রুদ্ধশ্বাস শুট-অফে প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচ জিতে তিরন্দাজির মেয়েদের ব্যক্তিগত ইভেন্টের শেষ আটে জায়গা করে নিলেন দীপিকা কুমারি। শেষ ষোলোর লড়াইয়ে ভারতীয় তারকা ৬-৫ সেট পয়েন্টে পরাজিত করেন রাশিয়ান অলিম্পিক্স সংস্থার অধীনে খেলতে নামা সেনিয়া পেরোভাকে।
পেরোভার বিরুদ্ধে প্রথম সেট ২৮-২৫ ব্যবধানে জিতে নেন দাপিকা। দ্বিতীয় সেটে ২৬-২৭ ব্যবধানে হার মানেন ভারতীয় তারকা। তৃতীয় সেট ২৮-২৭ ব্যবধানে পকেটে পোরেন দীপিকা। চতুর্থ সেট ২৬-২৬ পয়েন্টে ড্র হয়। পঞ্চম সেটে ২৫-২৮ ব্যবধানে হেরে যান দীপিকা।
নির্ধারিত ৫ সেটের পর সেট পয়েন্টের নিরিখে ম্যাচ দাঁড়িয়েছিল ৫-৫ সমতায়। শুট-অফে দীপিকা ১০ পয়েন্ট সংগ্রহ করেন প্রথম তির থেকে। পেরোভা ৭ পয়েন্টের বেশি সংগ্রহ করতে পারেননি। ফলে ম্যাচ জিতে নেন ভারতীয় তিরন্দাজ।
কোয়ার্টার ফাইনালে দীপিকার সামনে কঠিন লড়াই অপেক্ষা করে রয়েছে। কেননা তাঁকে লড়াইয়ে নামতে হবে কোয়ালিফিকেশনে অলিম্পিক্স রেকর্ড গড়া কোরিয়ার সান আনের বিরুদ্ধে।
প্রি-কোয়ার্টার ফাইনালের গতিপ্রকৃতি:-
প্রথম সেট:-
দীপিকা- ৯, ১০, ৯ (২৮)
পেরোভা- ৯, ৯, ৭ (২৫)
সেট পয়েন্ট: দীপিকা-২, পেরোভা-০।
দ্বিতীয় সেট:-
দীপিকা- ১০, ৯, ৭ (২৬)
পেরোভা- ৯, ৮, ১০ (২৭)
সেট পয়েন্ট: দীপিকা-২, পেরোভা-২।
তৃতীয় সেট:-
দীপিকা- ১০, ৯, ৯ (২৮)
পেরোভা- ৯, ৯, ৯ (২৭)
সেট পয়েন্ট: দীপিকা-৪, পেরোভা-২।
চতুর্থ সেট:-
দীপিকা- ৯, ৮, ৯ (২৬)
পেরোভা- ৯, ৮, ৯ (২৬)
সেট পয়েন্ট: দীপিকা-৫, পেরোভা-৩।
পঞ্চম সেট:-
দীপিকা- ৭, ১০, ৮ (২৫)
পেরোভা- ৯, ১০, ৯ (২৮)
সেট পয়েন্ট: দীপিকা-৫, পেরোভা-৫।
শুট-অফ:-
দীপিকা- ১০ (১০)
পেরোভা- ৭ (৭)
সেট পয়েন্ট: দীপিকা-৬, পেরোভা-৫।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।