বাংলা নিউজ > ময়দান > প্রথম ডাক! ভারতীয় দলের হোয়্যাটসগ্রুপে অ্যাড হওয়ার পর জানতে পারলেন কিরণ

প্রথম ডাক! ভারতীয় দলের হোয়্যাটসগ্রুপে অ্যাড হওয়ার পর জানতে পারলেন কিরণ

ভারতীয় দলের হোয়্যাটসগ্রুপে অ্যাড হওয়ার পর জানতে পারলেন কিরণ। ফাইল ছবি

কিরণ নাভগিরে কয়েকদিন আগেই পুদুচেরিতে অনুশীলন করছিলেন। সেই সময়তে তিনি বিসিসিআইয়ের লজিস্টিকস ডিপার্টমেন্টের কাছ থেকে একটি কল পান। একজন অফিসিয়াল তাকে তার পাসপোর্টের ডিটেলস জানতে চেয়েছিলেন।

শুভব্রত মুখার্জি: যে কোনও ক্রিকেটারের কাছে স্বপ্ন থাকে তার দেশের হয়ে খেলা। পুরুষ হোক বা মহিলা ক্রিকেটার তাদের কেরিয়ারের অন্যতম সেরা মুহূর্ত জাতীয় দলে জায়গা পাওয়া। ঠিক সেই ঘটনাই ঘটেছে মহিলা ক্রিকেটার কিরণ নাভগিরের জীবনে। ভারতীয় মহিলা দলের আসন্ন ইংল্যান্ড সফরের দলে নির্বাচিত হয়েছেন তিনি। আর সেই খবর তিনি জানতে পারলেন ভারতীয় মহিলা দলের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ার পরে। যে খবর পেয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত তিনি। কিরণ জানিয়েছেন ধোনি স্যারের মতন দেশের হয়ে বিশ্বকাপ জয়ের স্বপ্ন তিনি বরাবর দেখেন। এবার সেই স্বপ্নপূরণের পথে একধাপ এগোলেন তিনি।

কিরণ নাভগিরে কয়েকদিন আগেই পুদুচেরিতে অনুশীলন করছিলেন। সেই সময়তে তিনি বিসিসিআইয়ের লজিস্টিকস ডিপার্টমেন্টের কাছ থেকে একটি কল পান। একজন অফিসিয়াল তাকে তার পাসপোর্টের ডিটেলস জানতে চেয়েছিলেন। তাকে জানানো হয়েছিল তার নামে টিকিট বুক করতে এটা প্রয়োজন। সেই অফিসিয়ালের কাছে নাভগিরের প্রশ্ন ছিল কী কারণে তার কাছে এই ডিটেলস চাওয়া হচ্ছে। তাকে জানানো হয়েছিল জাতীয় ক্যাম্পের জন্য এই তথ্য চাওয়া হচ্ছে। তখনও তিনি বিশ্বাস করতে পারেননি যে জাতীয় দলের ক্যাম্পের জন্য তাকে ডাকা হবে। তিনি কফ সিজন অনুশীলনে মন দেন।

শুক্রবার বিকেলে হঠাৎ করেই নাভগিরে লক্ষ্য করেন তার নম্বরটি ভারতীয় মহিলা দলের হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ করা হয়েছে। তার কয়েক মিনিটের মধ্যেই বিসিসিআইয়ের তরফে তাকে জানানো হয় ইংল্যান্ড সফরের ভারতীয় টি-২০ দলে নির্বাচিত হয়ার বিষয়টি। কলটি শেষ করার কিছুক্ষণ পর্যন্ত তার মনে হয়েছিল তার কাছে এটি স্বপ্ন। এরপরেই তার মেসেজ বক্স টিমমেটদের শুভেচ্ছাবার্তায় ভেসে যায়।

দলে জায়গা পাওয়ার পরে উচ্ছ্বসিত কিরণ জানিয়েছেন 'চোখ বন্ধ করে আমি আমার স্টার্সদের ধন্যবাদ জানিয়েছি। সেই মুহূর্তটা মনে করার চেষ্টা করেছি যখন মহেন্দ্র সিং ধোনি স্যার ভারতের হয়ে বিশ্বকাপ জেতেন। আমি যখন থেকে ক্রিকেট খেলাটা শুরু করেছি তখন থেকে বিশ্বকাপ জেতাটা আমার কাছে স্বপ্নের মতন। আমি আমার স্বপ্নপূরণের কাছে আরও একধাপ এগোলাম।'

ইংল্যান্ড দলের বিরুদ্ধে ওয়ানডে এবং টি-২০ সিরিজের দল ঘোষণা করা হয়েছে ভারতের তরফে। সেই দলেই প্রথমবারের মতন জায়গা করে নিয়েছেন কিরণ নাভগিরে। হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ার পাশাপাশি এদিন বিসিসিআইয়ের তরফেও তাকে অফিসিয়ালি জানানো হয়েছে বিষয়টি। দি হান্ড্রেডে জেমাইমা রদ্রিগেজ চোট পাওয়ার পরেও দলে জায়গা পেয়েছেন তিনি। উল্লেখ্য সদ্য শেষ হওয়া বার্মিংহাম কমনওয়েলথ গেমসে ভারতীয় দলের রুপো জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন এই জেমাইমা রদ্রিগেজ।

কিরণ ছাড়াও রাধা যাদব এবং রিচা ঘোষ ও জায়গা পেয়েছেন টি-২০ দলে। ওয়ানডে দলে প্রত্যাবর্তন ঘটেছে অভিজ্ঞ পেসার ঝুলন গোস্বামীর। দলে জায়গা পাননি যশতিকা ভাটিয়া। সেপ্টেম্বর মাসের ১০ তারিখ থেকে শুরু হচ্ছে এই সিরিজ। ৩ টি করে ওয়ানডে এবং টি-২০ খেলবে দুই দল। রিভারসাইড, ডারহামে হবে খেলা। ২৪ সেপ্টেম্বর শেষ হবে এই সফর।

∆ একনজরে ইংল্যান্ড সফরের জন্য ঘোষিত ভারতীয় দল (টি-২০) :

হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানা, শেফালি ভার্মা, দীপ্তি শর্মা, পূজা ভস্ট্রকার, জেমাইমা রদ্রিগেজ, স্নেহ রানা, রেনুকা সিং, মেঘনা সিং, রাধা যাদব, এস মেঘানা, তানিয়া ভাটিয়া, রাজেশ্বরী গায়রকোয়াড়, দয়ালান হেমলতা, সিমরান বাহাদুর, রিচা ঘোষ, কিরণ নাভগিরে।

∆ একনজরে ইংল্যান্ড সফরের জন্য ঘোষিত ভারতীয় দল (ওয়ানডে) :

হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানা, শেফালি ভার্মা, দীপ্তি শর্মা, পূজা ভস্ট্রকার, জেমাইমা রদ্রিগেজ, স্নেহ রানা, রেনুকা সিং, মেঘনা সিং, এস মেঘানা, তানিয়া ভাটিয়া, রাজেশ্বরী গায়রকোয়াড়, দয়ালান হেমলতা, সিমরান বাহাদুর, হারলিন ডিওল, ঝুলন গোস্বামী।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

২৬২ করেও হার, খতিয়ে দেখতে হবে, কোথায় ভুল হল- ম্যাচের পর হতাশা উগরে দিলেন শ্রেয়স কাজলের ‘না বলা’ ক্রাশ ছিল অক্ষয়! এবার লন্ডনে একসঙ্গে পার্টি আরভ আর নাইসার আন্তর্জাতিক রুটে ডানা মেলতে ৩০টি নতুন A350-900 বিমান কিনছে ভারতের উড়ান সংস্থা ধনু-মকর-কুম্ভ-মীনের শনিবার কেমন কাটবে? জানুন রাশিফল বুমরাহের থেকে পার্পল ক্যাপ দখল হর্ষালের, কমলা টুপির লড়াইয়ে দুইয়ে উঠলেন নারিন রেকর্ড যাত্রী, এসি কামরায় 'টিকিটবিহীনদের ভিড়', বিয়ের সানাইতে কান ঝালাপালা রেলের মাতৃত্বকালীনের সাথে ২ বছরের চাইল্ড কেয়ার ছুটি কি প্রাপ্য মহিলাদের? যা বলল SC মিঠুন-বিতর্কে কুণালের নিশানায় দেব! কল্যান-কাঞ্চনের পর ফের কোন্দল টিএমসি-তে সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে শনিবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে শনিবার? জানুন রাশিফল

Latest IPL News

২৬২ করেও হার, খতিয়ে দেখতে হবে, কোথায় ভুল হল- ম্যাচের পর হতাশা উগরে দিলেন শ্রেয়স স্বার্থপর পুরো! রিঙ্কুর আগে নেমে রোষের মুখে KKR-র শ্রেয়স, রেহাই পেলেন না গম্ভীরও গ্যালারিতে বল গেল ১৮বার, আইপিএলের ইতিহাসে ইডেনে সর্বোচ্চ ২৬১ রান তুলল কেকেআর একই IPL-এ প্রথমবার ৩ অর্ধশতরান নারিনের! অরেঞ্জ ক্যাপের তালিকায় দুইয়ে বয়স বাড়ছে,তাই তরুণদের সুযোগ দেওয়া উচিত, বিরাট-রোহিতদের বার্তা যুবরাজের বিশ্বকাপ ফাইনালের ব্যাটে স্প্রিং লাগানো ছিল? অবশেষে জবাব দিলেন রিকি পন্টিং IPL-এর গত মরশুমে ৯০০-এর কাছাকাছি রান করেও যদি দলে সুযোগ না পাই… বার্তা শুভমনের হার্দিক নয়, বিশ্বকাপে এই ধ্বংসাত্মক অল-রাউন্ডারকে চাইই চাই ভারতের, দাবি যুবরাজের আমাকে একটা বল তো খেলতে দাও:- বাবরদের অনুশীলনে কাতর আবেদন পাকিস্তানের নির্বাচকের নাইট রাইডার্সে নিশাচর প্রাণী,দিনে ঘুমোয়,রাতে জাগে, কাদের কথা বললেন ওয়াসিম আক্রম?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.