ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই সিরিজে মাত্র একটি ম্যাচ খেলেছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। টি-টোয়েন্টি সিরিজ খেলছেন না। এমন কী আয়ারল্যান্ডেও খেলতে যাবেন না তিনি। সম্প্রতি রোহিত রয়েছেন আমেরিকায়। নিজের অ্যাকাডেমির কাজে। আর সেখানেই এক অনুষ্ঠানে নিজের ভবিষ্যত পরিকল্পনার কথা জানিয়েছেন হিটম্যান।
ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) ফাইনালে রোহিতের ভারত প্রতিদ্বন্দ্বিতা করেছিল। তবে জিততে পারেনি তারা। ডব্লিউটিসি-র প্রথম সংস্করণেও ফাইনালে উঠেছিল বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত। সেবার তারা শিরোপা জয়ের স্বাদ পায়নি। ২০১৩ সালের পর থেকে ভারত কোনও আইসিসি ইভেন্টে শিরোপা জয়ের স্বাদ পায়নি।
আরও পড়ুন: আগে ছিল না, হঠাৎ-ই গোটা গায়ে ট্যাটু কেন? ইশানের প্রশ্নে আসল রহস্য ফাঁস করলেন তিলক- ভিডিয়ো
যে কারণে এশিয়ান জায়ান্টরা ২০২৩ ওডিআই বিশ্বকাপে তাদের ট্রফির খরা কাটাতে মরিয়া হয়ে রয়েছে। ২০১১ সালের পর সেই ঘরের মাঠে হচ্ছে ওডিআই বিশ্বকাপ। ১২ বছর আগে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে জিতেছিল ভারত। এবার ফের বড় সুযোগ রয়েছে টিম ইন্ডিয়ার সামনে। তার আগে নিজের ক্রিকেটজীবন নিয়ে চিন্তাভাবনার কথা বলেছেন ৩৬ বছর বয়সী তারকা।
টুইটারে শেয়ার করা সেই অনুষ্ঠানের ভিডিয়োতে রোহিতকে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে দেখা গিয়েছে। সেটা নিজের অবসর নিয়ে হোক বা ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে তাঁর ভাবনা। তিনি জানিয়েছেন, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে তিনি আগ্রহী।
আরও পড়ুন: রাহুল-শ্রেয়স ফিট না হলে এশিয়া কাপে তিন নম্বর জায়গা ছাড়তে হতে পারে কোহলিকে
২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে বিরাট কোহলি আর রোহিতকে কিন্তু সংক্ষিপ্ততম ফর্ম্যাটে রাখাই হচ্ছে না। তাঁদের ছাড়াই নতুন করে টি-টোয়েন্টির দল তৈরি করা হচ্ছে। কিন্তু রোহিত শোনালেন অন্য কথা। তিনি বলেছেন, ‘শুধু খেলতে এবং উপভোগ করতে নয়, আরও বেশি কিছু চাই। ২০২৪ সালের জুন মাসে ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে। আমি নিশ্চিত আমেরিকায় ক্রিকেট বিশ্বকাপ নিয়ে সকলেই খুব উত্তেজিত। আমিও সেই অপেক্ষায় রয়েছি।’
রোহিত, যিনি সমস্ত ফর্ম্যাটেই এত দিন ভারতের জন্য অপরিহার্য ছিল, তাঁকে কি আদৌ পরের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে রাখা হবে। বিসিসিআই-এর রকমসকম সেরকম কিছু ইঙ্গিত করছে না। বরং টি-টোয়েন্টি ফর্ম্যাটে তারা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে নেতৃত্বে রেখে দল গোছানোর ভাবনা ভাবছে। হার্দিক ভারতের পরবর্তী সাদা বলের অধিনায়ক হিসেবে রোহিতের স্থলাভিষিক্ত হবেন, এমনও জল্পনা রয়েছে। তবে রোহিত পরিষ্কার করে দিয়েছেন যে, সংক্ষিপ্ততম ফর্ম্যাট ছেড়ে দেওয়ার বিষয়ে তাঁর আপাতত কোনও পরিকল্পনা নেই।
ভারত অধিনায়ক স্পষ্ট বলে দিয়েছেন, ‘এই মুহুর্তে আমি মনে করি যে, এই বছরটা আমাদের জন্য ৫০-ওভারের বিশ্বকাপের বছর। সেটা আগেই পরিষ্কার করে বলা হয়েছিল। এবং কিছু প্লেয়ারের পক্ষে সব ফরম্যাটে খেলা সম্ভব নয়। আপনি যদি সময়সূচি দেখেন, তা হলে বুঝতে পারবেন। ব্যাচ-টু-ব্যাক ম্যাচ রয়েছে। তাই আমরা কিছু প্লেয়ারের ওয়ার্কলোড দেখে সিদ্ধান্ত নিয়েছি, প্রত্যেকে যেন পর্যাপ্ত বিরতি পায়। আমিও সেই দলেই পড়ি।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।