অর্জুন পুরস্কার পেতে চলেছেন ভারতীয় দলের তারকা পেসার মহম্মদ শামি। খেলরত্ন পাচ্ছেন ভারতীয় টেনিসের দুই সোনার ছেলে সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি। যাঁরা মাসদুয়েক আগেই এশিয়ান গেমসে পুরুষদের ডাবলসে ঐতিহাসিক সোনা জিতেছেন। সবমিলিয়ে ২৭ জন এবার অর্জুন পুরস্কার পাচ্ছেন।
মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পাচ্ছেন কারা?
সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি (ব্যাডমিন্টন)।
অর্জুন পুরস্কার কারা কারা পাচ্ছেন?
১) ওজার প্রবীণ দেওতালে (তিরন্দাজি)।
২) অদিতি গোপীচাঁদ স্বামী (তিরন্দাজি)।
৩) মুরলী শ্রীশংকর (অ্যাথলেটিক্স)।
৪) পারুল চৌধুরী (অ্যাথলেটিক্স)।
৫) মহম্মদ হুসামুদ্দিন (বক্সিং)।
৬) আর বৈশালী (দাবা)।
৭) মহম্মদ শামি (ক্রিকেট)।
৮) অনুশ আগরওয়ালা (ইকুয়েস্ট্রিয়ান)।
৯) দিব্যাকৃতি সিং (ইকুয়েস্ট্রিয়ান)।
১০) দীক্ষা দাগর (গলফ)।
১১) বাহাদুর পাঠক (হকি)।
১২) সুশীলা চানু (হকি)।
১৩) পবন কুমার (কবাডি)।
১৪) রীতু নেগি (কবাডি)।
১৫) নাসিন (খো-খো)।
১৬) পিঙ্কি (লনবল)
১৭) ঐশ্বর্য সিং তোমর (শ্যুটিং)।
১৮) এষা সিং (শ্যুটিং)।
১৯) হরিন্দর পাল সিং সান্ধু (স্কোয়াশ)।
২০) ঐহিকা মুখোপাধ্যায় (টেবিল টেনিস)।
২১) সুনীল কুমার (কুস্তি)।
২২) অন্তিম (কুস্তি)।
২৪) নাওরেম রোশিবিনা দেবী (উশু)।
২৫) শীতল দেবী (প্যারা আর্চারি)।
২৬) ইল্লুরি অজয় কুমার রেড্ডি (ব্লাইন্ড ক্রিকেট)।
২৭) প্রাচী যাদব (প্যারা ক্যানোয়িং)।
দ্রোণাচার্য পুরস্কার কারা কারা পেলেন?
১) ললিত কুমার (কুস্তি)।
২) আরবি রমেশ (দাবা)।
৩) মহাবীর প্রসাদ সাইনি (প্যারা অ্যাথলেটিক্স)।
৪) শিবেন্দ্র সিং (হকি)।
৫) গণেশ প্রভাকর দেবরুখকার (মল্লাখাম্ব)।
দ্রোণাচার্য পুরস্কার (লাইফ-টাইম অ্যাচিভমেন্ট) কারা কারা পেলেন?
১) জসকিরত সিং গ্রেওয়াল (গলফ)।
২) ভাস্করণ ই (কবাডি)।
৩) জয়ন্তকুমার পুশিলাল (টেবিল টেনিস)।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।