বাংলা নিউজ > ময়দান > Viral Video: ২২ গজে এমন ঘটনা এর আগে দেখেনি ক্রিকেট বিশ্ব

Viral Video: ২২ গজে এমন ঘটনা এর আগে দেখেনি ক্রিকেট বিশ্ব

অন্য দিকে ঘুরে তাকিয়ে আছেন আম্পায়ার। ছবি- টুইটার 

২২ গজে অনেক মজার ঘটনা দেখা গিয়েছে। কিন্তু এমন ঘটনা দেখা যায়নি। বোলার বল করলেন, ব্যাটার ব্যাট করলেন কিন্তু আম্পায়ার তা দেখতেই পেলেন না। এমনই মজার ঘটনা ঘটেছে দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড প্রথম ওডিআই ম্যাচে। 

এমন ঘটনা হয়ত ক্রিকেট ইতিহাসে এই প্রথমবার। বোলার বল করলেন, ব্যাটার ব্যাট করলেন কিন্তু আম্পায়ার অন্য দিকে ঘুরে দাঁড়িয়ে রইলেন। শুনে একটু অবাক লাগল তাই না? এমনই ঘটনা ঘটেছে দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড প্রথম ওডিআই ম্যাচে।

ম্যাচের ২৪ তম ওভারে বল করতে আসেন দক্ষিণ আফ্রিকার জোরে বোলার এনরিখ নরকিয়া। লেগ আম্পায়ার হিসাবে দাঁড়িয়ে থাকা অভিজ্ঞ আম্পায়ার মারাইস এরাসমাস ডেলিভারি দেখতে ভুলে গেলেন। ব্যাটারের দিকে পিছন ফিরে দাঁড়িয়ে রইলেন তিনি। বুঝতেই পারলেন না বোলার বল করে ফেলেছেন। সেই সময় তাঁর হাতে কিছু ছিল যার দিকে এরাসমাস তাকিয়ে ছিলেন।

৫৮ বছর বয়সী এরাসমাস ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা আম্পায়ারদের মধ্যে একজন। তিনি আইসিসির আম্পায়ারদের এলিট প্যানেলের গুরুত্বপূর্ণ সদস্য। অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ দক্ষ হাতে সামলেছেন তিনি।

কিন্ত এমন ঘটনায় অবাক অনেকেই। তবে ম্যাচ চলাকালীন অনেক মজার ঘটনা ঘটতে দেখা যায়। এটাও তার মধ্যে অন্যতম। আর এই ভিডিও মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। অবশ্য এই ঘটনার পর নিজের ভুল বুঝতে পারেন তিনি। ম্যাচের প্রায় সব ক্যামেরায় তাঁর এই ঘটনা ধরা পড়ে। মুহূর্তের মধ্যে এই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। নেটিজেনদের মধ্যে হাসির রোল ওঠে।

তবে এমন ঘটনায় বেশ কিছুটা হলেও অস্বস্তিতে পড়লেন এরাসমাস। কারণ এরাসমাস ক্রিকেট বিশ্বের একজন অন্যতম সফল সম্মানীয় আম্পায়ার হিসেবে সবার কাছে পরিচিত। তাঁর এমন ঘটনা অনেকেই ভালো নজরে দেখেনি। আবার অনেকেই মজার ঘটনা হিসাবে দেখতে শুরু করেছে।

ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ ছিল এটি। দক্ষিণ আফ্রিকা ২৭ রানে জয়ী হয়। ১-০ এগিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। সাত উইকেট হারিয়ে ২৯৮ রান সংগ্রহ করে তারা। জবাবে ব্যাট করতে নেমে জোস বাটলারের দল ২৭১ রানে অলআউট হয়ে যায়। ৫৬ বলে ৫৩ রান করেন ডেভিড মিলার। ম্যাচে ৯ ওভারে ৪৬ রান দিয়ে তিন উইকেট তুলে নেন সিসান্দা। ম্যাচের সেরার পুরস্কার পান তিনি।

বন্ধ করুন