বাংলা নিউজ > ময়দান > BAN vs IRE: শাকিবকে টপকে ‘দ্রুততম’ শতরান মুশফিকুরের, ফের 'সর্বোচ্চ দলগত ইনিংসের' রেকর্ড ভাঙল বাংলাদেশ

BAN vs IRE: শাকিবকে টপকে ‘দ্রুততম’ শতরান মুশফিকুরের, ফের 'সর্বোচ্চ দলগত ইনিংসের' রেকর্ড ভাঙল বাংলাদেশ

মুশফিকুর রহিম। ছবি- এএফপি।

Bangladesh vs Ireland 2nd ODI: দুর্বল আয়ারল্যান্ডকে সামনে পেয়ে রেকর্ড গড়ার হিড়িক বাংলাদেশের ক্রিকেটারদের, ওদেশের ওয়ান ডে ইতিহাসে সব থেকে কম বলে সেঞ্চুরি মুশফিকুর রহিমের।

দুর্বল আয়ারল্যান্ডকে সামনে পেয়ে একের পর এক ব্যক্তিগত রেকর্ড গড়ে চলেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। শুধু ব্যক্তিগত নজির নয়, বরং বাংলাদেশ ওয়ান ডে ক্রিকেটে দলগতভাবে নিজেদের পুরনো রেকর্ড ভঙেই চলেছে। সিরিজের প্রথম ম্যাচে একাধিক নজির গড়ার পরে এবার দ্বিতীয় ওয়ান ডে ম্যাচেও সেই ধারা বজায় রাখেন মুশফিকুর রহিমরা।

সোমবার সিলেটে বাংলাদেশ তাদের সর্বোচ্চ দলগত ওয়ান ডে ইনিংসের নতুন রেকর্ড গড়ে। সেই সঙ্গে বাংলাদেশের হয়ে দ্রুততম ওয়ান ডে সেঞ্চুরি করার কৃতিত্ব অর্জন করেন মুশফিকুর।

বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড প্রথম ওয়ান ডে ম্যাচে ব্যক্তিগত নজির:-
১. সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে ৯৩ রানের অনবদ্য ইনিংস খেলার পথে ৭০০০ রানের মাইলস্টোন টপকে যান শাকিব আল হাসান।

২. বাংলাদেশের হয়ে ওয়ান ডে ক্রিকেটে আত্মপ্রকাশেই সব থেকে বেশি ৯২ রানের ইনিংস খেলেন তাওহিদ হৃদয়।

বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড প্রথম ওয়ান ডে ম্যাচে দলগত নজির:-
১. বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩৩৮ রান তোলে, যা ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে সেই সময় তাদের সর্বোচ্চ দলগত ইনিংস। তার আগে বাংলাদেশের সর্বোচ্চ দলগত ওয়ান ডে ইনিংসের রেকর্ড ছিল ৮ উইকেটে ৩৩৩ রানের, যা তারা ২০১৯ সালে নটিংহ্যামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গড়ে তোলে।

২. আয়ারল্যান্ডকে মাত্র ১৫৫ রানে অল-আউট করে ১৮৩ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জেতে বাংলাদেশ। ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে এটিই বাংলাদেশের সব থেকে বেশি রানের ব্যবধানে ম্যাচ জয়ের রেকর্ড। এর আগে ২০২০ সালে সিলেটেই জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৬৯ রানে ম্য়াচ জেতে বাংলাদেশ। এতদিন সেটি ছিল তাদের রেকর্ড ব্যবধানে ওয়ান ডে ম্যাচ জয়।

আরও পড়ুন:- IPL-এর আগে ফের বড় রান লিটনের ব্যাটে, ভুল লোকের উপর বাজি ধরেনি ভেবে আশ্বস্ত হবে KKR

বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে ব্যক্তিগত নজির:-
১. মুশফিকুর রহিম মাত্র ৬০ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন। বাংলাদেশর হয়ে ওয়ান ডে ক্রিকেটে এটিই কোনও ব্যাটসম্যানের সব থেকে কম বলে শতরানের রেকর্ড। এর আগে এই রেকর্ড ছিল শাকিব আল হাসানের নামে। তিনি ২০০৯ সালে বুলাওয়েতে জিম্বাবোয়ের বিরুদ্ধে ৬৩ বলে শতরান করেন।

বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে দলগত নজির:-
বাংলাদেশ টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ৩৪৯ রান তোলে। সুতরাং, ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে এখন এটি তাদের সর্বোচ্চ দলগত ইনিংস। গত ম্যাচের ৮ উইকেটে ৩৩৮ রানের রেকর্ড ভেঙে দেয় বাংলাদেশ।

আরও পড়ুন:- WTC Points Table: ভারত খেলবে ফাইনাল, ওদিকে ৯ দলের টেস্ট চ্যাম্পিয়নশিপে ‘লাস্টবয়’ বাংলাদেশ- দেখুন চূড়ান্ত লিগ টেবিল

আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে বাংলাদেশের ব্যাটিং:-
১. মুশফিকুর রহিম ১৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৬০ বলে ১০০ রান করে অপরাজিত থাকেন।

২. লিটন দাস ৩টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৭১ বলে ৭০ রান করে আউট হন।

৩. নাজমুল হোসেন শান্ত ৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৭৭ বলে ৭৩ রান করে মাঠ ছাড়েন।

৪. তাওহিদ হৃদয় ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৪ বলে ৪৯ রান করে আউট হন।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

লাল বেনারসিতে কনে বউ কৌশাম্বি! আদৃতের বিয়েতে হাজির মিঠাই পরিবার, নেই সৌমিতৃষা ‘আগুন ছাড়া ধোঁয়া হয় না,’ সন্দেশখালি নিয়ে ফের পালে হাওয়া তুললেন বিজেপি নেত্রী স্ট্রাইক রেট বেশি রাখতে চাইছিলাম! ৪৭ বলে ৯২ রান করেই খোঁচা বিরাটের, নিশানায় কে? অর্গান ফেল করে মারা গেলেন ব্রিটেনের সবচেয়ে ভারি ব্যক্তি Sugar Buying Tips: আপনিও কি ভেজাল চিনি কিনছেন? এভাবেই বুঝতে পারবেন Cucumber Benefits: হাড়ের জন্যও শসা খুবই উপকারি লালের হাল ফেরাতে পথে নামলেন রাহুল-বাদশা, জিপে করে প্রচার সারলেন দীপ্সিতার হয়ে লোকাল ট্রেনে উদযাপন হল না রবীন্দ্রজয়ন্তী! ঘটনায় ক্ষিপ্ত যাত্রীরা উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় যমজ বোন স্নেহা-সোহা! খুশির হাওয়া পরিবারে পাম অয়েল ছেড়ে সূর্যমুখীর তেলের দিকে ঝুঁকছে চিপস প্রস্তুতকারক লে'স! কেন?

Latest IPL News

স্ট্রাইক রেট বেশি রাখতে চাইছিলাম! ৪৭ বলে ৯২ রান করেই খোঁচা বিরাটের, নিশানায় কে? IPL-এর শেষ ২ ম্যাচে নেতৃত্ব ছাড়ছেন রাহুল! পরের মরশুমে লোকেশকে ছাড়ার পথে LSG IPL-কলকাতায় ভারি বৃষ্টির জের,ইডেনে নামা হল না নাইট রাইডার্স, মুম্বই ইন্ডিয়ান্সের পিচে গড়াগড়ি খেয়েও ছক্কার পর ছক্কা হাঁকালেন রঘুবংশী, KKR শেয়ার করল দারুণ ভিডিয়ো আইপিএলের মতো রান উঠবে না T20 বিশ্বকাপে, ক্রিকেটারদের বার্তা পিচ কিউরেটরের সবাই ভাবত লাল বলেই শুধু সাফল্য পাবেন, কীভাবে লোকের ভুল ভাঙালেন, জানালেন রাহুল বিরাটকে চার নম্বরে পাঠিয়ে সূর্যকে তিনে পাঠাও, ভারতীয় দলকে উপদেশ ব্রায়ান লারার IPL 2024-পডকাস্ট চলাকালীন হঠাৎই হাজির বিরাট, ঘাবড়ে গেলেন রাবাদা! দেখুন ভিডিয়ো প্রায় তিন বছর পর টেস্ট ক্রিকেট ফিরছে ওয়াংখেড়েতে, হবে ভারত-নিউজিল্যান্ড ম্যাচ KKR ম্যাচে জার্সির রং বদলাচ্ছে শুভমন গিলের গুজরাট, ভাগ্য ফেরাতে নয়, মহৎ কারণে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.