HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > ময়দান > MI vs DC, WPL 2023-ম্যাচের সেরা বাংলার সাইকা, দিল্লিকে হারিয়ে শীর্ষস্থানে মুম্বই

MI vs DC, WPL 2023-ম্যাচের সেরা বাংলার সাইকা, দিল্লিকে হারিয়ে শীর্ষস্থানে মুম্বই

আট উইকেটে মেগ ল্যানিংয়ের দলকে হারিয়ে ম্যাচ জিতল হরমনপ্রীতের মুম্বই। কীভাবে এল এই সহজ জয়, ম্যাচের সব বড় আপডেটের জন্য একঝলকে পড়ে নিন HT বাংলার লাইভ আপডেটে। জেনে নিন কারা জিতে এগিয়ে যায় এই টুর্নামেন্টে ফাইনালে যাওয়ার পথে। 

ফের অনবদ্য সাইকা

মহিলা প্রিমিয়া লিগে টেবল টপারদের লড়াই দেখল ক্রিকেটপ্রেমীরা। তবে আকর্ষক নয়, কার্যত ম্যাড়ম্যাড়ে লড়াই হল এদিন। দিল্লির ব্যাটিং অর্ডারের যে দুর্বলতা আছে, এদিন সেটা সর্বসমক্ষে বেআব্রু করে দিল মুম্বইয়ের তারকা বোলিং অ্যাটাক।প্রথমে ব্যাট করে ১৮ ওভারে ১০৫ করে অল আউট হয়েছে দিল্লি ক্যাপিটালস। মাত্র ১৫ ওভারেই দুই উইকেট হারিয়ে সেই টার্গেটে পৌঁছে গেল মুম্বই ইন্ডিয়ানস। পরপর তিনটি ম্যাচ জিতে ফাইনালে যাওয়ার পথটা অনেকটাই প্রশস্ত করে ফেলল হরমনপ্রীতের দল। 

 

09 Mar 2023, 10:41 PM IST

সেরা প্লেয়ার সাইকা

ল্যানিং, শেফালি ও জেমিকে আউট করার জন্য ম্যাচের সেরা বাংলার সাইকা। রীতিমত উল্লসিত তিনি এই ম্যাচের সেরা হওয়ার পর। তাঁর কথায়, দারুণ লাগছে, মনে হচ্ছে স্বপ্ন। টিম ম্যানেজমেন্টের সহায়তা পাওয়াতেই এত ভালো পারফরমেন্স হচ্ছে বলে জানান তিনি। আপাতত তিন ম্যাচে নয় উইকেট বেগুনি টুপির মালকিন কলকাতার সাইকা ইশাক। 

09 Mar 2023, 10:37 PM IST

বোলারদের প্রশংসায় হরমন

বোলাররা যে সবাই পরিকল্পনা অনুযায়ী বল করছে ও তাঁর কাজ সহজ করে দিচ্ছে, সেটা বলেন হরমনপ্রীত কৌর। তাঁর কথায় সবাই মুখিয়ে আছে বল করার জন্য। আগের ম্যাচে কিছু খারাপ বল হয়েছিল, তাই এবার ভালো করে পরিকল্পনা করা হয়েছিল বলে জানান তিনি। একই সঙ্গে হেইলি ম্যাথুইজ ও যস্তিকা ভাটিয়ার ব্যাটিংয়েরও প্রশংসা করেন হরমনপ্রীত। 

09 Mar 2023, 10:30 PM IST

হারের দায় নিলেন মেগ ল্যানিং

পিচে একটু বোলারদের জন্য সহায়তা ছিল বলেই মনে করেন দিল্লির অধিনায়ক মেগ। তবে তিনি সেট হয়েও আউট হয়ে যাওয়ার ফলেই যে ছন্দ কাটে, সেটা স্বীকার করে নেন মেগ ল্যানিং। এত বড় হারের পর কমলা টুপিটা পরতেও যে একটু বোকা বোকা লাগছে, সেটা স্বীকার করে নেন তিনি। তবে জেমি ও ক্যাপসির খেলার প্রশংসা করেন এই কিংবদন্তি ক্রিকেটার। একই সঙ্গে অনেক জায়গায় যে উন্নতি করার দরকার, সেটা স্বীকার করে পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন তিনি। 

09 Mar 2023, 10:16 PM IST

সহজে জিতল মুম্বই

১৫ ওভারেই ম্যাচ জিতে নিল মুম্বই। জোনাসনের ওভারে শেষ দুটি বলে পরপর চার মেরে জয় পেলেন ন্যাট সিভার ব্রান্ট। আট উইকেটে জয় পেয়ে শীর্ষস্থানেই থাকল হরমনের মুম্বই ইন্ডিয়ানস। এখনও দ্বিতীয় স্থানে দিল্লি, কিন্তু এই একতরফা ম্যাচ নিশ্চিত ভাবেই তাদের চিন্তায় রাখবে। 

09 Mar 2023, 10:07 PM IST

১৪ ওভার শেষে ৯৯-২

ক্রিজে ন্যাট সিভার ব্রান্ট ও হরমনপ্রীত কৌর। খুব সহজেই জয়ের পথে চলে গেল মুম্বই। কোনও প্রতিরোধ কার্যত তুলে ধরতে পারল না দিল্লি।

09 Mar 2023, 10:04 PM IST

দুর্ধর্ষ ক্যাচ নিলেন জেমি

৩২ রানের মাথায় ক্যাপসির বলে অনবদ্য ক্যাচ নিলেন জেমি রডরিগেজ। নিয়ে রীতিমত খুশি তিনি, কারণ এটা যে হাতে আটকে যাবে, সেটা বোঝা শক্ত ছিল। ১৩ ওভার শেষে ৮৯-২।

09 Mar 2023, 09:55 PM IST

নেট রানরেটের লড়াই

মুম্বই জিতবে সেটা জানা কথা কিন্তু তারা এখন চায় বড় জয় নিয়ে নেট রান রেটটা বাড়িয়ে রাখার। সেই জন্যই এবার হাত খুলছেন ম্যাথিউজ। ক্যাপসির দশম ওভারের শেষ দুটি বলে দুটি চার মারলেন তিনি। ১০ ওভার শেষে ৭৫-১। 

09 Mar 2023, 09:48 PM IST

আউট যস্তিকা

৩২ বলে ৪১ করে আউট হলেন যস্তিকা। তারা নরিসের সোজা বলে আড়া চালাতে গিয়ে লাইন মিস করলেন তিনি। ৯ ওভার শেষে মুম্বই ৬৫-১। নতুন ব্যাটার ন্যাট সিভার ব্রান্ট। 

09 Mar 2023, 09:41 PM IST

সহজে খেলছে ওপেনিং জুটি

আট ওভার শেষে মুম্বই ৬১-০। ২৯ বলে ৪০ করেছেন যস্তিকা, অন্যদিকে ১৯ বলে ১৯ করেছেন ম্যাথিউজ। এখনও পর্যন্ত হাত ঘুরিয়েছেন ক্যাপ, পাণ্ডে, জোনাসন, রাধা ও ক্যাপসি। কিন্তু কেউ তেমন ভাবে কোনও প্রভাব ফেলতে পারেননি। 

09 Mar 2023, 09:32 PM IST

জয়ের পথে মুম্বই

পাওয়ার প্লে-র শেষে মুম্বই ৪৭-০। ২৮ রানে যস্তিকা ও ১৭ রানে নট আউট ম্যাথিউজ। 

09 Mar 2023, 09:29 PM IST

চারের ফুলঝুড়ি

শিখা পাণ্ডের ওভারে ফের তিনটি চার মারলেন যস্তিকা ভাটিয়া। কার্যত দিল্লির সঙ্গে ছেলেখেলা করছে মুম্বই। ৫ ওভার শেষে ৪২-০। 

09 Mar 2023, 09:26 PM IST

ভাগ্যবতী ম্যাথিউজ

শিখা পাণ্ডের বলে তিনটি পরপর চার মারলেন হেইলি ম্যাথিউজ। কিন্তু তারমধ্যে দুটি বলে আউট হতে পারতেন ম্যাথিউজ। একটিতে ইনসাইড এজ লেগে ফাইন লেগে চার হল, অন্যটিতে আউটসাইড এজ লেগে প্রথম স্লিপের পাশ দিয়ে চার হয়ে গেল। 

09 Mar 2023, 09:21 PM IST

রাশ টানার চেষ্টা দিল্লির

তিন ওভারের শেষে ১৬-০। তবে টার্গেট খুব কম, তাই জলদি উইকেট দরকার দিল্লির। উইকেট টু উইকেট বল করছেন দিল্লির তারকারা। 

09 Mar 2023, 09:14 PM IST

দারুণ শুরু মুম্বইয়ের

প্রথম ওভারে উঠল নয় রান। কেতাবি ভঙ্গিতে দুটি চার মারলেন যস্তিকা ভাটিয়া তাও আবার মেরিজান ক্যাপের বলে। 

09 Mar 2023, 09:08 PM IST

ছাপ ফেলতে পারল না দিল্লি

এদিন শুরু থেকেই ছন্নছাড়া দিল্লি। তাদের ব্যাটিং খুবই টপ হেভি, মিডল অর্ডার তেমন জুতসই নয়। এদিন টপ অর্ডার ফেল করাতে মিডল অর্ডার ভরসা দিতে পারল না। যদি কুড়ি ওভারও খেলত দিল্লি, অন্তত ১২০-১২৫ হলে বোলাারদের কিছু পুঁজি থাকত। ১০৫ করে জেতা খুবই শক্ত। দিল্লির জন্য টপস্কোর ল্যানিং ৪৩, জেমি করেন ২৫। তাঁদের ৫০ রানের পার্টনারশিপের সময়েই ম্যাচে ছিল দিল্লি। কিন্তু সেটা ভাঙতেই ৮১-৩ থেকে ১০৫ অল আউট হল দল। অন্যদিকে মুম্বইয়ের হয়ে পেসে দাপট দেখালেন ইসি ওয়াং (৩-১০)। অন্যদিকে আঁটোসাটো স্পিন বোলিং করে উইকেট নিলেন সাইকা (৩-১৩) ও ম্যাথিউজ (৩-১৯)। সবমিলিয়ে দিল্লির জয়ের সম্ভাবনা যথেষ্ট ক্ষীণ, তবে রান রেটের খাতিরে তারা মুম্বইয়ের যাত্রাপথ যতটা সম্ভব দুর্গম করতে চাইবে। 

09 Mar 2023, 08:57 PM IST

আউট নরিস

আড়া ব্যাটে খেলতে গিয়ে পায়ে লাগল নরিসের। আম্পায়ার আউট দেননি, কিন্তু রিভিউতে দেখা গেল আউট ছিলেন তিনি। ফলে অল আউট দিল্লি, তৃতীয় উইকেট পেলেন ম্যাথিউজ। ১৮ ওভারেই ১০৫ রানে অল আউট হয়ে গেল দিল্লি ক্যাপিটালস। 

09 Mar 2023, 08:53 PM IST

মানকাড করার চেষ্টা?

তারা নরিস ক্রিজ ছেড়ে এগিয়ে গিয়েছিলেন বলে বল না করে ক্রিজে দাঁড়িয়ে পড়লেন ম্যাথিউজ। তবে তারপরেই গিয়ে নরিসের পিঠ চাপড়ে দিলেন তিনি। সবার মুখে হাসি, কিন্তু ব্যাটারকে যে সতর্ক করে দিলেন তা বলাই যায়। 

09 Mar 2023, 08:48 PM IST

আউট রাধা

ইসি ওয়াংয়ের স্লোয়ার বলে চালাতে গিয়ে কাজির হাতে পয়েন্টে ক্যাচ দিয়ে আউট হলেন রাধা। তিনি দশ করেছিলেন, ১৭ ওভার শেষে ১০২-৯।

09 Mar 2023, 08:44 PM IST

আউট তানিয়া

৯ বলে ৪ রান করে আউট তানিয়া। মিউ উইকেটে ম্যাথিউজ ক্যাচ নিলেন। এই নিয়ে দ্বিতীয় উইকেট পেলেন ওয়াং। 

09 Mar 2023, 08:43 PM IST

ছক্কা মারলেন রাধা

১৬ তম ওভার শেষে ৯৮-৭। অ্যামেলিয়া কেরকে ছক্কা মেরে একশোর কাছাকাছি স্কোরকে নিয়ে গেলেন রাধা যাদব। 

09 Mar 2023, 08:36 PM IST

আউট মিন্নু

ম্যাথিউজের বলে স্টেপ আউট করে মারতে গিয়ে শূন্য রানে আউট হলেন মিন্নু মনি। ক্রিজে এখন তানিয়া ও রাধা। ১৪ ওভার শেষে ৮৫-৭। 

09 Mar 2023, 08:30 PM IST

ফের আউট

মাত্র দুই রান করে আউট জোনাসন। চালাতে গিয়ে স্লাইস করলেন তিনি, পয়েন্টে ভুল করলেন আমানজোৎ। ৮৪-৬ দিল্লি। 

09 Mar 2023, 08:27 PM IST

এক ওভারে দুটি উইকেট সাইকার

প্রথম জেমি, তারপর ল্যানিংকে আউট করলেন সাইকা। কাট করতে গিয়ে সোজা বল মিস করে ২৫ রান করে আউট হলেন জেমি। ৫০ রানের পার্টনারশিপ হওয়ার পরেই গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু দিলেন সাইকা। তারপরেই ল্যানিংকে আউট করলেন তিনি। কভারে হরমনের হাতে আউট হলেন মেগ, ৪১ বলে ৪৩ রান করে। ১৩ ওভার শেষে ৮৪-৫, ১৩ রানে তিন উইকেট নিয়ে চমক দিলেন সাইকা। 

09 Mar 2023, 08:16 PM IST

হাত খুলছেন ল্যানিং

অ্যামেলিয়া কেরের ওভারে প্রথম তিনটি বলে তিনটি চার মারলেন ল্যানিং। ১১ ওভার শেষে ৭২-৩, ল্যানিং নট আউট ৩৬ বলে ৩৯। 

09 Mar 2023, 08:14 PM IST

শেষ দশ ওভার

৩২ বলে ২৬ রানে নট আউট মেগ ল্যানিং, অন্যদিকে জেমি করেছেন ১১ বলে ১৮। দশ ওভার শেষে ৫৮-৩। নিশ্চিত ভাবেই ল্যানিংকে গতি বাড়াতে হবে যদি দিল্লিকে চ্যালেঞ্জিং স্কোর করতে হয়। 

09 Mar 2023, 08:04 PM IST

এসেই আক্রমণ করছেন জেমি

ন্যাট সিভার ব্রান্টের অষ্টম ওভারে তিনটি চার মারলেন জেমি। এসেই মাত্র ছয় বলে ১৪ রানে নট আউট তিনি। আট ওভার শেষে ৪৫-৩ দিল্লি ক্যাপিটালস। 

09 Mar 2023, 08:02 PM IST

আউট ক্যাপ

সামান্য সুইং করলেন ইসি ওয়াং। বলের লাইন মিস করে ক্লিন বোল্ড আউট হলেন ক্যাপ। মাত্র দুই রানে আউট হলেন তিনি। ৭ ওভার শেষে ৩২-৩।  

09 Mar 2023, 07:54 PM IST

আউট ক্যাপসি

শুরুতেই জীবনদান দিয়েছিলেন এবার অফে মারতে গিয়ে কভারে কালিতাকে ক্যাচ দিয়ে আউট হলেন ক্যাপসি। উইকেট নিলেন পূজা বস্ত্রকার। নতুন ব্যাটার ম্যারিজান ক্যাপ। ৬ ওভার শেষে দিল্লি ক্যাপিটালস ২৯-২

09 Mar 2023, 07:51 PM IST

৫ ওভারে ২৩-১

ইসি ওয়াংয়ের ওভারেও তেমন কিছু রান করতে পারলেন না দিল্লির ব্যাটাররা। শেফালির আউটের পর কিছুটা ছন্দহীন লাগছে দিল্লি ক্যাপিটালসকে। 

09 Mar 2023, 07:44 PM IST

ক্যাচ ছাড়লেন ম্যাথিউজ

ক্যাপসির শূন্য রানের মাথায় ক্যাচ ছাড়লেন হেইলি ম্যাথিউজ। পিছনের দিকে ছুটে গিয়ে ক্যাচ নিতে গিয়েছিলেন, দুই হাতে এসেও গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত হাতে জমিয়ে রাখতে পারলেন না। ন্যাট সিভার ব্রান্টের বলে এসেছিল এই সুযোগ। 

09 Mar 2023, 07:38 PM IST

আউট শেফালি

সাইকার বলে দ্বিতীয় ওভারের শেষ বলে আউট শেফালি। আড়া চালাতে গিয়ে বলের লাইন মিস করলেন তিনি। বোল্ড আউট হলেন শেফালি মাত্র দুই রান করে। দুই ওভার শেষে আট রানে এক উইকেট।

09 Mar 2023, 07:35 PM IST

সাবধানী শুরু দিল্লির

প্রথম বলেই সিভার ব্রান্টকে চার মারলেন ল্যানিং। কিন্তু তারপরেই পাঁচ বলে এল মাত্র এক রান। ৫-০, দিল্লি ক্যাপিটালস

09 Mar 2023, 07:24 PM IST

দিল্লির ব্যাটিং শক্তি

বড় বড় নাম আছে দিল্লির ব্যাটিংয়ে। কিন্তু মুম্বইয়ের বোলিংও কম শক্তিশালী নয়। প্রথম টার্গেট থাকবে শেফালিকে আউট করার। এদিনও দুশোর ওপর করার টার্গেট নিশ্চিত ভাবে নেবে দিল্লি।

09 Mar 2023, 07:12 PM IST

দুই দলের একাদশ

মুম্বই ইন্ডিয়ানস-যস্তিকা ভাটিয়া, হেইলি ম্যাথিউজ, ন্যাট সিভার ব্রান্ট, হরমনপ্রীত কৌর, অ্যামেলিয়া কের, পূজা বস্ত্রকর, হুমেইরা কাজি, আমানজোৎ কৌর, জিনতিমনি কালিতা, সাইকা ইশাক, ইসি ওয়াং। 

দিল্লি ক্যাপিটালস-মেগ ল্যানিং, শেফালি বর্মা, জেমিমা রডরিগেজ, মেরিজান ক্যাপ, অ্যালিস ক্যাপসি, জেস জোনাসেন, তানিয়া ভাটিয়া, মিন্নু মনি, শিখা পাণ্ডে, রাধা যাদব, তারা নরিস। 

09 Mar 2023, 07:04 PM IST

টসে জিতল দিল্লি

টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি। মেগ ল্যানিংয়ের মতে পিচে কোনও বদল আসবে না পুরো ম্যাচে। যথেষ্ট পাটা উইকেটে খেলা হচ্ছে তাই আশা করা যাচ্ছে যে অনেক রান হবে। 

09 Mar 2023, 06:58 PM IST

মুখোমুখি হরমন আর মেগ

দিল্লি বনাম মুম্বই ম্যাচে দুই দলের ক্যাপ্টেনদের লড়াই অন্য মাত্রা যোগ করবে। মেগ ল্যানিংয়ের সামনে হরমনপ্রীত কাউর দলকে জেতাতে পারেন কিনা, সেটাই দেখার। অস্ট্রেলিয়ার অধিনায়ক মেগ ল্যানিংয়ের সঙ্গে হরমনপ্রীতের সাক্ষাতের পরিসংখ্যানটা খুব একটা ভালো নয়। মেয়েদের আইপিএল শুরু হওয়ার আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত হয়েছিল মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেখানে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারে ভারত। এ ছাড়াও ২০২০ সালে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মেগ ল্যানিংয়ের অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল হরমনের ভারত। নিশ্চিত ভাবে অতীতের পুনরাবৃত্তি করতে চাইবেন না মুম্বই অধিনায়ক। এখন দেখার, মহিলা প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবলের টপারদের লড়াই কেমন হয়!

09 Mar 2023, 06:58 PM IST

মুম্বইয়ের অবস্থা

দিল্লির বিরুদ্ধে মুম্বইয়ের হয়ে ব্যাট হাতে দাপট দেখাতে পারেন অধিনায়ক হরমনপ্রীত কাউর, হেইলি ম্যাথুজ। মেগ ল্যানিংয়ের দিল্লির বিরুদ্ধে বল হাতে কামাল করতে পারেন কলকাতার সাইকা ইসাক। মুম্বইয়ের জার্সিতে এ বারের মহিলা প্রিমিয়ার লিগে দু’টি ম্যাচে খেলেছেন সাইকা। এখনও পর্যন্ত তিনি এ বারের মেয়েদের প্রিমিয়ার লিগে ৬টি উইকেট নিয়েছেন। মেগ ল্যানিং-শেফালি ঝড় থামিয়ে দিতে পারেন এই বঙ্গতনয়া।

09 Mar 2023, 06:58 PM IST

দিল্লির হাল-হকিকত

মেগ ল্যানিংয়ের দিল্লি ক্যাপিটালসের বড় শক্তি তাদের ব্যাটিং বিভাগ। মেগ ল্যানিং এবং শেফালি ভার্মার ওপেনিং জুটি মেয়েদের আইপিএলে দিল্লির শুরুটা ভালোই করেছে। মুম্বইয়ের বিরুদ্ধে শেফালি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। সাইকা ইসাকদের বিরুদ্ধে মেগ ল্যানিং সমস্যায় পড়তে পারেন। কিন্তু শেফালি ভারতীয় স্পিনারদের সঙ্গে পরিচিত। ফলে তাঁদের বিরুদ্ধে শেফালির ব্যাট জ্বলে উঠতে পারে। অন্যদিকে বোলিং বিভাগে হরমনপ্রীতদের চাপে ফেলতে পারেন জেস জোনাসন। ইউপি ওয়ারিয়র্সদের বিরুদ্ধে ব্যাটে-বলে দারুণ পারফর্ম করেছেন জেস। সেই ম্যাচের সেরার পুরস্কার পেয়েছিলেন জেস।

Latest News

SRH-কে হারিয়ে CSK,LSG সহ অন্যদের সুবিধে করে দিল MI,নিজেরাও ডুবতে ডুবতে ভেসে থাকল ‘রচনার কাণ্ডকারখানা কমেডি শোকেও হার মানায়’,হুগলির TMC প্রার্থীকে আক্রমণ পাপিয়ার জানার ৩ ঘণ্টার মধ্যে ভুয়ো কনটেন্ট সরিয়ে ফেলুন, বড় নির্দেশ কমিশনের আসন কি টলমল? ঋষি সুনাক সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনবে লিব ডেমোক্র্যাটরা রাতের ওয়াংখেড়েতে সূর্যোদয়, ঝোড়ো শতরান করে MI-কে জেতালেন স্কাই, ধাক্কা খেল SRH T20 বিশ্বকাপের নতুন জার্সি প্রকাশ পাকিস্তানের, নকশায় টক্কর টিম ইন্ডিয়াকে ‘আমি মাঝগঙ্গায়, ভয়ানক ছবি দেখছি,পুরো ডেকটা…’, প্রবল বর্ষণে মহা বিপদে দিতিপ্রিয়া! 'রাহুলের যাত্রার সময় মদ অফার করেছিল,' কংগ্রেস ছেড়েই সরব রাধিকা ৭ মাসের যুদ্ধ থামবে? ইজরায়েল ‘অ্যাটাকিং’ হতেই গাজা শান্তি প্রস্তাবে রাজি হামাস আকাশ থেকে টপাটপ পড়ছে মাছ! 'মৎস্য বৃষ্টি' হল ইরানে, ভিডিয়ো দেখে চমকে গেল সকলে

Latest IPL News

রাতের ওয়াংখেড়েতে সূর্যোদয়, ঝোড়ো শতরান করে MI-কে জেতালেন স্কাই, ধাক্কা খেল SRH ‘ক্রিকেট না খেলে ব্যবসা করলে ওরা আমায় ঠকিয়ে দিত’, কাদের কথা বললেন বিরাট? ভিডিয়ো LSG vs KKR: রাসেল মিডল ওভারে উইকেট নিয়ে চাপ কমিয়ে দেয়, প্রশংসায় পঞ্চমুখ রানা ফের একটা ফ্লাইং কিস হয়ে যাক? ১ ম্যাচ ব্যানের পরে রানাকে ট্রোল KKR তারকার 'ধোনিকে খুব সম্মান করি', গোল্ডেন ডাকের পরেও উচ্ছাস করলেন না কিংসদের এই ক্রিকেটার IPL 2024-ম্যাচ বাঁচাতে ভোকাল টনিক ঋদ্ধির, বিরাটের কাছে খেলেন গালাগাল IPL 2024- নাইট রাইডার্সের হোটেলে হঠাৎ এরা কারা! গম্ভীর-শ্রেয়সের সঙ্গে দেখা করলেন টি২০ বিশ্বকাপে নাশকতার ছক পাকিস্তানের জঙ্গি সংগঠনের, কি ব্যবস্থা নিচ্ছে ICC? ঘরের মাঠে না জিতলে কিচ্ছু হবে না, পঞ্জাবের খেলায় হতাশ হয়ে হাল ছাড়লেন প্রীতি! বিরাট-রোহিত নয়, বিশ্বকাপে যশস্বীকে আউট করতে মুখিয়ে রাজস্থান দলের বিদেশি সতীর্থ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.
প্রচ্ছদ ছবিঘর দেখতেই হবে ২২ গজ