কেকেআরের হয়ে আইপিএলে রং ছড়াতে না পারলেও উদ্বোধনী লঙ্কা প্রিমিয়র লিগে স্বমহিমায় আন্দ্রে রাসেল। কলম্বো কিংসকে তাদের দ্বিতীয় ম্যাচে একার হাতে জেতালেন ক্যারিবিয়ান অল-রাউন্ডার।
সচরাচর মিডল অর্ডারে ব্যাট করলেও ২০ ওভারের ম্যাচ যখন বৃষ্টির জন্য কমে দাঁড়ায় ৫ ওভার প্রতি ইনিংসে, তখন শুরু থেকেই মঞ্চ প্রস্তুত থাকে রাসেলের মতো ধ্বংসাত্মক ব্যাটসম্যানের জন্য। কলম্বো অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউজ সঠিক পদক্ষেপ নেন এক্ষেত্রে। গল গ্ল্যাডিয়েটর্সের বিরুদ্ধে রাসেলকে ওপেন করতে পাঠান তিনি।
দ্রে রাস ৮টি চার ও ৩টি ছক্কার সাহায্যে মাত্র ১৪ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। শেষ পর্যন্ত ৯টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ১৯ বলে ৬৫ রান করে অপরাজিত থাকেন রাসেল। কলম্বো নির্ধারিত ৫ ওভারে ১ উইকেটের বিনিময়ে ৯৬ রান তোলে। রাসেলকে সঙ্গে দিয়ে ইভান্স অপরাজিত থাকেন ১০ বলে ২১ রান করে।
পালটা ব্যাট করতে নেমে গল গ্ল্যাডিয়েটর্স ৫ ওভারে ২ উইকেটের বিনিময়ে ৬২ রান তোলে। গুনতিলকে ৩০ রানে অপরাজিত থাকেন। আফ্রিদি ১২ রান করে আউট হন। ৩৪ রানের ব্যবধানে ম্যাচ জিতে যায় কলম্বো কিংস। ম্যাচের সেরা হন রাসেল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।