ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নন, এই বছর ইউরোতে নায়ক হতে পারেন চেলসির মিডফিল্ডার এনগোলো কন্তে। আর কন্তের জন্যই ইউরোতে এগিয়ে থাকবেন গত বারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। সেমিফাইনালে জার্মানি বা গত বারের চ্যাম্পিয়ন পর্তুগালকে শেষ চারে না রেখে পোল্যান্ডকে জায়গা করে দিয়েছেন। ফ্রান্স, পোল্যান্ড ছাড়াও ইংল্যান্ড এবং বেলজিয়ামকেও শেষ চারে রেখেছেন ২০০৬ বিশ্বকাপে ফ্রান্সের জার্সিতে খেলা স্ট্রাইকার লুইস সাহা।
কন্তেকে নিয়ে উচ্ছ্বসিত লুইস সাহা একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময়ে বলেছেন, ‘ও একাই ম্যাচের রং বদলে দিতে পারে। কন্তে অনেকটা মেশিনের মতো। ও ভাল করে জানে, কোন পরিস্থিতিতে ঠিক কী করা প্রয়োজন। গত তিন বছর ধরে ও খুব নিজেকে তৈরি করেছে। আর যার প্রমাণ এ বারের চ্যাম্পিয়ন্স লিগ। ও দেখিয়ে দিয়েছে, কী করতে পারে! সেমিফাইনাল আর ফাইনাল ম্যাচে সেরা ফুটবলার হওয়ার তকমা পাওয়াটা কী কম বড় বিষয় নাকি!’
কন্তেকে নিয়ে যেন থামতেই পারছিলেন না লুইস সাহা। বলেই চলেছিলেন, ‘ও খুবই বুদ্ধিমান ফুটবলার। বিপক্ষ ফুটবলারের পা থেকে বল কেড়ে, একেবারে নিখুঁত ভাবে ঠিক জায়গায় ও পাসটা বাড়াতে জানে। ওর সঙ্গে পল পোগবা, গ্রিজম্যানের মতো ফুটবলার থাকবে। তাই ও আরও ভয়ঙ্কর হয়ে ওঠার সুযোগ পাবে।’
ইউরোর সবচেয়ে কঠিন গ্রুপ বা ‘গ্রুপ অফ ডেথ’ বলা হচ্ছে গ্রুপ ‘এফ’কে। সেই গ্রুপে ফ্রান্স, পর্তুগাল, জার্মানি, হাঙ্গেরি রয়েছে। তাতে অবশ্য ফ্রান্সের নক আউট পর্বে উঠতে কোনও সমস্যাই হবে না। এমন কী ফ্রান্সকেই এ বছরের ইউরো চ্যাম্পিয়ন বলে বাজি ধরেছেন লুইস সাহা। তাঁর কারণ হিসেবে তিনি বলেছেন, ফ্রান্সে শুধুই কন্তেই নন। একাধিক তারকা ফুটবলার রয়েছেন। কিলিয়ান এমব্যাপের মতো তারকা ফুটবলার রয়েছেন। ছ'বছর পর জাতীয় দলে ফিরেছেন করিম বেঞ্জেমাও। সব মিলিয়ে ফ্রান্স এই মুহূর্তে ব্যালেন্সড দল। পাশাপাশি শক্তিশালীও।
তবে পর্তুগালকে শেষ চারে না রাখলেও লুইস সাহার দাবি, যেহেতু ক্রিশ্চিয়ানো রোনাল্ডো রয়েছেন দলে, তাই তারা অঘটন ঘটাতেই পারে। তিনি বলেওছেন, ‘এফ গ্রুপে গত বারের চ্যাম্পিয়ন পর্তুগালও রয়েছে। আর সেই দলে রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ও কিন্তু একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। তাই পর্তুগাল অঘটন ঘটালেও অবাক হব না।’ তবে জার্মানির বদলে পোল্যান্ডকে কেন শেষ চারে রাখলেন লুইস সাহা? তাঁর ব্যাখ্যা, ‘পোল্যান্ডের অনেক তরুণ ফুটবলার রয়েছে, তারা শেষ চারে উঠে সকলকে চমকে দেওয়ার ক্ষমতা রাখে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।