বাংলা নিউজ > ময়দান > ফিরে দেখা কায়রন পোলার্ডের আন্তর্জাতিক কেরিয়ার, চোখ রাখুন ক্যারিবিয়ান তারকার ছয় বলে ছয় ছক্কার ভিডিয়োয়

ফিরে দেখা কায়রন পোলার্ডের আন্তর্জাতিক কেরিয়ার, চোখ রাখুন ক্যারিবিয়ান তারকার ছয় বলে ছয় ছক্কার ভিডিয়োয়

কায়রন পোলার্ড। ছবি- আইসিসি।

IPL 2022-এর মাঝেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেন কায়রন পোলার্ড। যদিও মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়র লিগ অভিযান জারি রাখবেন ক্যারিবিয়ান অল-রাউন্ডার। অবসর ঘোষণার পরে পোলার্ডের অন্তর্জাতিক কেরিয়ারে ফিরে তাকানো যাক।

আইপিএলের মাঝে আচমকাই জাতীয় দলকে চিরতরে বিদায় জানানোর সিদ্ধান্ত নেন কায়রন পোলার্ড। বুধবার সোশ্যাল মিডিয়ায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেন ক্যারিবিয়ান অল-রাউন্ডার।

দুই ফর্ম্যাটেই সীমিত ওভারের ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দেওয়া পোলার্ডের আন্তর্জাতিক কেরিয়ারের দিকে ফিরে তাকানো যাক। দেখে নেওয়া যাক তাঁর আন্তর্জাতিক কেরিয়ারের সর্বকালের সেরা মুহূর্তের ভিডিয়োও।

আরও পড়ুন:- চলতি IPL-এ মুম্বই ইন্ডিয়ান্সের টানা হাফ-ডজন ম্যাচে হার, তার মাঝেই অবসর ঘোষণা কায়রন পোলার্ডের

ওয়ান ডে অভিষেক: ২০০৭ সালে গ্রেনাদার ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে বিশ্বকাপের ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশ করেন পোলার্ড।

শেষ ওয়ান ডে ম্যাচ: গত ফেব্রুয়ারিতে আমদাবাদে ভারতের বিরুদ্ধে দ্বি-পাক্ষিক সিরিজের শেষ ম্যাচে শেষবার দেশের জার্সিতে ওয়ান ডে ক্রিকেটে মাঠে নামেন কায়রন।

ওয়ান ডে কেরিয়ার: ম্যাচ- ১২৩, রান- ২৭০৬, সেঞ্চুরি-৩, হাফসেঞ্চুরি- ১৩, সর্বোচ্চ ইনিংস- ১১৯, উইকেট- ৫৫, সেরা বোলিং- ৩/২৭।

আন্তর্জাতিক টি-২০ অভিষেক: ২০০৮ সালে ব্রিজটাউনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমবার আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলতে নামেন পোলার্ড।

শেষ আন্তর্জাতিক টি-২০ ম্যাচ: গত ফেব্রুয়ারিতে কলকাতার ইডেন গার্ডেন্সে ভারতের বিরুদ্ধে টি-২০ ম্যাচে শেষবার ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে মাঠে নামেন পোলার্ড।

আন্তর্জাতিক টি-২০ কেরিয়ার: ম্যাচ- ১০১, রান- ১৫৬৯, সেঞ্চুরি-০, হাফসেঞ্চুরি- ৬, সর্বোচ্চ ইনিংস- অপরাজিত ৭৫, উইকেট- ৪২, সেরা বোলিং- ৪/২৫।

আরও পড়ুন- তুমি আমার আগে অবসর নিলে! পোলার্ডের অবসরের পরে গেইলের মজা

আন্তর্জাতিক ক্রিকেটে পোলার্ডের সেরা মুহূর্ত: গতবছর মার্চে কুলিজ গ্রাউন্ডে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে ছয় বলে ছ'টি ছক্কা হাঁকান কায়রন পোলার্ড। ইনিংসের ষষ্ঠ ওভারে আকিলা ধনঞ্জয়ার ছ'টি বলই গ্যালারিতে ফেলেন তিনি। যুবরাজ সিংয়ের পরে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ছয় বলে ছ'টি ছক্কা মারার রেকর্ড গড়েন ক্যারিবিয়ান অল-রাউন্ডার।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন