বাংলা নিউজ > ময়দান > আমি মাইলস্টোনের জন্য বেশি ভাবি না- ৯৯ আউট হওয়ায় হতাশ নন সোফি ডিভাইন

আমি মাইলস্টোনের জন্য বেশি ভাবি না- ৯৯ আউট হওয়ায় হতাশ নন সোফি ডিভাইন

সোফি ডিভাইন (ছবি-পিটিআই)

অরেঞ্জ ক্যাপ পাওয়া নিয়ে কথা বলতে গিয়ে সোফি ডিভাইন বলেন, ‘মেগকে কিছুতে পরাজিত করতে সবসময়ই ভালো লাগে।’ এরপরে দ্রুততম ১০০-এর মাইলফলক নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, ‘আমি আজ রাতে নিজের জোনে ছিলাম, তবে মাইলস্টোন না হওয়াতে কিছু যায় আসে না। আমি মাইলস্টোন করা নিয়ে বেশি ভাবি না। তাই ৯৯-এ আউট গিয়ে দুঃখ নেই।’

শনিবার মহিলা প্রিমিয়ার লিগে গুজরাট জায়ান্টসকে ৮ উইকেটে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। প্রথমে ব্যাট করে RCB -র সামনে ১৮৯ রানের লক্ষ্য রেখেছিল গুজরাট। যেই রান রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ১৬তম ওভারেই অর্জন করে। ব্যাঙ্গালোর জার্সি গায়ে ৩৭ বলে ৯৯ রানের ইনিংস খেলেন সোফি ডিভাইন। এ সময় তাঁর ব্যাট থেকে ৯টি চার ও ৮টি ছক্কা দেখা গিয়েছিল। এই দুর্দান্ত ইনিংসের জন্য তিনি ম্যাচের সেরার পুরস্কার পান। এদিনের ইনিংসের ফলে সোফি ডিভাইন টুর্নামেন্টে সর্বোচ্চ ২৬৬ রান করেন এবং দিল্লির অধিনায়ক মেগ ল্যানিংকে টপকে গিয়ে অরেঞ্জ ক্যাপ জেতেন।

আরও পড়ুন… WPL 2023: মেয়েদের আন্তর্জাতিক টি-২০ হোক কিংবা ফ্রাঞ্চাইজি লিগ, দুর্ভাগা ৯৯'র গেরোতে সোফি ডিভাইন!

প্লেয়ার অফ দ্য ম্যাচ সোফি ডিভাইন নানা প্রসঙ্গ নিয়ে কথা বলেন। অরেঞ্জ ক্যাপ পাওয়া নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘মেগকে কিছুতে পরাজিত করতে সবসময়ই ভালো লাগে।’ এরপরে দ্রুততম ১০০-এর মাইলফলক নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, ‘আমি আজ রাতে নিজের জোনে ছিলাম, তবে মাইলস্টোন না হওয়াতে কিছু যায় আসে না। আমি মাইলস্টোন করা নিয়ে বেশি ভাবি না। তাই ৯৯-এ আউট গিয়ে দুঃখ নেই। এটি টিমকে এগিয়ে দেওয়ার বিষয় ছিল। আশা করি, আমরা এখনও প্লে অফের দৌড়ে থাকতে পারি। আমি মনে করি আমি এখন কন্ডিশনে অভ্যস্ত হয়ে গেছি, কয়েকটি খেলা দেখেছি এবং আমি প্রতিদিন শিখছি। এটা সম্ভবত সাহায্য করে যে আমি একটু বড় হয়ে গেছি।’

আরও পড়ুন… মোহনবাগানের কোচের সিদ্ধান্ত মানতে পারছেন না হুগো বৌমাস- ফেরান্দোর কৌশল নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুললেন

এদিন ব্যাট হাতে ঝড় তুললেও ম্যাচের পরে বোলারদের কৃতিত্ব দিতে চাইলেন সোফি ডিভাইন। কারণ এই দিনে বোলাররা পিচ থেকে বেশি সাহায্য পেতে পারেননি। ম্যাচের পরে সোফি বলেন, ‘প্রথমে বোলারদের বড় কৃতিত্ব যায়, ন্যূনতম সুইং এবং স্পিন না থাকায় পরিস্থিতি কঠিন ছিল। সে আজ অনেক পরিশ্রম করেছে। আমি মনে করি আমি এই ইনিংসে পা রেখে কৃতিত্ব নিয়েছি।’

ম্যাচের কথা বলতে গেলে সোফি ছাড়াও ব্যাঙ্গালোরের হয়ে অধিনায়ক স্মৃতি মন্ধানা ৩১ বলে ৩৭ রানের ইনিংস খেলেন। শেষ পর্যন্ত, অ্যালিস পেরি অপরাজিত ১৯ এবং হিদার নাইট অপরাজিত ২২ রান করে ব্যাঙ্গালোরকে জয়ী করেন। এর আগে, গুজরাট ২০ ওভারে চার উইকেট হারিয়ে ১৮৮ রান তুলেছিল। গুজরাট থেকে সেরা পারফরম্যান্স দেখান লরা ওলভার্ড। তিনি ৪২ বলে ৯টি চার এবং ২টি ছক্কার সাহায্যে ৬৮ রানের একটি ইনিংস খেলেন। তিনি ছাড়াও ২৬ বলে ৬ চার ও একটি ছক্কায় ৪১ রানের ঝড়ো ইনিংস খেলেন অ্যাশলে গার্ডনার। বেঙ্গালুরু থেকে সেরা ২ উইকেট নেন শ্রেয়াঙ্কা পাটিল।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন