বাংলা নিউজ > ময়দান > ফ্রিটজের বিরুদ্ধে টানটান লড়াই, জিতে টানা ১১ বার অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে নোভাক জকোভিচ

ফ্রিটজের বিরুদ্ধে টানটান লড়াই, জিতে টানা ১১ বার অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে নোভাক জকোভিচ

নোভাক জকোভিচ ও টেলর ফ্রিটজ (ছবি-AFP)

Australian Open: এদিনের ম্যাচ জিতে অপরাজিত ভাবে টানা ১১ বার অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে পৌঁছে গেলেন ভক্তদের আদরের জোকার। এদিন অস্ট্রেলিয়ার প্রচন্ড গরমে নাজেহাল অবস্থা হয়ে গিয়েছিল‌ নোভাক জকোভিচের। ম্যাচ চলাকালীন বারবার বরফ ভেজা তোয়ালে দিয়ে শরীর মুছতে দেখা গিয়েছে তাঁকে।

শুভব্রত মুখার্জি: কোনও কিছুই যেন নোভাক জকোভিচের পথে বাঁধা হয়ে দাঁড়াতে পারছে না। চলতি অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডে জকোভিচের বিরুদ্ধে দুর্দান্ত লড়াই করছিলেন দিনো প্রিজমিক। চার ঘণ্টার উপর লড়াই করেও তিনি সে দিন আটকাতে পারেননি নোভাককে। আর এদিন যেন সেই ম্যাচের পুনরাবৃত্তি হল জকোভিচের কোয়ার্টার ফাইনাল ম্যাচে। যেখানে তাঁর বিরুদ্ধে পৌনে চার ঘণ্টা লড়াই চালিয়েও তাঁকে আটকাতে ব্যর্থ হলেন টেলর ফ্রিটজ। এদিনের ম্যাচ জিতে অপরাজিত ভাবে টানা ১১ বার অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে পৌঁছে গেলেন ভক্তদের আদরের জোকার। এদিন অস্ট্রেলিয়ার প্রচন্ড গরমে নাজেহাল অবস্থা হয়ে গিয়েছিল‌ নোভাক জকোভিচের। ম্যাচ চলাকালীন বারবার বরফ ভেজা তোয়ালে দিয়ে শরীর মুছতে দেখা গিয়েছে তাঁকে। মাথায় ঠান্ডা করতে দিয়েছেন বরফ। তবে এত গরম কাবু করতে পারেনি তাঁকে।

<p>গরম থেকে রক্ষা পেতে বরফ দিচ্ছেন নোভাক (ছবি-REUTERS)</p>

গরম থেকে রক্ষা পেতে বরফ দিচ্ছেন নোভাক (ছবি-REUTERS)

কোয়ার্টার ফাইনালে টেলর ফ্রিটজকে হারিয়ে দিয়েছেন ৩৬ বছর বয়সি জকোভিচ। পৌঁছে গিয়েছেন কেরিয়ারে আরও একটি গ্রান্ড স্ল্যাম জয়ের আরও কাছে। মঙ্গলবার মেলবোর্নের রড লেভার এরিনায় কোয়ার্টার-ফাইনালে প্রথম সেটের টানটান লড়াই। সেট জেতেন নোভাক জকোভিচ। প্রথম সেট হারের পর দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান আমেরিকার ফ্রিটজ। এই সেটটি জিতে ম্যাচে কামব্যাক করেন তিনি । তবে পরে আর সেভাবে লড়াই করতে পারেননি তিনি। ফলে পৌনে চার ঘণ্টার লড়াই শেষে ৭-৬ (৭-৩), ৪-৬, ৬-২, ৬-৩ ফলে ম্যাচ জিতে সেমিফাইনালে চলে গেছেন জকোভিচ। মেলবোর্ন পার্কে এই নিয়ে পুরুষদের সিঙ্গেলস বিভাগে টানা ৩৩টি ম্যাচ জিতলেন নোভাক। যা অস্ট্রেলিয়ান ওপেনের ইতিহাসে রেকর্ড। এই নজির গড়লেন ১০ বারের চ্যাম্পিয়ন।

উল্লেখ্য পুরুষ সিঙ্গেলসে সর্বোচ্চ ২৪টি গ্রান্ড স্ল্যাম জিতেছেন জকোভিচ-

প্রসঙ্গত এবার অস্ট্রেলিয়ান ওপেনে জিতলে কিংবদন্তি মার্গারেট কোর্টকে পিছনে ফেলবেন তিনি। মেলবোর্ন পার্কে এর আগে ১০টি সেমিফাইনাল খেলে ১০ টিতেই জিতেছেন তিনি। ইয়ানিক সিনার এবং আন্দ্রেই রুভলেভের ম্যাচের জয়ীর বিরুদ্ধে খেলবেন তিনি। ম্যাচে নোভাকের বিরুদ্ধে ১৫টি ব্রেক পয়েন্ট বাঁচিয়েও এদিন সুবিধা করতে পারেননি ফ্রিটজ। ম্যাচ জিতে নোভাক জকোভিচ জানিয়েছেন, ‘আমরা সবাই জানি এই মুহূর্তে টেনিস বিশ্বে টেলর হল এমন এক ক্রীড়াবিদ যার হাতে রয়েছে অন‌্যতম সেরা সার্ভ। তাই আমি জানি কতটা বিপদজনক হয়ে উঠতে পারে ও। এদিন ম্যাচে আমার কনভার্সন খুব খারাপ ছিল। তবে দিনের শেষে আমি ওঁকে ব্রেক করতে পেরেছি। ম্যাচ চলাকালীন তৃতীয় আমি নিজের খেলাটা অন্য পর্যায়ে নিয়ে যেতে সমর্থ হয়েছি। শেষ পর্যন্ত সেটা ধরে রেখেই আমি বাজিমাত করেছি।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

রোহিতের সঙ্গেই দিল্লিতে নির্বাচকপ্রধান আগরকর, বিশ্বকাপের দল ঘোষণা কি একটু পরেই? সাবধান, আবারও জেগেছে খুনি গেম 'ব্লু হোয়েল'! প্রাণ নিল এক ভারতীয় ছাত্রের জমি খুঁড়তে গিয়ে বেরিয়ে এল অমূল্য ধন, খোঁজ মিলল ৪০০ বছরের পুরনো বিষ্ণু মূর্তির হরিয়ানায় ৮ আসনে প্রার্থী ঘোষণা কংগ্রেসের, হেভিওয়েট নেতারা লড়বেন ভোটে ঘোর বৈশাখেই বর্ষার প্রস্তুতি শুরু কলকাতা পুরসভার, আগের ভুল থেকে শিক্ষা পুরো পয়সা উসুল, আইপিএলে টানা তিন ইনিংসে উঠল ২৫০+ রান, একটুর জন্য মিস মুম্বইয়ের গার্ডেনরিচকাণ্ডে মৃত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণের অনুমতি হাইকোর্টের অপেক্ষার অবসান! মাস দুয়েকের মধ্য়েই বন্দে ভারত মেট্রোর ট্রায়াল রান ‘সংখ্যালঘুদের গো মাংস খাওয়ার অধিকার দিতে চায় কংগ্রেস’, বেলগাম আক্রমণ যোগীর অধিক VVPAT ব্যবহারের জন্য রাজনৈতিক সংগ্রাম চলবে, বার্তা কংগ্রেসের

Latest IPL News

রোহিতের সঙ্গেই দিল্লিতে নির্বাচকপ্রধান আগরকর, বিশ্বকাপের দল ঘোষণা কি একটু পরেই? পুরো পয়সা উসুল, আইপিএলে টানা তিন ইনিংসে উঠল ২৫০+ রান, একটুর জন্য মিস মুম্বইয়ের টস নিয়ে ভুল বোঝাবুঝি! তুমি কি কল দিয়েছো? সঞ্জুকে প্রশ্ন রাহুলের ব্যাট হাতে ব্যর্থ হয়েও দিল্লির বিরুদ্ধে কোহলির বিরাট রেকর্ড ভাঙলেন রোহিত শর্মা MI বোলারদের যখন ছাতু করছিলেন ম্যাকগার্ক, তখন রাগে ফেটে পড়েন হার্দিক- ভিডিয়ো বুড়ো হাড়েই ভেলকি, ফিটনেস রহস্যটা কি? ফাঁস করলেন ধোনির কোচ ১৫ বলে হাফ-সেঞ্চুরি ম্যাকগার্কের, তিলকের ব্যাটে লড়ে হার মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ চলাকালীনই রোহিতের হাত থেকে ঘুড়ি নিয়ে অন্য খেলায় মাতলেন পন্ত,ভাইরাল ভিডিয়ো কান্নাকাটি বন্ধ করে নিজেদের ক্ষমতার সেরা ব্যবহার করো, বোলারদের উপদেশ শাস্ত্রীর 4,4,6,4,4,4: মুড়ি-মুড়কির মতো চার-ছয় স্টাবসের, উডের ওভারে সব বল গেল মাঠের বাইরে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.