লিগ পর্বের খেলা শেষ। ৬টি দলের মধ্যে লিগ টেবিলের প্রথম চারটি দল মহারাষ্ট্র প্রিমিয়র লিগের প্লে-অফের টিকিট হাতে পেয়েছে। ছিটকে গিয়েছে ২টি দল। দেখে নেওয়া যাক চলতি এমপিএল ২০২৩-এর চূড়ান্ত পয়েন্ট টেবিল। চোখ রাখা যাক প্লে-অফের সূচিতে। সেই সঙ্গে দেখে নেওয়া যাক টুর্নামেন্টের লিগ পর্বে সব থেকে বেশি রান করা পাঁচ ব্যাটসম্যান ও সব থেকে বেশি উইকেট নেওয়া পাঁচ বোলারের তালিকা। জেনে নিন এখনও পর্যন্ত মহারাষ্ট্র প্রিমিয়র লিগে সব থেকে বেশি ছক্কা মেরেছেন কারা।
লিগ পর্বে সব থেকে বেশি রান করা পাঁচ ব্যাটসম্যান:-
১. অঙ্কিত বাউনি- ৫ ম্যাচে ৩৩৯ রান
২. আর্শিন কুলকার্নি- ৩ ম্যাচে ১৯৫ রান
৩. রুতুরাজ গায়কোয়াড়- ৪ ম্যাচে ১৬৮ রান
৪. পবন শাহ- ৫ ম্যাচে ১৫৫ রান
৫. মুর্তাজা ট্রাঙ্কওয়ালা- ৫ ম্যাচে ১৪৭ রান
লিগ পর্বে সব থেকে বেশি উইকেট নেওয়া পাঁচ বোলার:-
১. পীযূষ সালভি- ৫ ম্যাচে ১১টি উইকেট
২. সচিন ভোসালে- ৫ ম্যাচে ৯টি উইকেট
৩. মনোজ যাদব- ৫ ম্যাচে ৯টি উইকেট
৪. প্রদীপ দাধে- ৫ ম্যাচে ৮টি উইকেট
৫. শ্রেয়স চাবন-৫ ম্যাচে ৭টি উইকেট
লিগ পর্বে সব থেকে বেশি ছক্কা মারা পাঁচ ব্যাটসম্যান:-
১. আর্শিন কুলকার্নি- ১৯টি ছক্কা
২. প্রীতম পাটিল- ১৩টি ছক্কা
৩. অঙ্কিত বাউনি- ১১টি ছক্কা
৪. ধনরাজ শিন্ডে- ১১টি ছক্কা
৫. রুতুরাজ গায়কোয়াড়- ১০টি ছক্কা
মহারাষ্ট্র প্রিমিয়র লিগের চূড়ান্ত পয়েন্ট টেবিল:-
১. রত্নাগিরি জেটস- ৫ ম্যাচে ৮ পয়েন্ট
২. কোলাপুর টাস্কার্স- ৫ ম্যাচে ৮ পয়েন্ট
৩. ঈগল নাশিক টাইটানস- ৫ ম্যাচে ৬ পয়েন্ট
৪. পুণেরি বাপ্পা- ৫ ম্যাচে ৪ পয়েন্ট
৫. ছত্রপতি সাম্ভাজি কিংস- ৫ ম্যাচে ২ পয়েন্ট
৬. সোলাপুর রয়্যালস- ৫ ম্যাচে ২ পয়েন্ট
কারা প্লে-অফে জায়গা করে নেয় এবং ছিটকে যায় কারা:- লিগ টেবিলের প্রথম চারটি দল রত্নাগিরি, কোলাপুর, নাশিক ও পুণেরি বাপ্পা প্লে-অফে ওঠে। প্রথম ২টি দল রত্নাগিরি ও কোলাপুর প্রথম কোয়ালিফায়ার খেলবে। নাশিক ও পুণেরি বাপ্পা এলিমিনেটর ম্যাচে মাঠে নামবে। ছিটকে গিয়েছে লিগ টেবিলের শেষ ২টি দল সাম্ভাজি কিংস ও সোলাপুর রয়্যালস।
মহারাষ্ট্র প্রিমিয়র লিগের প্লে-অফের সূচি:-
প্রথম কোয়ালিফায়ার: রত্নাগিরি জেটস বনাম কোলাপুর টাস্কার্স (২৬ জুন)।
এলিমিনেটর: ঈগল নাশিক টাইটানস বনাম পুণেরি বাপ্পা (২৭ জুন)।
দ্বিতীয় কোয়ালিফায়ার: প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দল বনাম এলিমিনেটরের জয়ী দল (২৮ জুন)।
ফাইনাল: প্রথম কোয়ালিফায়ারের জয়ী দল বনাম দ্বিতীয় কোয়ালিফায়ারের জয়ী দল (২৯ জুন)।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।