একে তো ১০ ওভারের খেলায় হ্যাটট্রিক, তার উপর দুর্দান্ত ক্যাচ, কাতার রমজান টি-১০ কাপে পয়সা উসুল ক্রিকেটের সাক্ষী থাকল ক্রিকেটবিশ্ব। এখানেই শেষ নয়, বরং পরপর চার বলে চার উইকেটও দেখা গেল একই ম্যাচে।
দোহার ওয়েস্ট এন্ড পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ফ্যাটম দোহার সঙ্গে ম্যাচ ছিল বাংলা টাইগার্সের। ম্যাচে দুর্দান্ত হ্যাটট্রিক করেন নাজিম মুপন্দখত। এই হ্যাটট্রিকের পিছনে উল্লেখযোগ্য অবদান রাখেন আওয়াইস আলি। তিনি মহম্মদ ফয়জলের যে ক্যাচটি ধরেন, তা এককথায় অবিশ্বাস্য।
টস জিতে শুরুতে ব্যাট করতে নামে বাংলা টাইগার্স। তারা নির্ধারিত ১০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ৭৯ রান তোলে। মহম্মদ রাব্বি দলের হয়ে সবথেকে বেশি ২৯ রান করে অপরাজিত থাকেন। ২৪ রান করেন কবির মিয়া।
নাজিম ২ ওভারে মাত্র ৬ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন। নবম ওভারের প্রথম তিন বলে (৮.১, ৮.২ ও ৮.৩ ওভার) পরপর ইরফান আহমেদ, মহম্মদ ফয়জল ও রাসেল ঢালির উইকেট তুলে নিয়ে ব্যক্তিগত হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। সেই ওভারেই চতুর্থ বলে (৮.৪) রান-আউট হন আরমান মাহমুদ।
জবাবে ব্যাট করতে নেমে দোহা ৭.১ ওভারে ২ উইকেটের বিনিময়ে জয়ের জন্য প্রয়োজনীয় ৮০ রান তুলে নেয়। শফিক শামসুদ্দিন ৩৮ রান করে নট-আউট থাকেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।