বাংলা নিউজ > ময়দান > T20 থেকে অবসর নয়, এখনও লম্বা ইনিংস খেলার কথা ভাবছেন রোহিত- ভিডিয়ো

T20 থেকে অবসর নয়, এখনও লম্বা ইনিংস খেলার কথা ভাবছেন রোহিত- ভিডিয়ো

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার কথা ভাবছেন রোহিত।

২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে বিরাট কোহলি আর রোহিত শর্মাকে টি-টোয়েন্টি ফর্ম্যাটে রাখাই হচ্ছে না। তাঁদের ছাড়াই নতুন করে টি-টোয়েন্টির দল তৈরি করা হচ্ছে। কিন্তু রোহিত ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার গল্প শোনালেন।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই সিরিজে মাত্র একটি ম্যাচ খেলেছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। টি-টোয়েন্টি সিরিজ খেলছেন না। এমন কী আয়ারল্যান্ডেও খেলতে যাবেন না তিনি। সম্প্রতি রোহিত রয়েছেন আমেরিকায়। নিজের অ্যাকাডেমির কাজে। আর সেখানেই এক অনুষ্ঠানে নিজের ভবিষ্যত পরিকল্পনার কথা জানিয়েছেন হিটম্যান।

ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) ফাইনালে রোহিতের ভারত প্রতিদ্বন্দ্বিতা করেছিল। তবে জিততে পারেনি তারা। ডব্লিউটিসি-র প্রথম সংস্করণেও ফাইনালে উঠেছিল বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত। সেবার তারা শিরোপা জয়ের স্বাদ পায়নি। ২০১৩ সালের পর থেকে ভারত কোনও আইসিসি ইভেন্টে শিরোপা জয়ের স্বাদ পায়নি।

আরও পড়ুন: আগে ছিল না, হঠাৎ-ই গোটা গায়ে ট্যাটু কেন? ইশানের প্রশ্নে আসল রহস্য ফাঁস করলেন তিলক- ভিডিয়ো

যে কারণে এশিয়ান জায়ান্টরা ২০২৩ ওডিআই বিশ্বকাপে তাদের ট্রফির খরা কাটাতে মরিয়া হয়ে রয়েছে। ২০১১ সালের পর সেই ঘরের মাঠে হচ্ছে ওডিআই বিশ্বকাপ। ১২ বছর আগে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে জিতেছিল ভারত। এবার ফের বড় সুযোগ রয়েছে টিম ইন্ডিয়ার সামনে। তার আগে নিজের ক্রিকেটজীবন নিয়ে চিন্তাভাবনার কথা বলেছেন ৩৬ বছর বয়সী তারকা।

টুইটারে শেয়ার করা সেই অনুষ্ঠানের ভিডিয়োতে রোহিতকে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে দেখা গিয়েছে। সেটা নিজের অবসর নিয়ে হোক বা ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে তাঁর ভাবনা। তিনি জানিয়েছেন, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে তিনি আগ্রহী।

আরও পড়ুন: রাহুল-শ্রেয়স ফিট না হলে এশিয়া কাপে তিন নম্বর জায়গা ছাড়তে হতে পারে কোহলিকে

২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে বিরাট কোহলি আর রোহিতকে কিন্তু সংক্ষিপ্ততম ফর্ম্যাটে রাখাই হচ্ছে না। তাঁদের ছাড়াই নতুন করে টি-টোয়েন্টির দল তৈরি করা হচ্ছে। কিন্তু রোহিত শোনালেন অন্য কথা। তিনি বলেছেন, ‘শুধু খেলতে এবং উপভোগ করতে নয়, আরও বেশি কিছু চাই। ২০২৪ সালের জুন মাসে ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে। আমি নিশ্চিত আমেরিকায় ক্রিকেট বিশ্বকাপ নিয়ে সকলেই খুব উত্তেজিত। আমিও সেই অপেক্ষায় রয়েছি।’

রোহিত, যিনি সমস্ত ফর্ম্যাটেই এত দিন ভারতের জন্য অপরিহার্য ছিল, তাঁকে কি আদৌ পরের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে রাখা হবে। বিসিসিআই-এর রকমসকম সেরকম কিছু ইঙ্গিত করছে না। বরং টি-টোয়েন্টি ফর্ম্যাটে তারা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে নেতৃত্বে রেখে দল গোছানোর ভাবনা ভাবছে। হার্দিক ভারতের পরবর্তী সাদা বলের অধিনায়ক হিসেবে রোহিতের স্থলাভিষিক্ত হবেন, এমনও জল্পনা রয়েছে। তবে রোহিত পরিষ্কার করে দিয়েছেন যে, সংক্ষিপ্ততম ফর্ম্যাট ছেড়ে দেওয়ার বিষয়ে তাঁর আপাতত কোনও পরিকল্পনা নেই।

ভারত অধিনায়ক স্পষ্ট বলে দিয়েছেন, ‘এই মুহুর্তে আমি মনে করি যে, এই বছরটা আমাদের জন্য ৫০-ওভারের বিশ্বকাপের বছর। সেটা আগেই পরিষ্কার করে বলা হয়েছিল। এবং কিছু প্লেয়ারের পক্ষে সব ফরম্যাটে খেলা সম্ভব নয়। আপনি যদি সময়সূচি দেখেন, তা হলে বুঝতে পারবেন। ব্যাচ-টু-ব্যাক ম্যাচ রয়েছে। তাই আমরা কিছু প্লেয়ারের ওয়ার্কলোড দেখে সিদ্ধান্ত নিয়েছি, প্রত্যেকে যেন পর্যাপ্ত বিরতি পায়। আমিও সেই দলেই পড়ি।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

টিম ইন্ডিয়ার হেড কোচ চেয়ে বিজ্ঞাপন দিল BCCI, আবেদন করতে কোন কোন যোগ্যতা লাগবে? কাঁচা বাদাম অতীত, ভোটের মরশুমে নতুন গান বাঁধলেন ভুবন বাদ্যকর ছিটকে গেল গুজরাট, প্লে-অফের তিনটি জায়গার জন্য লড়াইয়ে টিকে ৬টি দল- পয়েন্ট তালিকা চাকরির লোভ দেখিয়ে বাংলাদেশ থেকে ভারতে এনে কিডনি পাচার! পুলিশি জালে ৩ মৃত্যুর পর পূর্ণ হবে পরাণের ইচ্ছে!মজার ছলে কোন গল্প বলতে আসছেন ইন্দ্রনীল-অনির্বণ আফগান ও মধ্য এশিয়ার দেশগুলির সঙ্গে ভারতের যোগাযোগে গেম চেঞ্জার হবে চাবাহার? ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পরে প্রয়াত সুশীল মোদী, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর মে'র শেষ ও জুনের শুরু মিলিয়ে ৭ দিন মদ মিলবে না কলকাতায়! কবে, কবে? রইল তালিকা গুজরাটের সর্বনাশে পৌষমাস KKR-এর, মাঠে না নেমেই প্রথম কোয়ালিফায়ারে নাইট রাইডার্স মেয়ের কৃতিত্বে মাকে ‘রত্নগর্ভা’ পুরস্কার! গর্বিত মিমি লিখলেন, 'সেরা মুহূর্ত...'

Latest IPL News

গুজরাটের সর্বনাশে পৌষমাস KKR-এর, মাঠে না নেমেই প্রথম কোয়ালিফায়ারে নাইট রাইডার্স IPL 2024: কোহলির সঙ্গে কোথায় মন কষাকষি? দিব্যি হাসিমুখে হাত মেলালেন সৌরভ- ভিডিয়ো বৃষ্টিতে যথা সময়ে শুরু হয়নি ম্যাচ, খেলা ভেস্তে গেলেই বিরাট ক্ষতি শুভমন গিলদের দল হারল কী জিতল, তুমি তো ৪০০ কোটি আয় করছ! লোকেশের পাশে থেকে গোয়েঙ্কাকে তোপ বীরুর সূর্যকুমার যাদবকে নিয়ে এখনও আফসোস করেন KKR এর প্রাক্তন ক্যাপ্টেন গৌতম গম্ভীর ও কিন্তু সোজা দৌড়তে গিয়ে উইকেট আড়াল করেনি… জাদেজার পাশে দাঁড়ালেন CSK কোচ এখনও সিএসকে-র সদস্য রায়না, হাতে র‍্যাকেট তুলে দিয়ে বোঝালেন ধোনি, মুগ্ধ নেটপাড়া দুর্ভাগ্যজনক ভাবে ম্যাকগার্ক রানআউট হতেই,উন্মত্ত সেলিব্রেশনে মাতলেন কোহলি-ভিডিয়ো IPL প্লে-অফে একইসঙ্গে উঠতে পারে CSK ও RCB! কোন অঙ্কে ধোনি ও বিরাটের হাসি ফুটবে? T20 WC-এর দলে জায়গা পাওয়ার আশা হয়তো ম্যাকগার্ক নিজেও করেনি- দাবি পন্টিংয়ের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.