শুভব্রত মুখার্জি : শেষ কয়েক বছরে ভারতীয় ব্যাডমিন্টন যেন এক রেনেসাঁর সাক্ষী থেকেছে। পুরুষ হোক কিংবা মহিলা বিভাগে প্রতি বিভাগেই উঠে এসেছেন একাধিক বিশ্বমানের শাটলার। অলিম্পিক্স থেকে শুরু করে এশিয়ান গেমস সবক্ষেত্রেই দেশের হয়ে পদক জিতেছেন শাটলাররা। মহিলা বিভাগে শেষ কয়েক বছরে ভারতের হয়ে বিশ্বমঞ্চকে মাতিয়েছেন পিভি সিন্ধু এবং সাইনা নেহওয়াল। অলিম্পিক গেমসে পদক জিতেছেন এই দুই শাটলার। পিভি সিন্ধু তো আবার ভারতের হয়ে জোড়া অলিম্পিক্স পদক জিতেছেন। সেই মেয়েদের ব্যাডমিন্টনেই নাকি আগামী কয়েক বছরে কোন সিঙ্গেলস শাটলার নাও পেতে পারে ভারত! এমনটাই দাবি করেছেন তারকা শাটলার সাইনা নেহওয়াল।
এশিয়ান গেমসে ভারতীয় শাটলারের ভালো পারফরম্যান্সের পরে সাইনা জানিয়েছেন ভারতের পক্ষে সবথেকে আশঙ্কার বিষয় হল পিভি সিন্ধুর পরবর্তীতে মহিলাদের সিঙ্গেলসে তেমন কোন শাটলার আর নেই। তাঁকে প্রশ্ন করা হয়েছিল এমনকি কেউ নেই যে পিভি সিন্ধু অথবা সাইনা নেহওয়ালের মতন ৫০ শতাংশও খেলতে পারবেন? যার উত্তরে সাইনা বলেন, ‘এই মুহূর্তে আমার উত্তর হল না। আমার, সিন্ধুর এবং বর্তমান জেনারেশনের মধ্যে আকাশ-পাতাল (জমিন-আসমান) ফারাক রয়েছে। আমার মতে আমাদের মতন একজন সিঙ্গেলস খেলোয়াড় পেতে ভারতের আরও ৪-৫ বছর সময় লাগতে পারে।’
সম্প্রতি দক্ষিণ ভারতীয় প্রিমিয়ার ব্যাডমিন্টন কোচিং অ্যাকাডেমির মেন্টর হিসেবে দায়িত্ব নিয়েছেন সাইনা। স্বামী পারুপল্লি কাশ্যপ এবং আরএমভি গুরুসাই দত্ত ও তাঁর সঙ্গে একসঙ্গে এই মেন্টরের দায়িত্ব পালন করবেন। প্রাক্তন দুই শাটলার বিজয় ল্যান্সি এবং অনুপ শ্রীধর মিলে এই অ্যাকাডেমি চালু করেছেন। সাইনার মতে বর্তমানে যারা খেলছে তাদের কারুর অলরাউন্ড খেলা নেই। সবাই রালি গেমে বিশ্বাসী। তিনি যোগ করেন, ‘আমি এবং সিন্ধু আমরা দুজনেই আক্রমণাত্মক শাটলার। আমাদের মধ্যে এই ক্ষমতা থাকলেও বর্তমান শাটলারদের মধ্যে সেই ক্ষমতার অভাব রয়েছে। তারা রালি গেমের উপর নির্ভরশীল। রালি খেলাটা খুব ভালো। কিন্তু এর পাশাপাশি অলরাউন্ড খেলার সামর্থ্যও থাকা উচিত। সেটা থাকলেই আন্তর্জাতিক মঞ্চে শিরোপা জয় সম্ভব হবে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।