সব জল্পনা-কল্পনার অবসান। পাকিস্তান সরকার শেষ পর্যন্ত সবুজ-সঙ্কেত দিল। ২০২৩ ওডিআই বিশ্বকাপের জন্য ভারতে টিম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। রবিবার পাক পররাষ্ট্র মন্ত্রকের তরফে এ কথা নিশ্চিত করা হয়েছে
পররাষ্ট্র মন্ত্রক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘পাকিস্তান বরাবরই বলে এসেছে যে, খেলাধুলাকে রাজনীতির সঙ্গে মেশানো উচিত নয়। তাই, আসন্ন আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-এ অংশগ্রহণের জন্য আমাদের ক্রিকেট দলকে ভারতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।’
তারা যোগ করেছে, ‘পাকিস্তান বিশ্বাস করে যে, দুই দেশের রাজনৈতিক সম্পর্কের প্রভাব আন্তর্জাতিক ক্রীড়ার ক্ষেত্রে পড়া উচিত নয়। পাকিস্তানের এই সিদ্ধান্ত গঠনমূলক এবং দায়িত্বশীল দৃষ্টিভঙ্গিরই প্রতিচ্ছ্ববি। আর ভারতের অস্থির মনোভাবের একেবারে বিপরীত। ভারত কিন্তু এশিয়া কাপের জন্য তার ক্রিকেট দলকে পাকিস্তানে পাঠাতে অস্বীকার করেছিল।’
আরও পড়ুন: T20 থেকে অবসর নয়, এখনও লম্বা ইনিংস খেলার কথা ভাবছেন রোহিত- ভিডিয়ো
এই বিবৃতিটি আপাতদৃষ্টিতে বাবর আজমদের ছাড়পত্রের জন্য হলেও, এতে পাক সরকারের মূল উদ্দেশ্য সম্ভবত ছিল, ভারতকে খোঁচা দেওয়া। আসলে, পাকিস্তানে গিয়ে ভারত এশিয়া কাপ খেলতে রাজি হয়নি। ভারতের আপত্তির জন্য পুরো এশিয়া কাপের আয়োজন যে পাকিস্তান করতে পারছে না, সেটা হজম করতে পারছেন না সেই দেশের প্রতিটা মানুষই। যে কারণে সুযোগ বুঝে ভারতকে আক্রমণ করে গায়ের ঝাল মিটিয়েছে পাক সরকার।
আরও পড়ুন: আগে ছিল না, হঠাৎ-ই গোটা গায়ে ট্যাটু কেন? ইশানের প্রশ্নে আসল রহস্য ফাঁস করলেন তিলক- ভিডিয়ো
বাবরদের ভারতের পাঠাতে রাজি হলেও, নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করেছে সেই দেশের সরকার। এর মধ্যে প্রচ্ছন্ন ভাবে হলেও ভারতকে খোঁচা মারা হয়েছে। বিবৃতিতে লেখা হয়েছে, ‘পাকিস্তান অবশ্য তাদের ক্রিকেট দলের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগে রয়েছে। আমরা এই উদ্বেগগুলি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং ভারত সরকার এবং ক্রিকেট কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছি। আমরা আশা করছি যে, ভারত সফরের সময়ে পাকিস্তান ক্রিকেট দলের সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হবে।’ যদিও আইসিসি ইতিমধ্যে পাকিস্তানের নিরাপত্তা নিয়ে মৌখিক ভাবে নিশ্চয়তা দিয়েছে।
ইতিমধ্যে পাকিস্তান থেকে একটি টিম এসে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেছে। যে যে ভেন্যুতে পাকিস্তানের ম্যাচ রয়েছে, সেই জায়গাগুলি এসে ভালো করে পরীক্ষা করে গিয়েছে। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই প্রথম বারের মতো পাকিস্তানের পুরুষ ক্রিকেট টিম ভারত সফর করবে। শেষ বার পাকিস্তান ভারতের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল ২০১২-'১৩ সালের ডিসেম্বর-জানুয়ারিতে। সেবারই দুই দেশ শেষ দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল। তার পর থেকে ভারত এবং পাকিস্তান কোনও দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি। এশিয়া কাপ এবং আইসিসি-র কোনও ইভেন্টেই তারা একমাত্র একে অপরের মুখোমুখি হয়েছে।
প্রসঙ্গত, এবারের ওডিআই বিশ্বকাপে ৬ অক্টোবর পাকিস্তান তাদের অভিযান শুরু করবে। হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবেন বাবর আজমরা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।