সেরা ব্যাটিং, সেরা বোলিং, সব থেকে বেশি ছক্কা, সর্বোচ্চ উইকেট, সেরা ইনিংস, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের যাবতীয় তথ্য-পরিসংখ্যানে চোখ রাখুন।
1/8চ্যাম্পিয়ন: ফাইনালে শ্রীলঙ্কাকে ৯ উইকেটের রেকর্ড ব্যবধানে পরাজিত করে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের খেতাব ঘরে তোলে ভারতীয় যুব দল। এই নিয়ে ভারত মোট আটবার যুব এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়।
2/8টুর্নামেন্টের সেরা ক্রিকেটার: ১টি সেঞ্চুরি ও ১টি হাফসেঞ্চুরি-সহ ২৫১ রান সংগ্রহ করে টুর্নামেন্টের সেরা ক্রিকেটার নির্বাচিত হন ভারতের হরনূর সিং পান্নু।
3/8ফাইনালের সেরা ক্রিকেটার: ৮ ওভার বল করে ৩টি মেডেন-সহ ১১ রানের বিনিময়ে ৩টি উইকেট নিয়ে ফাইনালের সেরা ক্রিকেটার নির্বাচিত হন ভারতের ভিকি ওস্তওয়াল।
4/8সব থেকে বেশি রান: ৫ ম্যাচে ৫০.২০ গড়ে টুর্নামেন্টের সব থেকে বেশি ২৫১ রান সংগ্রহ করেছেন ভারতের ওপেনার হরনূর সিং।
5/8সব থেকে বেশি উইকেট: পাকিস্তানের জীশান জামির ৩ ম্যাচে মাঠে নেমে টুর্নামেন্টের সব থেকে বেশি ১১টি উইকেট নিয়েছেন।
6/8সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস: নেপালের বিরুদ্ধে শেষ লিগ ম্যাচে কুয়েত দলনায়ক মিত ভাবসার ১৭৫ রানের ঝকঝকে ইনিংস খেলে অপরাজিত থাকেন। টুর্নামেন্টে এটিই সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।
7/8সব থেকে বেশি ছক্কা: আফগানিস্তানের ইজাজ আদমেদ ৩ ম্যাচে সবথেকে বেশি ৭টি ছক্কা হাঁকিয়েছেন।
8/8সেরা বোলিং: পাকিস্তানের জীশান জামির ভারতের বিরুদ্ধে লিগ ম্যাচে ৬০ রানের বিনিময়ে ৫টি উইকেট নেন। টুর্নামেন্টে এটিই সেরা বোলিং পারফর্ম্যান্স।