গত কয়েকদিন আগেই একটি সাক্ষাৎকারে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান রামিজ রাজা স্পট ফিক্সিং নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন। মহম্মদ আমিরকে উদ্দেশ্য করে তিনি বলেছিলেন, 'পাকিস্তান ক্রিকেটে ফিক্সিং অনেক পুরনো বিষয়। আমির এটা ভালো করেই জানতেন, তবুও তিনি এমন কাজ করেন। যদি দলের জয়ের চেষ্টা করেন ৯ জন এবং পরাজিত করার জন্য ২ জন খেলোয়াড় জড়িত থাকেন, তবে এই জাতীয় খেলোয়াড়দের দলে জায়গা দেওয়া উচিত?'
শুধু আমিরকে নিয়ে নয়, ওয়াসিম আক্রম এবং ওয়াকার ইউনিসকে নিয়েও বিতর্কিত মন্তব্য করেন পাক ক্রিকেট বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান। রামিজ বলেছিলেন, 'আমার ক্ষমতা থাকলে আমি ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনিস এবং বিচারপতি কাইয়ুমের রিপোর্টে উল্লেখ করা সমস্ত খেলোয়াড়দের উপর আজীবন নিষেধাজ্ঞা আরোপ করতাম।' এবার আসরে নামলেন পিসিবির বর্তমান চেয়ারম্যান নাজাম শেঠি। রামিজকে তুলোধনা করে নাজাম বলেছেন, 'কোনও ক্রিকেটারকে অপমান করার অধিকার কারোর নেই। যে এই ধরণের মন্তব্য করছেন তাঁর লজ্জা পাওয়া উচিত। আমি স্পট ফিক্সিংকে একেবারেই সমর্থন করছি না। কিন্তু এখানে ব্যাক্তিকে নাম ধরে অপমান করা হচ্ছে। এটা একেবারেই ঠিক কাজ নয়। আমরা মোটেই এই ঘটনাকে সমর্থন করব না।'
নাজাম শেঠি আরও বলেছেন, 'আইসিসি এই স্পট ফিক্সিং বন্ধ করার চেষ্টা করছে। বর্তমানে এই ঘটনা সেই ভাবে হচ্ছে না। আমরাও আইসিসিকে সাহায্য় করছি। ক্রিকেটের স্বার্থে আমরা সব সময় হাত বাড়িয়ে দিয়েছি। আর যেখানে আমির নিজের ভুলের শাস্তি পেয়ে নিজের পারফরম্যান্সের ভিত্তিতে দলে জায়গা করে নিয়েছিল। আমি সব সময় স্বাগত জানিয়েছি। রমিজ কী বললেন তা আমরা একেবারেই গুরুত্ব দিতে চাই না। পদ হারিয়ে এখন এই সব মন্তব্য করছেন রামিজ। আমির দেশকে অনেক ভালো ইনিংস উপহার দিয়েছে। এখন কেন এমন মন্তব্য করা হচ্ছে জানি না। '
প্রসঙ্গত, ভারতের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের পরই পদ হারাতে হয় পাক্তন পাক বোর্ডের চেয়ারম্যানকে। তারপর থেকেই একের পর এক বিতর্কিত মন্তব্য করেই চলেছেন রমিজ। কখনও ভারতকে নিয়ে, আবার কখনও নিজের দেশের ক্রিকেটারদের নিয়ে। রামিজের এমন মন্তব্যে বিরক্ত অনেকেই। তবে পাকিস্তান ক্রিকেটের একাংশ প্রাক্তন ক্রিকেটারের এমন মন্তব্যকে একেবারেই গুরুত্ব দিচ্ছে না।