বাংলা নিউজ > ঘরে বাইরে > Air India Baggage Policy: এবার এয়ার ইন্ডিয়াতেও ১৫ কেজির বেশি মাল নিয়ে যেতে টাকা লাগবে!

Air India Baggage Policy: এবার এয়ার ইন্ডিয়াতেও ১৫ কেজির বেশি মাল নিয়ে যেতে টাকা লাগবে!

এয়ার ইন্ডিয়া (ফাইল ছবি)

Air India Baggage Policy: এয়ার ইন্ডিয়া বিনামূল্যে চেক-ইন ব্যাগেজের সীমা ২০ এবং ২৫ কেজি থেকে কমিয়ে ১৫ কেজি করেছে। হঠাৎ এমন সিদ্ধান্তের কারণ কী?

নিয়মিত যাত্রীদের বড় ধাক্কা দিয়েছে এয়ার ইন্ডিয়া। বিমানে যাতায়াতকারী যাত্রীদের এখন থেকে আগের চেয়ে পাঁচ কেজি কম ওজন নিয়ে যাতায়াত করতে হবে। অন্যথায় অতিরিক্ত ওজনের জন্য তাদের আলাদাভাবে অর্থ প্রদান করতে হবে। প্লেনে ওঠার জন্য লাগেজের ওজনের সীমা কমিয়েছে লোকসানে থাকা এয়ার ইন্ডিয়া। বিনামূল্যে চেক-ইন ব্যাগেজের সীমা ২০ কেজি থেকে কমিয়ে ১৫ কেজি করা হয়েছে। যদিও বর্তমানে অভ্যন্তরীণ ফ্লাইটে এই ব্যবস্থা চালু করেছে এয়ার ইন্ডিয়া। তাই, এটি সেই সমস্ত যাত্রীদের সমস্যার কারণ হতে পারে যাঁরা বিনামূল্যে এতদিন ২০ কেজি পর্যন্ত ওজনের লাগেজ নিয়ে প্লেনে উঠতেন। টাটা গ্রুপের মালিকানাধীন এয়ার ইন্ডিয়া কোম্পানি গত বছর একটি মেনু-ভিত্তিক মূল্যের মডেল এনেছিল, তার ভিত্তিতেই এই পরিবর্তন করা হয়েছে।

আগে ২৫ কেজি পর্যন্ত লাগেজ বহনের অনুমতি দেওয়া হয়েছিল

উল্লেখ্য, মেনু ভিত্তিক মূল্য নির্ধারণের মডেল বাস্তবায়নের আগে, এয়ার ইন্ডিয়ার দেশের ভিতরের ফ্লাইটে যাত্রীদের ২৫ কেজি পর্যন্ত ওজনের হ্যান্ড লাগেজ বহন করতে দিত, কোনও চার্জ ছাড়াই। কিন্তু এখন সেই সীমা ১৫ কেজিতে নেমে এসেছে। এয়ার ইন্ডিয়ার মতো একইভাবে ইন্ডিগো, ভিস্তারা এবং স্পাইসজেট-এর মতো সংস্থাগুলি সহ অন্যান্য এয়ারলাইনগুলিও তাদের যাত্রীদেরও বিনামূল্যে মাত্র ১৫ কেজি হ্যান্ড লাগেজ বহন করার অনুমতি দেয়।

  • ভাড়ায় ১০০০ টাকা পর্যন্ত পার্থক্য থাকবে

 এয়ার ইন্ডিয়ার মুখপাত্র এই পরিবর্তনের কথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন যে ২ মে থেকে, কমফোর্ট এবং কমফোর্ট প্লাস ক্যাটাগরির জন্য ফ্রি চেক-ইন ব্যাগেজ ভাতা যথাক্রমে ২০ কেজি এবং ২৫ কেজি থেকে কমিয়ে ১৫ কেজি করা হয়েছে। ইকোনমি ক্লাসে অভ্যন্তরীণ রুটে, যাত্রীরা এখন বিনামূল্যে শুধুমাত্র ১৫ কেজি পর্যন্ত ওজনের লাগেজই বহন করতে পারবেন। এয়ারলাইন্স ভাড়া সংক্রান্ত তথ্যও দিয়েছে। মুখপাত্র বলেছেন যে কমফোর্ট প্লাস এবং ফ্লেক্সের ভাড়ার মধ্যে প্রায় ১০০০ টাকার পার্থক্য থাকবে এবং ফ্লেক্সের যাত্রীরা প্রায় ৯০০০ টাকা দিলে তাঁরা ১০ কেজি পর্যন্ত ওজনের অতিরিক্ত লাগেজ বহন করতে সক্ষম হবেন। এককথায় বলা যায়, এবার থেকে এয়ার ইন্ডিয়ার সবচেয়ে সস্তা ফ্লাইট টিকিটেই যাত্রীরা মাত্র ১৫ কেজি পর্যন্ত লাগেজ বহন করতে পারবেন।

  • DGCA নিয়ম কী বলে

বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক ডিজিসিএ আদেশ দেয় যে বিমান সংস্থাগুলিকে যাত্রীদের ন্যূনতম ১৫ কেজি বিনামূল্যের চেক-ইন ব্যাগ বহন করার অনুমতি দিতে হবে। এয়ার ইন্ডিয়া 'ইকোনমি ফ্লেক্স'-এর অধীনে উচ্চ ভাড়া প্রদানকারী যাত্রীদের ২৫ কেজি পর্যন্ত হ্যান্ড লাগেজ বহন করার অনুমতি দেবে এবং তাদের টিকিটে কোনও পরিবর্তনের চার্জের মতো অন্যান্য সুবিধাও দেবে।

পরবর্তী খবর

Latest News

বিরাট সাফল্য! ছত্তিশগড়ের জঙ্গলে নিরাপত্তাবাহিনীর হাতে খতম অন্তত ৩০ মাওবাদী পুজোর দিনেও বাড়ির আনাচে কানাচে পিঁপড়ের উৎপাত? রেহাই দেবে এই সহজ ঘরোয়া উপায় রান্নাঘরে সিঙ্কের তলায় এসব কেউ জমায়! পুজোয় ঘর সাফাইয়ের গোড়ায় কী কী ফেলে দেবেন ‘রাতে আমার বেডরুমে…’, বলিউডের প্রথম সারির নায়কের হাতে হেনস্থার শিকার হন মল্লিকা ‘‌আমি দশ বছর ধরে লড়াই করছি’‌, বাংলা ভাষা ধ্রুপদী ভাষার স্বীকৃতি নিয়ে দাবি মমতার আগামিকাল কেমন কাটবে? ভাগ্যের আকাশ উজ্জ্বল থাকবে? জানুন ৫ অক্টোবরের রাশিফল ‘রক্তের ফোয়ারা দেখলাম...’ নিজের দুর্ঘটনা ঠিক কেমন ছিল? কী বললেন গোবিন্দা স্বয়ং? হুমকি চিঠি পেয়ে দুর্গাপুজো বাতিল করছেন বাংলাদেশি হিন্দুরা, ভারতের বার্তা... পুজো উদ্বোধনে গিয়ে ছবি আঁকলেন মুখ্যমন্ত্রী, দর্শক সুদীপার ছেলে,কী বলছে নেটপাড়া? অনিয়মিত তো বটেই, নিয়মিত পিরিয়ড হলেও হতে পারে PCOD, কী করবেন তাহলে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.