বাংলা নিউজ > ময়দান > কোহলি-দ্রাবিড় NZ ডাগআউটে গিয়ে শুভেচ্ছা জানান আজাজকে, বিশেষ সম্মান জানান অশ্বিনও

কোহলি-দ্রাবিড় NZ ডাগআউটে গিয়ে শুভেচ্ছা জানান আজাজকে, বিশেষ সম্মান জানান অশ্বিনও

নিউজিল্যান্ডের ডাগআউটে গিয়ে আজাজ প্যাটেলকে শুভেচ্ছা জানান বিরাট কোহলি।

কোহলি আর দ্রাবিড় তো নিউজিল্যান্ডের ডাগআউটে গিয়ে শুভেচ্ছা জানিয়ে আসেন আজাজকে। কিউয়ি বোলারের এই অসাধারণ সাফল্যে রবিচন্দ্রন অশ্বিনও উঠে দাঁড়িয়ে হাততালি দিয়ে বিশেষ ভাবে সম্মান জানান আজাজকে। ময়াঙ্ক আগরওয়াল জড়িয়ে ধরে তাঁকে শুভেচ্ছা জানান।

প্রতিপক্ষ ক্রিকেটার হলেও নিউজিল্যান্ডের বোলার আজাজ প্যাটেলের সাফল্যকে কুর্নিশ জানাল ভারতীয় ড্রেসিংরুমও। ভারত অধিনায়ক বিরাট কোহলি, কোচ রাহুল দ্রাবিড় থেকে করে ভারতীয় দলের প্রত্যেক সদস্যই শুভেচ্ছায় ভরিয়ে দেন আজাজ প্যাটেলকে।টেস্টের এক ইনিংসে ১০ উইকেট নেওয়াটা নিঃসন্দেহে বড় সাফল্য আজাজের। আর সেই কারণে তাঁকে শুভেচ্ছার জোয়ারে ভাসিয়ে দেয় ভারতীয় ড্রেসিংরুম। তবে এটাও ঘটনা, আজাজ ভারতীয় বংশোদ্ভূত। এবং নিজের জন্মস্থান মুম্বইয়েই ইতিহাস লিখে ফেলেছেন তিনি।

কোহলি আর দ্রাবিড় তো নিউজিল্যান্ডের ডাগআউটে গিয়ে শুভেচ্ছা জানিয়ে আসেন আজাজকে। কিউয়ি বোলারের এই অসাধারণ সাফল্যে রবিচন্দ্রন অশ্বিনও উঠে দাঁড়িয়ে হাততালি দিয়ে বিশেষ ভাবে সম্মান জানান আজাজকে। ময়াঙ্ক আগরওয়াল জড়িয়ে ধরে তাঁকে শুভেচ্ছা জানান। ভারতের ১০ উইকেট একা তুলে নিলে কী হবে, দ্রাবিড় ব্রিগেড আজাজকে শুভেচ্ছা জানাতে এতটুকু কার্পণ্য করেননি। এমন কী ওয়াংখেড়েতে উপস্থিত ভারতের সমর্থকেরাও কুর্নিশ জানান আজাজকে।

বিশ্বের তৃতীয় বোলার হিসেবে টেস্টের এক ইনিংসে ১০ উইকেট তুলে নিলেন আজাজ। স্পর্শ করলেন জিম লেকার এবং অনিল কুম্বলের রেকর্ডকে। আজাজের আগে জিম লেকার এবং কুম্বলের টেস্টের এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে।

মুম্বই টেস্টের প্রথম দিনে শুক্রবার আজাজ প্যাটেল চার উইকেট নিয়েছিলেন। আর শনিবার সকালে তিনি আরও ছয় উইকেট তুলে নেন। প্রথম দিনের শেষে ভারতের স্কোর ছিল ৪ উইকেটে ২২১ রান। শনিবার আজাজের বিধ্বংসী বোলিংয়ের সামনে ভারত আর মাত্র ১০৪ রান যোগ করতে পারে। দ্বিতীয় দিনে ৩২৫ রানে অল আউট হয়ে যায় টিম ইন্ডিয়া।

নিজের জন্মস্থান মুম্বইয়ে বল হাতে দুরন্ত ছন্দে ছিলেন আজাজ প্যাটেল। একাই দায়িত্ব নিয়ে ভারতের প্রথম ইনিংস শেষ করে দিলেন। শনিবার সকালেই সবার আগে তিনি ফেরান ঋদ্ধিমান সাহাকে। ২৭ করে আজাজের বলে এলবিডব্লিউ হন ঋদ্ধি। তখন ভারতের স্কোর ২২৪। এর পর অশ্বিন ব্যাট করতে নামলে প্রথম বলেই তাঁকে ফেরান আজাজ। ১ বলে খেলে শূন্য রানে বোল্ড হন অশ্বিন। এর পর কিছুটা হাল ধরার চেষ্টা করেছিলেন ময়াঙ্ক আগরওয়াল এবং অক্ষর প্যাটেল। কিন্তু দলের ২৯১ রানের মাথায় আজাজের বলে ১৫০ করে আউট হন ময়াঙ্ক। এর পর অক্ষর প্যাটেল ৫২ করে আউট হওয়ার পরপরেই জয়ন্ত যাদব এবং মহম্মদ সিরাজও আউট হয়ে যান। ৩২৫ রানেই গুটিয়ে যায় ভারতের ইনিংস।

তবে আজাজের এই কৃতিত্বকে যোগ্য মর্যাদা দিতে পারেনি নিউজিল্যান্ড। আজাজ ভারতের ইনিংস একা দায়িক্ব নিয়ে ৩২৫ রানে শেষ করে দিলেও, সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় কিউয়িরা। রবিচন্দ্রন অশ্বিন-মহম্মদ সিরাজদের ঝড়ে খড়কুটোর মতোই গুটিয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস। ভারতের প্রথম ইনিংসের ৩২৫ রানের জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৬২ রানেই অলআউট হয়ে যায় কিউয়িরা। যার নিট ফল প্রথম ইনিংসে ২৬৩ রানের লিড পেয়ে যায় ভারত।

কাইল জেমিসন সর্বোচ্চ ১৭ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ রান টম লাথামের। তাঁর সংগ্রহ ১০ রান। বাকিরা কেউ দুই অঙ্কের ঘরেই পৌঁছতে পারেননি। রবিচন্দ্রন অশ্বিন ৪ উইকেট নিয়েছেন। মহম্মদ সিরাজ নিয়েছেন ৩ উইকেট। অক্ষর প্যাটেল এবং জয়ন্ত যাদব নিয়েছেন যথাক্রমে দু'টি এবং একটি উইকেট। ৬২ রানে নিউজিল্যান্ডকে অল আউট করে ফের ব্যাট করতে নামে ভারত। দ্বিতীয় দিনের শেষে ভারতের সংগ্রহ কোনও উইকেট না হারিয়ে ৬৯ রান।

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

দুর্গাপুজোর সপ্তমীতে রাজ্যে আসছেন জেপি নড্ডা, একগুচ্ছ কর্মসূচি নিয়েই বঙ্গ সফর ষষ্ঠীর দিন মা দুর্গার সামনে খোশগল্পে মাতলেন কাজল-রানি, সাজে কে কাকে টেক্কা দিল? AFC-র দ্বিচারিতা! ইরান থেকে ম্যাচ সড়ছে ফিফা বিশ্বকাপের! অথচ শাস্তি মোহনবাগানকে… দেবী দুর্গার সামনে ‘জাস্টিস’ চাওয়ায় ৯ জনকে তুলে নিয়ে গেল পুলিশ! উত্তাল লালবাজার ‘‌কলঙ্কিতদের কম্পালসারি ওয়েটিংয়ে পাঠাতে হবে’‌, মুখ্যসচিবকে চিঠি ডাক্তারদের ‘হাইকোর্ট আমার পক্ষে রায় দিয়েছে…’, শামির বিরুদ্ধে ফের ফোঁস 'স্ত্রী' হাসিনের টেস্ট ক্রিকেটে দ্রাবিড়কে ছুঁয়ে ফেললেন জো রুট, টপকাতে পারবেন পন্টিং-সচিনকে? নবরাত্রির সপ্তম দিন মা কালরাত্রির, কোন বিশেষ নৈবেদ্যে মা হন প্রসন্ন জেনে নিন ICU-তে ভরতি রতন টাটা, শারীরিক অবস্থা গুরুতর চেয়ারম্যান এমেরিটাসের- রিপোর্ট ‘মাননীয়া, আপনিও আসুন’‌, অপর্ণা সেন–রাজ্যপাল অনশন মঞ্চে, আহ্বান মুখ্যমন্ত্রীকে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.