তাঁর বোলিং স্টাইলের সঙ্গে হুবহু মিল রয়েছে লাসিথ মালিঙ্গার। সেই বোলিং অ্যাকশন, ইয়র্কার সবকিছুতেই যেন শ্রীলঙ্কান কিংবদন্তির ছোয়া রয়েছে। তাঁর বোলিং দেখে অনেকেই মালিঙ্গার কথা মনে করছেন। তিনি মাথিশা পাথিরানা। এবারের আইপিএলে বল হাতে বেশ নজর কেড়েছেন তিনি। শুধু তাই নয়, বিপক্ষ দলের ব্যাটারদের রাতের ঘুম কেড়ে নিয়েছেন এই লঙ্কান পেসার। তরুণ এই ক্রিকেটারের প্রশংসায় প্রাক্তন থেকে বর্তমানরা।
শ্রীলঙ্কার তরুণ এই ক্রিকেটার যেমন ইয়র্কার দিতে পারেন, ঠিক তেমনই বেশ গতিতে বল করতে পারেন। যা দেখে অনেকেই মনে করছেন মালিঙ্গার থেকেও ভালো বোলার হয়ে ওঠার ক্ষমতা রয়েছে এই পাথিরানার। এবারের আইপিএলে এখনও পর্যন্ত ৬টি ম্যাচ খেলেছেন শ্রীলঙ্কার তরুণ এই পেসার। এই ৬ ম্যাচের মধ্যে তিনি নিয়েছেন ৭টি উইকেট। এই মুহূর্তে ফর্মেই রয়েছেন তিনি। আইপিএল শেষ হতে এখনও বেশ কয়েকটি ম্যাচ রয়েছে। মনে করা হচ্ছে তিনি তাঁর ঝুলিতে আরও বেশ কয়েকটি উইকেট তুলে নিতে সক্ষম হবেন।
এবার পাথিরানার প্রশংসায় নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার স্কট স্টাইরিস। তিনি মনে করেন পাথিরানা মালিঙ্গার থেকেও ভালো পেসার হয়ে উঠতে পারেন। এক সাক্ষাৎকারে পাথিরানার সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, 'পাথিরানা যেভাবে বল করছে, ও নিজেকে যদি এই ভাবে ধরে রাখতে পারে তাহলে লাসিথ মালিঙ্গার থেকেও ভালো বোলার হয়ে ওঠার ক্ষমতা রয়েছে। বিশেষ করে ওর বলের গতি রয়েছে। আরও একটু গতি বাড়িয়ে ১৪৫-১৪৬ কিমি বল করতে পারলে ভালো হবে। ফলে ও যদি এই গতি এবং ঠিক ঠাক লেন্থ বজায় রাখতে পারে তাহলে মালিঙ্গার থেকে ভালো বোলার হয়ে ওঠা সম্ভব।'
এখানেই থেমে থাকেননি প্রাক্তন এই কিউই ক্রিকেটার। তিনি আরও বলেছে, 'মালিঙ্গা কিংবদন্তি ক্রিকেটার তা নিয়ে কোনও সন্দেহ নেই। তবে পাথিরানা এখনই মালিঙ্গার মতো হয়ে উঠতে পারেনি। ওকে বলের গতি আরও বাড়াতে হবে। সেই জায়গায় নিজেকে নিয়ে যেতে হবে। আরও বেশি করে পরিশ্রম করতে হবে। ভালো ইয়র্কার দেওয়াও শিখতে হবে। আমার ধারণা আইপিএল থেকে ও অনেক কিছু শিখতে পারবে এবং অভিজ্ঞতা সঞ্চার করতে পারবে। তবে আমি বলব মালিঙ্গা যখন ১৪৫ কিমি গতিতে বল করত তখনই সেরা ফর্মে ছিল। তবে আমি চাইব পাথিরানাও একদিন সেই গতিতেই বল করবে।'
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl )
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।