বাংলা নিউজ > ময়দান > MPL 2023: চূড়ান্ত হতাশ করলেন রুতুরাজ, পুনেরি বাপ্পার বিরুদ্ধে দুরন্ত জয় সোলাপুর রয়্যালসের

MPL 2023: চূড়ান্ত হতাশ করলেন রুতুরাজ, পুনেরি বাপ্পার বিরুদ্ধে দুরন্ত জয় সোলাপুর রয়্যালসের

পুনেরি বাপ্পার বিরুদ্ধে দুরন্ত জয় সোলাপুর রয়্যালসের।

রুতুরাজ গায়কোয়াড় আরও একবার হতাশই করলেন। তিনি তাঁর দলকে জেতাতে ব্যর্থ হন। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪০ রান করে পুনেরি বাপ্পা। জবাবে ব্যাট করতে নেমে ৫ বল বাকি থাকতেই ম্যাচ পকেটে পুড়ে ফেলে সোলাপুর রয়্যালস। ৩ উইকেটে তারা জয় ছিনিয়ে নেয়।

মহারাষ্ট্র প্রিমিয়ার লিগ নিয়ে উত্তেজনা এখন তুঙ্গে। টানটান উত্তেজনার সব ম্যাচগুলো নিয়ে চলছে জোর চর্চা। তার মাঝেই মহারাষ্ট্র প্রিমিয়ার লিগের ১২তম ম্যাচে পুনেরি বাপ্পার বিরুদ্ধে দুরন্ত জয় ছিনিয়ে নিল সোলাপুর রয়্যালস।

এই ম্যাচে টস জিতে সোলাপুর রয়্যালস ব্যাট করতে পাঠায় পুনেরি বাপ্পাকে। ব্যাট করতে নেমে অবশ্য খুব বেশি ছন্দে ছিলেন না পুনেরির ব্যাটাররা। ৫৪ রানে ৪ উইকেট পড়ে গিয়েছিল পুনেরি বাপ্পার। আটে নেমে সুরজ সিন্দে ২৩ বলে ৪৪ রানের ইনিংস খেলেন। এটাই ছিল একমাত্র পুনেরির বড় অক্সিজেন।

আরও পড়ুন: সালেমের অধিনায়কের এক ওভারে ১৮ রান, বিধ্বংসী ইনিংস খেলে কিংসকে জেতালেন সূর্যপ্রকাশ

এ ছাড়া পুনেরির রোহন দামলে ২২ বলে ২৪ রান করেন। রুতুরাজ গায়কোয়াড় এ দিন হতাশই করেন ২১ বলে ২৫ করে তিনি আউট হয়ে যান। বাকিদের অবস্থা আরও খারাপ। তারা কেউ ১৫ রানের গণ্ডিই টপকাতে পারেননি। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪০ রান করে পুনেরি বাপ্পা। সোলাপুরের হয়ে সুনীল যাদব ৩ উইকেট নেন। ২টি করে উইকেট নেন পার্থমেশ গাওয়াড়ে এবং প্রণয় সিং।

আরও পড়ুন: এক ওভারে টানা পাঁচ ছক্কা, RCB প্লেয়ার মনে করালেন KKR-এর রিঙ্কুকে- ভিডিয়ো

১৪১ রান তাড়া করতে নেমে ৫ বল বাকি থাকতেই ম্যাচ পকেটে পুড়ে ফেলে সোলাপুর রয়্যালস। ৩ উইকেটে তারা জয় ছিনিয়ে নেয়। শুরুতেই অবশ্য ধাক্কা খেয়েছিল রয়্যালস। দল রানের খাতা খোলার আগেই সাজঘরে হাঁটা লাগান যশ নাহার। ২ বল খেলে খালি হাতে তিনি সাজঘরে ফেরেন। অবধূত দান্ডেকরও সেই ভাবে নজর কাড়তে পারেননি। ১৬ বলে ২০ রান করেন তিনি। তিনে নেমে স্বপ্নীলই ৫২ বলে ৬৮ করে দলকে অক্সিজেন দেন। তাঁর ইনিংসে রয়েছে চারটি চার এবং তিনটি ছক্কা। বিশান্ত মোরকে সঙ্গে নিয়ে তৃতীয় উইকেটে ৫০ রানের পার্টনারশিপও করে তারা। তবে বিশান্ত ২৫ বলে ২৩ করে আউট হয়ে যান। তবে স্বপনীল যখন আউট হন, তখন তাঁর দল জয়ের দরজায় দাঁড়িয়ে। দলের ১৩৩ রানের মাথায় তিনি আউট হন। তার পরেও আরও ২ উইকেট হারায় সোলাপুর। অবশেষে ১৯.১ ওভারে ৭ উইকেটে ১৪১ রান তুলে নেয় তারা। পুনেরির হয়ে সচিন ভোঁসলে এবং পিযূষ সালভি ২টি করে উইকেট নিয়েছেন। শুভম কোঠারি এবং রোহন ধামলে ১টি করে উইকেট নিয়েছেন।

এটাই মহারাষ্ট্র প্রিমিয়ার লিগে প্রথম জয় সোলাপুরের। আগের তিনটি ম্যাচেই তারা হেরেছে। ছয় দলের লিগের ২ পয়েন্ট নিয়ে সোলাপুর রয়েছে পাঁচে। আর পুনেরি এই নিয়ে চার ম্যাচের মধ্যে দ্বিতীয়টিতে হারল। দুই ম্যাচে তারা জয় পেয়েছে। ৪ পয়েন্ট নিয়ে লিগ টেবলের চারে রয়েছে পুনেরি।

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

‘‌নিজের বিবেককে নাড়া দেওয়া উচিত’‌, রাজ্য সরকারকে কড়া ভাষায় বিঁধলেন রাজ্যপাল ইস্তফা দেওয়া ডাক্তাররা প্রাইভেট প্র্যাকটিস করছে কেন, খোঁচা দেবাংশুর বাবা প্রথম জাতীয় পুরস্কার পেতেই আবেগঘন ইয়ামি, লিখলেন, 'তোমায় জন্য গর্বিত' করণের টাই দেখে পাগল নেটপাড়া! জানেন এর দাম কত? শুনলে মাথা ঘুরে যাবে ২০ কোটির আর্থিক তছরুপের অভিযোগ! আজহারউদ্দিনকে ১০ ঘণ্টা জেরা ED-র সবটুকু দিয়ে দেশের সেবা করেছি’ ভুটানে গিয়ে নিজের কাজের অভিজ্ঞতা জানালেন CJI 'কান্না চেপে পুজো দেখব, লড়াই শেষ হয়নি', বললেন RG কর কাণ্ডে তদন্তকারী CBI অফিসার ‘পিসি - ভাইপোর কথায় নাচলে পুলিশ অফিসারদের বিপদ হবে, জেলের ঘানি টানাব’ কুককে টপকে টেস্ট ইতিহাসে পঞ্চম ‘সেরা’ হলেন রুট, পাককে পিটিয়ে ছুঁলেন দ্রাবিড়কেও 'মনে মনে কাউকে ভালোবাসো? …', বাবার সামনে অমিতাভের প্রশ্নে অপ্রস্তুত আমির পুত্র

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.