বাংলা নিউজ > ময়দান > PAK vs ENG: শতরানের দোরগোড়ায় দুই পাক ওপেনার, রাওয়ালপিন্ডিতে ব্রিটিশ বোলাররাও টের পাচ্ছেন কত ধানে কত চাল

PAK vs ENG: শতরানের দোরগোড়ায় দুই পাক ওপেনার, রাওয়ালপিন্ডিতে ব্রিটিশ বোলাররাও টের পাচ্ছেন কত ধানে কত চাল

জমাট প্রতিরোধ দুই পাক ওপেনারের। ছবি- এএফপি (AFP)

Pakistan vs England 1st Test: রাওয়ালপিন্ডির ব্যাটিং স্বর্গে পসার জমাচ্ছেন ইমাম-আব্দুল্লা।

ইটের জবাবে পাথর নয়, বরং পাথরের আঘাত হজম করার পরে ইট ছুঁড়তে শুরু করেছে পাকিস্তান। রাওয়ালপিল্ডি টেস্টের প্রথম দু'দিনের খেলা দেখে তেমনটা মনে হওয়াই স্বাভাবিক।

২ দিনের প্রথম ৪টি সেশনে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা পাক বোলারদের নিয়ে কার্যত ছেলেখেলা করেন। এমন পিচে পাক ব্যাটসম্যানরাও যে কড়া চ্যালেঞ্জ জানাতে চলেছেন, সেটা শেষ ২টি সেশনে বুঝে গিয়েছেন ইংল্যান্ডের বোলাররাও।

টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে ইংল্যান্ড প্রথম দিনে ৭৫ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ৫০৬ রান তোলে। তার পর থেকে খেলা শুরু করে দ্বিতীয় দিনে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে অল-আউট হয়ে যায় ৬৫৭ রানে। সাকুল্যে ১০১ ওভার স্থায়ী হয় ব্রিটিশদের প্রথম ইনিংস।

আরও পড়ুন:- IND A vs BAN A: জাকিরের চোয়ালচাপা লড়াইয়ে হার বাঁচাল বাংলাদেশ-এ দল, ম্যাচে ৯ উইকেট সৌরভের

জ্যাক ক্রাউলি ১২২, বেন ডাকেট ১০৭, ওলি পোপ ১০৮, জো রুট ২৩, হ্যারি ব্রুক ১৫৩, বেন স্টোকস ৪১, উইল জ্যাকস ৩০ ও ওলি রবিনসন ৩৭ রান করেন। ২৩৫ রান খরচ করে ৪টি উইকেট নেন জাহিদ মাহমুদ। ৩টি উইকেট নেন নাসিম শাহ। ২টি উইকেট নিয়েছেন মহম্মদ আলি এবং ১টি উইকেট পকেটে পোরেন হ্যারিস রউফ।

আরও পড়ুন:- IPL 2023: সত্যি হল জল্পনা, আর আইপিএল খেলবেন না ব্র্যাভো, দেখা যাবে নতুন ভূমিকায়

জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান দ্বিতীয় দিনের শেষে তাদের প্রথম ইনিংসে শক্ত ভিত গড়ে ফেলেছে। তারা ৫১ ওভারে কোনও উইকেট না হারিয়ে ১৮১ রান সংগ্রহ করেছে। ব্যক্তিগত শতরানের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছেন দুই পাক ওপেনার। আব্দুল্লা শফিক ১০টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৫৮ বলে ৮৯ রান করে দ্বিতীয় দিনে অপরাজিত থাকেন। ১৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৪৮ বলে ৯০ রান করে নট-আউট থাকেন ইমাম-উল-হক। আপাতত প্রথম ইনিংসের নিরিখে ইংল্যান্ডের থেকে ৪৭৬ রানে পিছিয়ে রয়েছে পাকিস্তান।

বন্ধ করুন