
ভারতীয় ব্যাডমিন্টনের আকাশে করোনার কালো ছায়া, পজিটিভ কাশ্যপ সহ চার খেলোয়াড়
১ মিনিটে পড়ুন . Updated: 07 Dec 2020, 10:54 AM IST- কোভিড পজিটিভ সাইনার স্বামী কাশ্যপ
সারা বিশ্ব জুড়ে করোনা মহামারী এখনও এক আতঙ্কের নাম। ভ্যাকসিন আস্তে এখন ও বেশ কয়েক মাস।তাই নিজেকে সবরকমভাবে সুরক্ষিত রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তবুও যেন সুরক্ষা বলয়ের ফাঁকফোকর ঠিক বের করে নিচ্ছে এই মহামারী করোনা।
এবার কোভিড-১৯-এ আক্রান্ত হলেন ব্যাডমিন্টন তারকা তথা সাইনা নেহওয়ালের স্বামী পারুপল্লি কাশ্যপ। কাশ্যপ ছাড়াও করোনা পজিটিভ হয়েছেন আরও তিন ভারতীয় শাটলার। ভাগ্যক্রমে করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে সাইনা নেহওয়ালের।
কাশ্যপ ছাড়াও এইচএস প্রণয়, আরএমভি গুরুসাইদত্ত ও প্রণব জেরি চোপড়াও করোনা পজিটিভ হয়েছেন। কারুর শরীরেই করোনার উপসর্গ ছিল না।সেলফ আইসোলেশনে রয়েছেন তাঁরা। সোমবার ফের তাঁদের দ্বিতীয় টেস্ট করা হবে। চিকিৎসকরা সোমবার দ্বিতীয় টেস্ট করানোর পরামর্শ দিয়েছেন।