বাংলা নিউজ > ময়দান > LLC T20: চোখ ধাঁধানো ব্যাটিং পিটারসেনের, মিসবার এশিয়া লায়ন্সকে একা হারালেন KP
হাফ-সেঞ্চুরির পর কেভিন পিটারসেন। ছবি- টুইটার।

LLC T20: চোখ ধাঁধানো ব্যাটিং পিটারসেনের, মিসবার এশিয়া লায়ন্সকে একা হারালেন KP

৭ ওভার বাকি থাকতে ৭ উইকেটে জয় ওয়ার্ল্ড জায়ান্টসের।

ফের ব্যাট-বল হাতে মাঠে ফিরেছেন সাম্প্রতিক অতীতের মহাতারকারা। ইউসুফ পাঠান, কেভিন পিটারসেন, শোয়েব আখতারদের লড়াই দেখতে চাইবেন না, এমন কোনও ক্রিকেটপ্রেমী আছেন নাকি! লেজেন্ডস লিগ ক্রিকেটের পঞ্চম ম্যাচে সম্মুখসমরে নামে ওয়ার্ল্ড জায়ান্টস ও এশিয়া লায়ন্স। প্রথম লেগের ম্যাচে এশিয়া লায়ন্স ৬ উইকেটে পরাজিত করে ওয়ার্ল্ড জায়ান্টসকে। ফিরতি ম্যাচে মিসবাদের বিধ্বস্ত করে বদলা নেন পিটারসেনরা।

27 Jan 2022, 12:07:20 AM IST

ম্যাচের সেরা পিটারসেন

জয়সূর্যর এক ওভারে ৩টি চার ও ৩টি ছক্কা-সহ ৩০ রান তোলেন কেভিন পিটারসেন। আসগর আফগানের এক ওভারে ২টি চার ও ২টি ছক্কা মারেন তিনি। সব মিলিয়ে ৯টি চার ও ৭টি ছক্কার সাহায্যে ৩৮ বলে ৮৬ রানের চোখ ধাঁধানো ইনিংস খেলে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন পিটারসেন।

26 Jan 2022, 11:14:23 PM IST

৭ উইকেটে জয় ওয়ার্ল্ড জায়ান্টসের

এশিয়া লায়ন্সের ৭ উইকেটে ১৪৯ রানের জবাবে ব্যাট করতে নেমে ওয়ার্ল্ড জায়ান্টস ১৩ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৫২ রান তুলে ম্যাচ জিতে যায়। ৭ ওভার বাকি থাকতে ৭ উইকেটে জয় নিশ্চিত করে ড্যারিন স্যামির দল। কোরি অ্যান্ডারসন ১২.৫ ওভারে মুরলিধরনের বলে স্টাম্প আউট হন। তিনি ১টি ছক্কার সাহায্যে ৭ বলে ১০ রান করেন। ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৪ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন কেভিন ও'ব্রায়েন। ১টি বাউন্ডারির সাহায্যে ১ বলে ৪ রান করে নট-আউট থাকেন ব্র্যাড হ্যাডিন। মুরলিধরন ২২ রানে ২ উইকেট নেন।

26 Jan 2022, 10:59:34 PM IST

পিটারসেন আউট

১০.৪ ওভারে মুরলিধরনের বলে কুলশেখরার হাতে ধরা পড়েন কেভিন পিটারসেন। নিশ্চিত শতরান হাতছাড়া করেন তিনি। ৯টি চার ও ৭টি ছক্কার সাহায্যে ৩৮ বলে ৮৬ রান করে মাঠ ছাড়েন কেপি। ওয়ার্ল্ড জায়ান্টস ১২৮ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান কোরি অ্যান্ডারসন।

26 Jan 2022, 10:54:19 PM IST

১০ ওভারে দরকার ২৭ রান

জয়ের জন্য শেষ ১০ ওভারে ওয়ার্ল্ড জায়ান্টসের দরকার ২৭ রান। তারা ১০ ওভারে ১ উইকেটের বিনিময়ে ১২৩ রান তুলেছে। ৩৭ বলে ৮৬ রান করেছেন কেভিন পিটারসেন। ১৫ বলে ১৭ রান করেছেন ও'ব্রায়েন।

26 Jan 2022, 10:40:28 PM IST

২৩ বলে হাফ-সেঞ্চুরি পিটারসেনের

পিটারসেন ৬টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ২৩ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। ৭ ওভারে ওয়ার্ল্ড জায়ান্টসের সংগ্রহ ১ উইকেটে ৮৫ রান। পিটারসেন ২৮ বলে ৬৪ রান করেছেন।

26 Jan 2022, 10:32:12 PM IST

জয়সূর্যর ওভারে ৩০ রান তুললেন পিটারসেন

৪,৬,৪,৪,৬,৬, জয়সূর্যর ওভারে ৩০ রান তুললেন কেভিন পিটারসেন। পাওয়ার প্লে-র ৬ ওভারে ১ উইকেটের বিনিময়ে ৬৩ রান তুলেছে ওয়ার্ল্ড জায়ান্টস। পিটারসেন ৫টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ২২ বলে ৪৯ রান করেছেন।

26 Jan 2022, 10:19:43 PM IST

গিবসকে ফেরালেন কুলশেখরা

৩.১ ওভারে কুলশেখরার বলে জয়সূর্যর হাতে ধরা পড়েন গিবস। ২টি বাউন্ডারির সাহায্যে ১০ বলে ১২ রান করেন তিনি। ওয়ার্ল্ড জায়ান্টস ২৮ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান কেভিন ও'ব্রায়েন। ৪ ওভারে ওয়ার্ল্ড জায়ান্টসের সংগ্রহ ১ উইকেটে ৩০ রান।

26 Jan 2022, 10:09:38 PM IST

ওয়ার্ল্ড জায়ান্টসের রান তাড়া করা শুরু

ওয়ার্ল্ড জায়ান্টসের হয়ে ওপেন করতে নামেন গিবস ও পিটারসেন। এশিয়া লায়ন্সের হয়ে বোলিং শুরু করেন চামিণ্ডা ভাস। প্রথম ওভারে ২ রান তোলে জায়ান্টস। দ্বিতীয় ওভারে বোল করতে আসেন কুলশেখরা। দ্বিতীয় ওভারে ১৩ রান ওঠে। ২টি চার মারেন গিবস। ১টি চার মারেন পিটারসেন। ২ ওভার শেষে জায়ান্টসের সংগ্রহ বিনা উইকেটে ১৫ রান।

26 Jan 2022, 09:45:40 PM IST

২০ ওভারে এশিয়া লায়ন্স ১৪৯/৭

শেষ ওভারে ১৩ রান তোলে এশিয়া লায়ন্স। চামিণ্ডা ভাস ২টি বাউন্ডারির সাহায্যে ৫ বলে ১১ রান করে অপরাজিত থাকেন। কুলুবিতারানা ৩টি বাউন্ডারির সাহায্যে ২৩ বলে ২৬ রান করে অবসৃত হন। মুরলিধরন মাঠে নামলেও কোনও বল খেলার সুযোগ হয়নি তাঁর। এশিয়া লায়ন্স নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৪৯ রান তোলে। সুতরাং, জয়ের জন্য ওয়ার্ল্ড জায়ান্টেসর দরকার ১৫০ রান। এশিয়া লায়ন্সের হয়ে দিলশান ১৭, থরঙ্গা ২২, আসগর ৪১, মিসবা ১৮, কুলুবিতারানা ২৬ রান করেন। ওয়ার্ল্ড জায়ান্টসের হয়ে মর্নি মর্কেল ২৪ রানে ২টি, সাইডবটম ৩৮ রানে ২টি, পানেসর ২২ রানে ১টি, ও'ব্রায়েল ২১ রােন ১টি ও ব্রেট লি ২৭ রানে ১টি উইকেট নেন।

26 Jan 2022, 09:38:51 PM IST

রফিককে ফেরালেন ব্রেট লি

১৮.৫ ওভারে ব্রেট লির বলে ড্যারেন স্যামির হাতে ধরা পড়েন রফিক। ৫ বলে ৩ রান করে আউট হন তিনি। এশিয়া ১৩৫ রানে ৭ উইকেট হারায়। ১৯ ওভার শেষে তাদের সংগ্রহ ১৩৬/৭। ক্রিজে নতুন ব্যাটসম্যান চামিণ্ডা ভাস।

26 Jan 2022, 09:27:55 PM IST

কুলশেখরা আউট

১৭.১ ওভারে মর্নি মর্কেল বোল্ড করেন নুয়ান কুলশেখরাকে। ২ বলে ১ রান করে মাঠ ছাড়েন নুয়ান। এশিয়া লায়ন্স ১৩০ রানে ৬ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান মহম্মদ রফিক।

26 Jan 2022, 09:27:20 PM IST

আসগরকে ফেরালেন সাইডবটম

১৬.৫ ওভারে সাইডবটমের বলে এলবিডব্লিউ হন আসগর আফগান। ৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৬ বলে ৪১ রান করে সাজঘরে ফেরেন আফগান তারকার। এশিয়া লায়ন্স ১২৯ রানে ৫ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান কুলশেখরা।

26 Jan 2022, 09:16:51 PM IST

১৬ ওভারে এশিয়া লায়ন্স ১২১/৪

১৬ ওভার শেষে এশিয়া লায়ন্স ৪ উইকেটের বিনিময়ে ১২১ রান তুলেছে। ২৪ বলে ৪০ রান করেছেন আসগর আফগান। ১৩ বলে ১৬ রান করেছেন কুলুবিতারানা।

26 Jan 2022, 09:06:33 PM IST

মিসবা আউট

১২.৪ ওভারে পানেসরের বলে গিবসের হাতে ধরা পড়েন মিসবা উল হক। ৩টি বাউন্ডারির সাহায্যে ২১ বলে ১৮ রান করেন মিসবা। এশিয়া লায়ন্স ১০০ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান কুলুবিতারানা।

26 Jan 2022, 08:54:07 PM IST

১০ ওভারে এশিয়া লায়ন্স ৮৪/৩

অর্ধেক ইনিংস অতিক্রান্ত। ১০ ওভার শেষে এশিয়া লায়ন্স ৩ উইকেটের বিনিময়ে ৮৪ রান তুলেছে। ১৫ বলে ৩৬ রান করেছেন আসগর আফগান। তিনি ৬টি চার ও ১টি ছক্কা মেরেছেন। মিসবা ৭ বলে ২ রান করেছেন।

26 Jan 2022, 08:42:22 PM IST

থরঙ্গাকে ফেরালেন ও'ব্রায়েন

৭.৫ ওভারে ও'ব্রায়েনের বলে এলবিডব্লিউ হলেন উপুল থরঙ্গা। ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৪ বলে ২২ রান করে মাঠ ছাড়েন তিনি। এশিয়া লায়ন্স দলগত ৬৬ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান মিসবা উল হক।

26 Jan 2022, 08:35:29 PM IST

পাওয়ার প্লে-র ৬ ওভারে এশিয়া ৫০/২

পাওয়ার প্লে-র ৬ ওভারে এশিয়া লায়ন্স ২ উইকেট হারিয়ে ৫০ রান তুলেছে। মর্কেলের ওভারে পরপর তিনটি চার মারেন আসগর। থরঙ্গা ১৪ ও আসগর ১৩ রানে ব্যাট করছেন।

26 Jan 2022, 08:25:43 PM IST

সাজঘরে ফিরলেন জয়সূর্য

৪.১ ওভারে সাইডবটমের বলে স্যামির হাতে ধরা পড়েন জয়সূর্য। ৯ বলে ৩ রান করেন তিনি। এশিয়া লায়ন্স ২৩ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান আসগর আফগান। প্রথম বলে উইকেট নেওয়া সত্ত্বেও সাইডবটম ওভারে ১৪ রান খরচ করেন। ২টি চার ও ১টি ছক্কা মারেন থরঙ্গা। ৫ ওভার শেষে এশিয়ার স্কোর ৩৭/২। থরঙ্গা ১৪ রানে ব্যাট করছেন। 

26 Jan 2022, 08:20:53 PM IST

দিলশান আউট

৩.৫ ওভারে মর্নি মর্কেলের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিলকরত্নে দিলশান। ৩টি বাউন্ডারির সাহায্যে ১৫ বলে ১৭ রান করে আউট হন তিনি। এশিয়া লায়ন্স ২৩ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান উপুল থরঙ্গা।

26 Jan 2022, 08:15:53 PM IST

৩ ওভারে লায়ন্স ১৮/০

৩ ওভার শেষে এশিয়া লায়ন্স কোনও উইকেট না হারিয়ে ১৮ রান তুলেছে। তৃতীয় ওভারে ব্রেট লি ১০ রান খরচ করেন। ২টি বাউন্ডারি মারেন দিলশান। দিলশান ১৩ ও জয়সূর্য ২ রানে ব্যাট করছেন।

26 Jan 2022, 08:02:19 PM IST

ম্যাচ শুরু

এশিয়া লায়ন্সের হয়ে ওপেন করতে নামেন জয়সূর্য ও দিলশান। ওয়ার্ল্ড জায়ান্টসের হয়ে বোলিং শুরু করেন ব্রেট লি। প্রথম ওভারে ৪ রান ওঠে।

26 Jan 2022, 08:00:38 PM IST

ওয়ার্ল্ড জায়ান্টসের প্রথম একাদশ

কেভিন পিটারসেন, হার্শেল গিবস, কেভিন ও'ব্রায়েন, কোরি অ্যান্ডারসন, ব্র্যাড হ্যাডিন (উইকেটকিপার), অ্যালবি মর্কেল, ড্যারেন স্যামি (ক্যাপ্টেন), ব্রেট লি, মর্নি মর্কেল, রায়ান সাইডবটম ও মন্টি পানেসর।

26 Jan 2022, 07:57:48 PM IST

এশিয়া লায়ন্সের প্রথম একাদশ

সনৎ জয়সূর্য, উপুল থরঙ্গা, তিলকরত্নে দিলশান, আসগর আফগান, মিসবা উল হক (ক্যাপ্টেন), রমেশ কুলুবিতারনা (উইকেটকিপার), নুয়ান কুলশেখরা, মহম্মদ রফিক, দিলহারা ফার্নান্ডো, চামিণ্ডা ভাস ও মুথাইয়া মুরলিধরন।

26 Jan 2022, 07:35:16 PM IST

টস জিতল ওয়ার্ল্ড জায়ান্টস

এশিয়া লায়ন্সের বিরুদ্ধে লেজেন্ডস লিগ ক্রিকেটের ফিরতি ম্যাচে টস জিতল ওয়ার্ল্ড জায়ান্টস। টস জিতে জায়ান্টস অধিনায়ক ড্যারেন স্যামি প্রথমে ব্যাটস করার আমন্ত্রণ জানান এশিয়া লায়ন্সকে। সুতরাং, লিগের পঞ্চম ম্যাচে রান তাড়া করবেন স্যামিরা।

26 Jan 2022, 06:48:25 PM IST

গত চার ম্যাচের ফলাফল

প্রথম ম্যাচে ইন্ডিয়া মহারাজাস ৬ উইকেটে পরাজিত করে এশিয়া লায়ন্সকে।দ্বিতীয় ম্যাচে এশিয়া লায়ন্স ৬ উইকেটে হারিয়ে দেয় ওয়ার্ল্ড জায়ান্টসকে।তৃতীয় ম্যাচে ওয়ার্ল্ড জায়ান্টস ৩ উইকেটে জয় তুলে নেয় ইন্ডিয়া মহারাজাসের বিরুদ্ধে।চতুর্থ ম্যাচে এশিয়া লায়ন্স ৩৬ রানে পরাজিত করে ইন্ডিয়া মহারাজাসকে।

26 Jan 2022, 06:47:26 PM IST

কোন চ্যানেলে দেখা যাবে খেলা?

ভারতে সোনি টেন-১ (ইংরাজি), সোনি টেন-৩ (হিন্দি) চ্যানেলে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার। SonyLIV অ্যাপ ও ওয়েবসাইটে দেখা ম্যাচের যাবে অনলাইন স্ট্রিমিং। এছাড়া ম্যাচের যাবতীয় আপডেট পাবেন হিন্দুস্তান টাইমস বাংলায়।

26 Jan 2022, 06:46:19 PM IST

কখন শুরু ম্যাচ?

ভারতীয় সময় অনুযায়ী রাত ৮টায় শুরু হবে চলতি লেজেন্ডস লিগ ক্রিকেটের পঞ্চম ম্যাচ। দুই অধিনায়ক টস করতে নামবেন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।

26 Jan 2022, 06:43:41 PM IST

বদলে গেল সূচি

শেষ মুহূর্তে লেজেন্ডস লিগ ক্রিকেটের ক্রীড়াসূচি বদলে দেওয়া হয়। ২৬ জানুয়ারি ইন্ডিয়া মহারাজাসের মাঠে নামার কথা ছিল ওয়ার্ল্ড জায়ান্টসের বিরুদ্ধে। তবে পরিবর্তিত সূচি অনুযায়ী বুধবার ওয়ার্ল্ড জায়ান্টস মাঠে নামছে এশিয়া লায়ন্সের বিরুদ্ধে। ২৭ জানুয়ারি ইন্ডিয়া মহারাজাস শেষ লিগ ম্যাচে মাঠে নামবে ওয়ার্ল্ড জায়ান্টসের বিরুদ্ধে। সুতরাং, লিগের শেষ দু'টি ম্যাচের সূচিকে এতে অপরের সঙ্গে বদলে দেওয়া হয়।বদলে যাওয়া সূচি:-
২৬ জানুয়ারি: ওয়ার্ল্ড জায়ান্টস বনাম এশিয়ান লায়ন্স (রাত ৮টা)।
২৭ জানুয়ারি: ওয়ার্ল্ড জায়ান্টস বনাম ইন্ডিয়া মাহারাজাস (রাত ৮টা)।
২৯ জানুয়ারি: ফাইনাল (রাত ৮টা)। 

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

মিঠুন-বিতর্কে কুণালের নিশানায় দেব! কল্যান-কাঞ্চনের পর ফের কোন্দল টিএমসি-তে সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে শনিবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে শনিবার? জানুন রাশিফল হেরেও দুইয়ে কলকাতা, KKR vs PBKS ম্যাচের পরে IPL 2024-এর পয়েন্ট তালিকা ছক্কার ছড়াছড়ি, ৪ ওপেনারের ৫০, ইডেনের KKR vs PBKS ম্যাচের ৫টি সর্বকালীন রেকর্ড প্রথম সল্ট-নারিন ঝড়, পরে প্রভসিমরন-বেয়াস্টো সুনামি, চার ওপেনার মিলে লিখলেন নজির ২৬২ তাড়া করে জয়, T20-তে ইতিহাস PBKS-এর, IPL-এও RR-এর নজির ভেঙে হল নয়া রেকর্ড সাজেশন পড়া ক্যাপ্টেন্সি, জঘন্য বোলিং- কোন কোন কারণে ২৬১ রান তুলেও হারল KKR? মোদীকে ভোটপ্রক্রিয়া থেকে দূরে রাখুন, আবেদন দিল্লি হাইকোর্টে, কারণটা কী? সামনেই আদৃত-কৌশাম্বির বিয়ে, এদিকে সৌমিতৃষা লিখলেন, ‘মনে খারাপ, মুখে মিষ্টি…'

Latest IPL News

স্বার্থপর পুরো! রিঙ্কুর আগে নেমে রোষের মুখে KKR-র শ্রেয়স, রেহাই পেলেন না গম্ভীরও গ্যালারিতে বল গেল ১৮বার, আইপিএলের ইতিহাসে ইডেনে সর্বোচ্চ ২৬১ রান তুলল কেকেআর একই IPL-এ প্রথমবার ৩ অর্ধশতরান নারিনের! অরেঞ্জ ক্যাপের তালিকায় দুইয়ে বয়স বাড়ছে,তাই তরুণদের সুযোগ দেওয়া উচিত, বিরাট-রোহিতদের বার্তা যুবরাজের বিশ্বকাপ ফাইনালের ব্যাটে স্প্রিং লাগানো ছিল? অবশেষে জবাব দিলেন রিকি পন্টিং IPL-এর গত মরশুমে ৯০০-এর কাছাকাছি রান করেও যদি দলে সুযোগ না পাই… বার্তা শুভমনের হার্দিক নয়, বিশ্বকাপে এই ধ্বংসাত্মক অল-রাউন্ডারকে চাইই চাই ভারতের, দাবি যুবরাজের আমাকে একটা বল তো খেলতে দাও:- বাবরদের অনুশীলনে কাতর আবেদন পাকিস্তানের নির্বাচকের নাইট রাইডার্সে নিশাচর প্রাণী,দিনে ঘুমোয়,রাতে জাগে, কাদের কথা বললেন ওয়াসিম আক্রম? বেটিং অ্যাপে IPL স্ট্রিমিং! তামান্নাকে সমন মহারাষ্ট্র সাইবার সেলের;এড়ালেন সঞ্জু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.