নীরজ চোপড়ার সোনা জয়ের উচ্ছ্বাসে মেতে রয়েছে গোটা দেশ। ক্রীড়াজগত থেকে বলিউড, সেলেব থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকেই যেন উৎসবে মেতেছেন। নীরজকে কুর্নিশ জানাতে ভারতের তারকা টেনিস প্লেয়ার সোমদেব দেববর্মন তো গানই বেধে ফেলেছেন। তিনি নিজে গান লিখেছেন, সুরও দিয়েছেন।
‘নী…রজ চোপড়া, হি ইজ ব্রিঙ্গিং হোম দ্য গোল্ড’ এই গানে গলা মিলিয়েছেন সুনীল গাভাস্কর, আশিস নেহরারা। গানটি টুইটারে শেয়ার করেছেন বিখ্যাত ক্রীড়াসাংবাদিক এবং ধারাভাষ্যকর আয়াজ মেনন। টুইটারে এই গানটি শেয়ার করার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়েছে।
প্রথম বার অলিম্পিক্সে অংশ নিয়েছিলেন। আর প্রথম বারেই বাজিমাত করেছেন নীরজ চোপড়া। তিনি সোনা জিতে ভারতকে শুধু গর্বিতই করেননি, গড়ে ফেলেছেন রেকর্ডও। ভারতের এই প্রথম কোনও অ্যাথলিট ট্র্যাক এন্ড ফিল্ডে পদক পেলেন। আর সেটাও সোনা। জ্যাভলিনে নীরজের সোনা জয় যেন ভারতের ট্র্যাক এন্ড ফিল্ডের ব্যর্থতার রেকর্ড এক মুহূর্তে মুছে দিয়েছে।
ভারত এর আগে অলিম্পিক্স থেকে মোট ৯টি সোনা পেয়েছে। তার মধ্যে ৮টি এসেছে হকি থেকে। আর ২০০৮ বেজিং অলিম্পিক্সে শুটিংয়ে সোনা জিতেছিলেন অভিনব বিন্দ্রা। এর পরে ভারতকে সোনার সম্মান দিলেন নীরজ। অভিনব বিন্দ্রার পর ব্যক্তিগত ইভেন্টে দ্বিতীয় অ্যাথলিট হিসেবে সোনা পেলেন নীরজ।
তবে অনেকের দাবি, প্রথম ভারতীয় হিসেবে অলিম্পিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে পদক জিতেছিলেন নর্ম্যান প্রিটচার্ড। ১৯০০ সালের অলিম্পিক্সে তিনি দুটি সোনা জিতেছিলেন। যদিও তিনি ভারতের হয়ে অংশগ্রহণ করেননি। সেই নিরিখে ভারতের প্রথম ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলিট হিসেবে অলিম্পিক্সে পদক জিতলেন নীরজই। তাও একেবারে সোনা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।