডার ব্যাটার থেকে অনেক বেশি কিছু আশা করেন। আর আপনি যদি নিজের কাজ করতে ব্যর্থ হন, স্পষ্টতই সমালোচনা হবে। আমি নিশ্চিত রাহুলের সামর্থ্য রয়েছে। তবে ওকে রান করার উপায় খুঁজে বের করতে হবে।’

আরও পড়ুন: ১০০ শতাংশ ফিট হয়ে খেললে তো ক্যারিয়ারে মাত্র ৫-১০টি টেস্ট খেলতাম- ইন্দোরে ফেরার ইঙ্গিত স্টার্কের

তা হলে রাহুলের সমস্যা কি টেকনিক্যাল নাকি মানসিক? সৌরভের স্পষ্ট জবাব, ‘দু'টোই’। তবে প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট রাহুলের রানের খরা সম্পর্কে একটি আকর্ষণীয় তথ্য তুলে ধরেছেন। প্রসঙ্গত, রাহুল সাম্প্রতিক সময়ে যে কোনও পরিস্থিতিতেই পেসার হোক বা স্পিনার, যে কোনও বলেই আউট হয়ে যাচ্ছেন। সৌরভ বলেছেন, ‘আপনি যখন ছন্দে নেই, তখন এই ধরণের পিচে, যেখানে বল টার্নও করে, আবারও বাউন্স করে, সেখানে খেলাটা অনেক বেশি কঠিন হয়ে পড়ে।’

রাহুলের ফর্ম নেই। এ দিকে দুরন্ত ছন্দে থাকা শুভমন গিলকে বসিয়ে রাখা হয়েছে। তা নিয়ে তীব্র সমালোচনা এবং বিতর্ক চলছে। সৌরভ অবশ্য মনে করেন যে, পঞ্জাবের তারকা তাঁর সুযোগ ঠিক সময়েই পাবেন এবং শুভমনকে একটু অপেক্ষা করতে হলে কোনও ক্ষতি নেই। সৌরভ বলেছেন, ‘আমি নিশ্চিত যখন ওর সময় আসবে, নিশ্চয়ই অনেক সুযোগ পাবেন। আমি মনে করি, নির্বাচক, অধিনায়ক এবং কোচ ওঁকে নিয়ে ভাবেন এবং ওকে খুব উচ্চ মূল্য দেন। সে কারণে ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে খেলছেন তিনি এবং ভালো পারফর্মও করেছেন। তবে বর্তমানে টিম ম্যানেজমেন্টের বার্তা সম্ভবত, ওঁকে আরও একটু অপেক্ষা করতে হবে।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

IPl-এর ইতিহাসে সবচেয়ে ওভাররেটেড প্লেয়ার ম্যাক্সওয়েল- পার্থিবের মন্তব্যে বিতর্ক ঘূর্ণিঝড় আছড়ে পড়বে বাংলায়? পূর্বাভাস IMD-র! গরম কাটিয়ে শুরু হবে ঝড়-বৃষ্টি La Liga-বার্সেলোনা হারতেই রিয়ালের দখলে লা লিগা, টার্গেট এবার চ্যাম্পিয়ন্স লিগ ডায়াবিটিস প্রতিরোধ থেকে অন্যান্য স্বাস্থ্য সুবিধা, গরমে দই খাওয়ার ৮টি উপকারিতা ২০১৪ সালের টেট পরীক্ষার কি আদৌ বৈধতা থাকতে পারে? জানতে চাইল কলকাতা হাইকোর্ট ২০ বছর আগে! ১৫ বছরের পরিণীতি দূরদর্শনের পর্দায় গেয়েছিলেন দেশাত্মবোধক গান আউটের সিদ্ধান্তে খুশি না হয়ে ব্যাট-হেলমেট ছুঁড়ে ফেললেন বাংলাদেশের ক্যাপ্টেন সঙ্গীর সঙ্গে বিচ্ছেদ বাঁচাতে চান? কিনে ফেলুন আস্ত একটি খাট পরের মরশুম নিয়ে ক্লাবের সঙ্গে কথা চলছে-বাগান ছাড়ার জল্পনা ফুৎকারে ওড়ালেন হাবাস খেলতেই পারিনি- আক্ষেপ করলেন হাবাস, বাগানকে শিল্ড জয়ের কৃতিত্ব দিলেন মুম্বই কোচ

Latest IPL News

IPl-এর ইতিহাসে সবচেয়ে ওভাররেটেড প্লেয়ার ম্যাক্সওয়েল- পার্থিবের মন্তব্যে বিতর্ক তাহলে কি সব দোষ ধারাভাষ্যকারদের- কোহলি ও স্টার স্পোর্টসকে একহাত নিলেন গাভাসকর অস্ট্রেলিয়ান হওয়ার পরেও ও অনেক বেশি ভারতীয়- ওয়ার্নারকে নিয়ে ফ্রেজারের দাবি সমালোচনাকে গুরুত্ব না দিলে,তার জবাব দাও কেন? ‘অন এয়ার’ কোহলিকে কটাক্ষ গাভাসকরের ওয়াংখেড়েতে কাউকে গালি দেননি, নিজের সন্তানকে রক্ষা করতেই রেগে গিয়েছিলেন শাহরুখ নারিনের বোলিং নিয়ে কিছু না বলেই কি অনেক কিছু বলে দিলেন অশ্বিন, শুরু জল্পনা IPL-এ দুরন্ত প্রত্যাবর্তন কোহলিদের, GT-কে হারিয়ে প্লে-অফের আশা জিইয়ে রাখল RCB 'অনুশীলনে আজ এত তাড়াতাড়ি,' হঠাৎ গিলকে দেখে কেন এমন প্রশ্ন করলেন বিরাট- ভিডিয়ো ধোনি আমার বাবার মতো, অভিভূত হয়ে আছেন শ্রীলঙ্কার তারকা পেসার আমি দাদার খুব বড় ভক্ত- সৌরভ কী ভাবে তাঁকে সাহায্য করেছেন, ফাঁস করলেন বেঙ্কটেশ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.
প্রচ্ছদ ছবিঘর দেখতেই হবে ২২ গজ