বাংলা নিউজ > ময়দান > PAK vs ENG: বাঁ-হাতে ব্যাট করে রাওয়ালপিন্ডির বাইশগজকে হেয় করলেন জো রুট, ভিডিয়ো

PAK vs ENG: বাঁ-হাতে ব্যাট করে রাওয়ালপিন্ডির বাইশগজকে হেয় করলেন জো রুট, ভিডিয়ো

বাঁ-হাতে ব্যাট করছেন জো রুট। ছবি- টুইটার।

Pakistan vs England 1st Test: ডানহাতি ব্যাটসম্যানকে টেস্ট ম্যাচে এভাবে বাঁ-হাতে ব্যাট করতে দেখে অবাক ক্রিকেটবিশ্ব।

টেস্ট ক্রিকেটে ব্যাট-বলের যেরকম উত্তেজক লড়াই দেখার আশায় থাকেন ক্রিকেটপ্রেমীরা, রাওয়ালপিন্ডিতে সেটা চোখে পড়েনি একেবারেই। বদলে ব্যাটসম্যানদের একতরফা দাপট দেখা যায় ম্যাচের প্রথম ওভার থেকেই।

টি-২০ ক্রিকেটে লোকে চার-ছক্কার ফুলঝুরি দেখতে মাঠে আসেন। তবে টেস্টে ব্য়া টসম্যানদের ঝুড়ি ঝুড়ি রান সংগ্রহ করতে দেখা একঘেঁয়ে সন্দেহ নেই। দর্শদের সেই একঘেঁয়েমি কাটাতেই বোধহয় রাওয়ালপিন্ডিতে অদ্ভুত সব কাণ্ড ঘটিয়ে চলেছেন জো রুট।

জ্যাক লিচের ন্যাড়া মাথায় জো রুটের বল পালিশ করার চেষ্টা রীতিমতো হাসির রোল তোলে সোশ্যাল মিডিয়ায়। এবার টেস্টের চতুর্থ দিনে রুট যেটা করলেন, তাকে নিতান্ত ছেলেখেলা বলা ছাড়া উপায় নেই।

আসলে পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে হাফ-সেঞ্চুরি করা জো রুট একসময় বাঁ-হাতে ব্যাট করতে শুরু করেন। জাহিদ মাহমুদের বলে বাঁ-হাতে ব্যাট করার সময় দারুণ সুইপ শটও খেলেন তিনি। শেষমেশ জাহিদের বলেই আউট হয়ে মাঠ ছাড়েন রুট।

আরও পড়ুন:- IND vs BAN: দুশ্চিন্তার বিষয়! ঋষভ পন্ত কেন দলে নেই, আসল কারণ জানাল BCCI

নেটে অনুশীলনের সময় কখনও কখনও ডানহাতি ব্যাটসম্যানদের বাঁ-হাতে অথবা বাঁ-হাতি ব্যাটসম্যানদের ডানহাতে ব্যাট করতে দেখা যায়। তবে সেটা কখনই তাদের গেমপ্ল্যান হিসেবে বিবেচিত হয় না। নিতান্ত মজার ছলেই এমনটা করতে দেখা যায় ব্যাটসম্যানদের। আন্তর্জাতিক ম্যাচে অনেককেই সুইচ হিট মারার সময় স্টান্স বদল করতে দেখা যায়। তবে টেস্ট ম্যাচে এভাবে ডানহাতি ব্যাটসম্যানকে বাঁ-হাতে ব্যাট করতে দেখার ছবি নিতান্ত অপিরিচিত। রাওয়ালপিন্ডির মরা পিচকে এর থেকে তীব্র কটাক্ষ করার উপায় খুঁজে পাওয়া মুশকিল।

আরও পড়ুন:- PAK vs ENG: 'আপনিই খেলুন তাহলে', রাওয়ালপিন্ডির জঘন্য পিচ নিয়ে প্রশ্ন শুনেই রেগে গেলেন রামিজ রাজা, ভিডিয়ো

রুট দ্বিতীয় ইনিংসে ৬টি বাউন্ডারির সাহায্যে ৬৯ বলে ৭৩ রান করে মাঠ ছাড়েন। ইংল্যান্ড ৭ উইকেটে ২৬৪ রান তুলে তাদের দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে দেয়। হ্যারি ব্রুক ৮৭ ও জ্যাক ক্রাউলি ৫০ রান করেন।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন