বাংলা নিউজ > ময়দান > 2023 ODI WC-এ পাকিস্তান অংশ নেবে কিনা ঠিক করতে, কমিটি গঠন করলেন পাক প্রধানমন্ত্রী

2023 ODI WC-এ পাকিস্তান অংশ নেবে কিনা ঠিক করতে, কমিটি গঠন করলেন পাক প্রধানমন্ত্রী

পাকিস্তান ক্রিকেট টিম কি খেলবে বিশ্বকাপে?

এই বছরের শেষের দিকে ভারতে অনুষ্ঠিত হতে চলা ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপে জাতীয় ক্রিকেট দলের অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি উচ্চ-পর্যায়ের কমিটি গঠন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

পাকিস্তান ক্রিকেট টিম কি বিশ্বকাপ খেলতে ভারতে আসবে? এখনও বিষয়টি ঝুলে রয়েছে। পাক সরকারের তরফে এখনও কোনও সিদ্ধান্ত জানানো হয়নি। তবে সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই বছরের শেষের দিকে ভারতে অনুষ্ঠিত হতে চলা ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপে জাতীয় ক্রিকেট দলের অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি উচ্চ-পর্যায়ের কমিটি গঠন করেছেন।

বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টোর নেতৃত্বে কমিটি তৈরি করা হয়েছে। যাদের কাজ হবে, পাকিস্তান-ভারত সম্পর্কের বিভিন্ন দিক, খেলাধুলা ও নীতিকে আলাদা রাখার বিষয়ে সরকারের অবস্থান এবং খেলোয়াড়, কর্মকর্তা, ভক্ত ও মিডিয়া সম্পর্কিত ভারতের বিরাজমান পরিস্থিতি পুঙ্খানুপুঙ্খ ভাবে পরীক্ষা করা।

আরও পড়ুন: এক ওভারে দু'টি বাউন্সার, ইমপ্যাক্ট রুল, এবার বড় চমক মুস্তাক আলি ট্রফিতে

কমিটি সব বিষয়ে খতিয়ে দেখে, যাবতীয় আলোচনা শেষ করে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের কাছে তাদের সুপারিশ পেশ করবে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে প্রধানমন্ত্রী, যিনি আবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পৃষ্ঠপোষক-ইন-চিফও।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) ইতিমধ্যেই বিশ্বকাপের ক্রীড়া সূচী ঘোষণা করে গিয়েছে। তবে পাকিস্তানকে নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। কারণ বাবর আজমদের ভারত সফর করা এবং ৫ অক্টোবর থেকে শুরু হতে চলা টুর্নামেন্টে অংশগ্রহণের যাবতীয় সিদ্ধান্তই আটকে রয়েছে। দুই দেশের সম্পর্কের টানাপোড়েনের কারণে পিসিবি সরকারের দ্বারস্থ হয়েছে। আর পাক সরকারের ছাড়পত্রের উপর নির্ভর করছে পাকিস্তান দলের বিশ্বকাপে অংশগ্রহণের সিদ্ধান্ত।

আরও পড়ুন: রিটায়ার্ড প্লেয়ারদের বিদেশি লিগে খেলা নিয়ে আসছে BCCI-এর নয়া বিধি, সেই জন্যই কী রায়াডু নাম সরালেন MLC থেকে?

শরিফের তৈরি করা কমিটিতে অতিরিক্ত সদস্যদের মধ্যে রয়েছেন, যেমন- ক্রীড়ামন্ত্রী আহসান মাজারি, মরিয়ম আওরঙ্গজেব, আসাদ মাহমুদ, আমিন উল হক, কামার জামান কাইরা এবং প্রাক্তন কূটনীতিক তারিক ফাতমি। এই ব্যক্তিরা পরিস্থিতি মূল্যায়ন করবেন। পিসিবি সংশ্লিষ্ট মন্ত্রীদের ইঙ্গিত দিয়েছে যে, একটি উচ্চ-পর্যায়ের নিরাপত্তা প্রতিনিধি দল ভারতে পাঠানো হবে, যেখানে পাকিস্তানের ম্যাচগুলি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সেগুলি তারা পরিদর্শন করবে।

এদিকে পিসিবির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাকা আশরাফ এবং চিফ অপারেটিং অফিসার সলমান তাসির আইসিসির বৈঠকে যোগ দিতে ডারবানে রওনা হবেন। এই আলোচনার সময়ে আশরাফ নিরাপত্তার কারণ দেখিয়ে পাকিস্তানে তাদের দল পাঠানো নিয়ে ভারতের সিদ্ধান্ত নিয়ে সরব হবেন বলে জানা গিয়েছে।

বিশ্বকাপের অত্যন্ত প্রত্যাশিত ম্যাচগুলির মধ্যে একটি ভারত ও পাকিস্তানের ম্যাচ। এটি আসলে বিশ্বকাপের ব্লকবাস্টার ম্যাচে। সেই ম্যাচটি হওয়ার কথা রয়েছে ১৫ অক্টোবর আমদাবাদের বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামে। পাকিস্তানের প্রস্তুতি ম্যাচগুলি হায়দরাবাদে অনুষ্ঠিত হবে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

মাসাবার গায়ের রং কালো, গর্ভের সন্তান ফর্সা পেতে খেতে বলা হল, রোজ একটা করে… 'যারা মৃতদেহের পর্নোগ্রাফি বানায় তাদেরই রোগীকল্যাণ সমিতিতে রাখবেন মমতা' LSG ছাড়ছেন KL Rahul! ভাইরাল ভিডিয়োয় শুরু জল্পনা!RCB-তে যোগ স্রেফ সময়ের অপেক্ষা? ‘আমেরিকাতে মাঝরাতে খাবার পাওয়া যায় না, তবে কলকাতাতে রাতেও কেউ খালি পেটে থাকে না’ সহযোদ্ধাকে জড়িয়ে হাউ হাউ করে কান্না কিঞ্জলের! জোর হাতে বললেন-'চেয়ার চাই না..' দলীপে দুই ইনিংসে 50+ রুতুরাজের,দল সবার ওপরে!মায়াঙ্কের কাছে হারল শ্রেয়সের India D বাঁকুড়া হাসপাতালে কাজে ফিরলেন জুনিয়র চিকিৎসকরা, রবিবার থেকেই উঠল কর্মবিরতি কালীঘাট-বেলুড়মঠ, কাশী-বৈদ্যনাথধামের পর্যটনে জোর দিতে ৬ নয়া বন্দে ভারত, রইল রুট অনুরাগের ছবিতে আবারও জুটি বাঁধতে চলেছেন কার্তিক-তৃপ্তি! আর কী কী চমক থাকছে? আরজি কর তদন্তে এবার সিবিআইয়ের ব়্যাডারে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.