শুভব্রত মুখার্জি: শুটিংয়ের টুর্নামেন্ট চলাকালীন ঘটল এক বড় দুর্ঘটনা। চেন্নাইতে শুটিংয়ের এক টু্র্নামেন্ট চলছিল। সেখানেই ঘটে গিয়েছে এক অনভিপ্রেত ঘটনা। এক নবীন প্রতিভাবান বাঙালি শুটারের বন্দুক থেকে হঠাৎ করেই বেরিয়ে যায় একটি বুলেট। যা সরাসরি গিয়ে লাগে তার ফিজিওর চোয়ালে। চাপের চোটে ফেটে গিয়েছে ফিজিওর চোয়াল। বন্দুকের ব্যারেল থেকে বেরিয়ে আসা পেলেট প্রাণঘাতীও হতে পারত। ভাগ্য ভালো এবারের ফাড়া কেটেছে চোয়ালের উপর দিয়ে। তবে এই ঘটনা কিন্তু বারবার ঘটাতে উদ্বিগ্ন সকলেই।
জরুরী ভিত্তিতে ফিজিওথেরাপিস্টকে নার্সিংহোমে ভর্তি করা হয়। পরীক্ষা নিরীক্ষার পরে জানা যায় তাঁর চোয়ালের হাড় সরে গিয়েছে। ফলে তাঁকে অপারেশন করানো হয়। ভারতীয় শুটিংয়ের জন্য এই ঘটনা খুব উদ্বেগজনক। এই নিয়ে সাম্প্রতিক সময়ে তিনবার এই ধরনের ঘটনা ঘটল। এই দিনের ঘটনায় পেলেট একেবারে চোয়াল এফোড়-ওফোড় করে দেয়।
আরও পড়ুন… IND vs ENG: ৯ মাস পর বল হাতে নিয়েই বেন স্টোকসের জাদু, হতভম্ব রোহিত শর্মা, দেখুন ভিডিয়ো
অপারেশন করে সেই পেলেট বের করা হয়েছে। এর আগে একটি ঘটনায় নিজের পিস্তলের সিলিন্ডারে গ্যাস ভরতে গিয়ে বিস্ফোরণের ফলে নিজের বুড়ো আঙুল হারিয়েছিলেন এক শুটার। অপর দিকে বাংলার মহিলা শুটার নিজের হোটেল রুমেই নিজের ফিজিওকে এ দিন ভুলবশত একেবারে গুলি চালিয়ে দিয়েছেন।
পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলার কোচ কোয়েলি মিট্টার বলেছেন, ‘একেবারে দুর্ভাগ্যজনক ঘটনা। দুর্ঘটনার ফলে এই ঘটনা ঘটেছে। শুটার নিজের বন্দুক পরিষ্কার করছিলেন। হঠাৎ করেই ফিজিও সেখানে চলে আসেন। নিঃসন্দেহে এই ভুলটা শুটারের ভুল। আমি বলব শুটারের আরও বেশি যত্নশীল হওয়া উচিত ছিল। তবে এই ঘটনা একটা দুর্ঘটনা। কোচ হঠাৎ করেই বন্দুকের সামনে এসে পড়েন। রাতের দিকে ঘটে যায় ঘটনাটি। আমি আশা করছি ফিজিও ভালো আছেন। আমরা তাঁকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাই। চোয়ালে একটি অপারেশন করা হয়েছে।’ ফিজিওর হাসপাতালের সমস্ত খরচ বহন করেছেন ওই শুটারের বাবা-মা। মিট্টার জানিয়েছেন নিয়মিতভাবে তাঁরা শুটারদের কাউন্সেলিং করান। কীভাবে সমস্ত নিরাপত্তার দিকটি সুনিশ্চিত করতে হবে তা শেখান। তিনি আরও জানিয়েছেন জাতীয় রাইফেল ফেডারেশন এবং রাজ্য শুটিং ফেডারেশনকে গোটা ঘটনা বিস্তারে জানানো হয়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।